ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে স্বতন্ত্র মোতালেব মুজিব ছালামের জব্বর চমক : ১৬ আসনে ১২টিতে বিজয়ী নৌকার প্রার্থী

ধরাশায়ী হুইপসহ চার এমপি

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে সরকার দলীয় হুইপসহ চার এমপি ধরাশায়ী হয়েছেন। জব্বর চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, এম এ মোতালেব ও মুজিবুর রহমান চৌধুরী। দুটি আসনে নৌকা ডুবিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। একটিতে সমঝোতার লাঙ্গলকে পরাজিত করা হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের পাঁচটিতেই বিজয়ী হয়েছেন নতুন মুখ। ১২টিতে নৌকার প্রার্থী তিনটিতে স্বতন্ত্র এবং একটি বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী।

বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের মুখে একতরফা এ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে ছিল না কোন উচ্ছ্বাস। তবে নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের ধরাশায়ী হওয়ার ঘটনা এখন আলোচনার শীর্ষে। পটিয়া আসনের টানা তিনবারের এমপি বর্তমান সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পরাজিত হয়েছেন নৌকার নতুন মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর কাছে।

সাতকানিয়া-লোহাগাড়া আসনের দুইবারের এমপি বিতর্কিত আবু রেজা নদভী নৌকা পেয়েও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের কাছে ধরাশায়ী হয়েছেন। বাঁশখালী আসনে নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রার্থিতা বাতিল হয় আলোচিত সমালোচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর। সেখানে নৌকার বিরুদ্ধে বিজয়ী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী আওয়ামী লীগের নৌকায় চড়ে পরপর দুইবার এমপি হয়েছিলেন ফটিকছড়ি আসন থেকে। এবার নৌকা না পেয়েও ভোটে ছিলেন তিনি।

পরিস্থিতি আঁচ করতে পেরে পরাজয় এড়াতে ভোটের কয়েকদিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আলোচিত এই নেতা। সেখানে হেভিওয়েট দুই প্রার্থীকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে আনেন চট্টগ্রামের একমাত্র মহিলা প্রার্থী নৌকার খাদিজাতুল আনোয়ার সনি। স্থানীয়রা বলছেন, এ চার এমপি নানা কারণে এলাকায় বিতর্কিত এবং সমালোচিত। তাদের বিরুদ্ধে দলীয় কর্মীরাও ফুঁসে উঠে। ভোটের প্রচারে গিয়ে সামশুল হক, নদভী, মোস্তাফিজসহ কয়েকজনকে দলীয় কর্মীদের হাতে নাজেহালও হতে হয়েছে। আর এর প্রতিফলন ঘটে ভোটের ফলাফলে।

এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখিয়েছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এ আসনটি সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন নৌকার নোমান আল মাহমুদ। নির্বাচনে স্বতন্ত্র বিজয় কিষান এবং জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করেন আবদুচ ছালাম।
মীরসরাই আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ও ওই আসন থেকে একাধিকবার নির্বাচিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল। স্বতন্ত্র সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে পরাজিত করেন তিনি। রাঙ্গুনিয়া আসন থেকে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আনোয়ারা থেকে নির্বাচিত হন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। কোতোয়ালী আসন থেকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজান থেকে এবিএম ফজলে করিম চৌধুরী, বন্দর-পতেঙ্গা আসন থেকে এম আবদুল লতিফ, সন্দ্বীপ আসন থেকে মাহফুজুর রহমান মিতা ও হালিশহর-পাহাড়তলী আসন থেকে নির্বাচিত হয়েছেন নৌকার মহিউদ্দিন বাচ্চু। তরুণ বাচ্চুর কাছে পরাজিত হয়েছেন সাবেক সিটি মেয়র স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম।

সীতাকুন্ড আসন থেকে প্রথমবারের মত বিজয়ী হয়েছেন নৌকার এস এম আল মামুন। চন্দনাইশ আসন থেকে তৃতীয়বারের মত বিজয়ী হলেন নজরুল ইসলাম চৌধুরী। জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হাটহাজারী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তরুণ আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান চৌধুরী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ওই আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

নির্বাচনে বেশ কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিলেও উল্লেখ করার মতো কোন ভোট পাননি তাদের প্রার্থীরা। ফটিকছড়ি আসনে কিংস পার্টি হিসেবে পরিচিত সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী (একতারা) পেয়েছেন মাত্র তিন হাজার ১৩৮ ভোট। একই আসনে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২৩০ ভোট।

এদিকে ভোটার উপস্থিতি নিয়েও কয়েকটি আসনে ভোট পড়ার হার নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। দিনভর বেশিরভাগ কেন্দ্র ছিল ফাঁকা। অথচ রাতে ফলাফল ঘোষণার পর দেখা যায় কোন কোন প্রার্থী দেড় থেকে দুই লক্ষাধিক ভোটে বিজয়ী হয়েছেন। এত ভোট কিভাবে পড়েছে তার বর্ণনাও দিচ্ছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে রীতিমত হাস্যরস চলছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা