ধরাশায়ী হুইপসহ চার এমপি
০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে সরকার দলীয় হুইপসহ চার এমপি ধরাশায়ী হয়েছেন। জব্বর চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, এম এ মোতালেব ও মুজিবুর রহমান চৌধুরী। দুটি আসনে নৌকা ডুবিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। একটিতে সমঝোতার লাঙ্গলকে পরাজিত করা হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের পাঁচটিতেই বিজয়ী হয়েছেন নতুন মুখ। ১২টিতে নৌকার প্রার্থী তিনটিতে স্বতন্ত্র এবং একটি বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী।
বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের মুখে একতরফা এ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে ছিল না কোন উচ্ছ্বাস। তবে নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের ধরাশায়ী হওয়ার ঘটনা এখন আলোচনার শীর্ষে। পটিয়া আসনের টানা তিনবারের এমপি বর্তমান সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পরাজিত হয়েছেন নৌকার নতুন মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর কাছে।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের দুইবারের এমপি বিতর্কিত আবু রেজা নদভী নৌকা পেয়েও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের কাছে ধরাশায়ী হয়েছেন। বাঁশখালী আসনে নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রার্থিতা বাতিল হয় আলোচিত সমালোচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর। সেখানে নৌকার বিরুদ্ধে বিজয়ী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী আওয়ামী লীগের নৌকায় চড়ে পরপর দুইবার এমপি হয়েছিলেন ফটিকছড়ি আসন থেকে। এবার নৌকা না পেয়েও ভোটে ছিলেন তিনি।
পরিস্থিতি আঁচ করতে পেরে পরাজয় এড়াতে ভোটের কয়েকদিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আলোচিত এই নেতা। সেখানে হেভিওয়েট দুই প্রার্থীকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে আনেন চট্টগ্রামের একমাত্র মহিলা প্রার্থী নৌকার খাদিজাতুল আনোয়ার সনি। স্থানীয়রা বলছেন, এ চার এমপি নানা কারণে এলাকায় বিতর্কিত এবং সমালোচিত। তাদের বিরুদ্ধে দলীয় কর্মীরাও ফুঁসে উঠে। ভোটের প্রচারে গিয়ে সামশুল হক, নদভী, মোস্তাফিজসহ কয়েকজনকে দলীয় কর্মীদের হাতে নাজেহালও হতে হয়েছে। আর এর প্রতিফলন ঘটে ভোটের ফলাফলে।
এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখিয়েছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এ আসনটি সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন নৌকার নোমান আল মাহমুদ। নির্বাচনে স্বতন্ত্র বিজয় কিষান এবং জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করেন আবদুচ ছালাম।
মীরসরাই আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ও ওই আসন থেকে একাধিকবার নির্বাচিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল। স্বতন্ত্র সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে পরাজিত করেন তিনি। রাঙ্গুনিয়া আসন থেকে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আনোয়ারা থেকে নির্বাচিত হন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। কোতোয়ালী আসন থেকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজান থেকে এবিএম ফজলে করিম চৌধুরী, বন্দর-পতেঙ্গা আসন থেকে এম আবদুল লতিফ, সন্দ্বীপ আসন থেকে মাহফুজুর রহমান মিতা ও হালিশহর-পাহাড়তলী আসন থেকে নির্বাচিত হয়েছেন নৌকার মহিউদ্দিন বাচ্চু। তরুণ বাচ্চুর কাছে পরাজিত হয়েছেন সাবেক সিটি মেয়র স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলম।
সীতাকুন্ড আসন থেকে প্রথমবারের মত বিজয়ী হয়েছেন নৌকার এস এম আল মামুন। চন্দনাইশ আসন থেকে তৃতীয়বারের মত বিজয়ী হলেন নজরুল ইসলাম চৌধুরী। জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হাটহাজারী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তরুণ আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান চৌধুরী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ওই আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
নির্বাচনে বেশ কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিলেও উল্লেখ করার মতো কোন ভোট পাননি তাদের প্রার্থীরা। ফটিকছড়ি আসনে কিংস পার্টি হিসেবে পরিচিত সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী (একতারা) পেয়েছেন মাত্র তিন হাজার ১৩৮ ভোট। একই আসনে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২৩০ ভোট।
এদিকে ভোটার উপস্থিতি নিয়েও কয়েকটি আসনে ভোট পড়ার হার নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। দিনভর বেশিরভাগ কেন্দ্র ছিল ফাঁকা। অথচ রাতে ফলাফল ঘোষণার পর দেখা যায় কোন কোন প্রার্থী দেড় থেকে দুই লক্ষাধিক ভোটে বিজয়ী হয়েছেন। এত ভোট কিভাবে পড়েছে তার বর্ণনাও দিচ্ছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে রীতিমত হাস্যরস চলছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ