চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে কারখানা ছুটি
১০ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
নতুন কাঠামো অনুযায়ী বেতন না হওয়ার অভিযোগ তুলে চট্টগ্রামে ফের শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুটি ইপিজেডের বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে রাস্তায় বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে দুপুরের পর বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিক্ষোভ চলাকালে ভাঙচুরের ঘটনাও ঘটে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ভেতরে সকাল ৯টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ করেন বলে সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান সাংবাদিকদের জানান।
কারখানার কর্মীরা জানান, সরকার ঘোষিত নতুন কাঠামোয় বেতন না হওয়ায় শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করেন। প্রথমে প্যাসিফিক জিন্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। কাজ বন্ধ করে শত শত শ্রমিক রাস্তায় নেমে আসে। শ্রমিকদের অভিযোগ, যারা নতুন তাদের বেতন বাড়িয়েছে চার হাজার ৫০০ টাকা। আর যারা পুরাতন তাদের বেতন বেড়েছে মাত্র তিন হাজার টাকা। এ বৈষম্য তারা মানেন না। বাড়লে সবার একরকম বাড়তে হবে। তা না হলে শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা কাজে ফিরে যান।
এরপর সাত নম্বর সেক্টরের জে জে মিলসের শ্রমিকরা নতুন কাঠামোয় বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে মেরিগো কারখানার শ্রমিকদের মধ্যেও তা ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের আটকাতে তৎপর হয়ে পড়েন কর্মকর্তারা। কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সড়কে অবস্থান নেয়। জে জে মিলসের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামোয় শ্রমিকদের বেতন হওয়ার পর অনেকেই কম বেতন বেড়েছে মনে করে বিক্ষোভ করে। এখানে সিনিয়র ও জুনিয়র শ্রমিক রয়েছে, তাদের বেতনের পরিমাণও কমবেশি আছে।
তাদের বেতন বৃদ্ধির হারও কমবেশি। সিনিয়রদের কম বেড়েছে এবং জুনিয়রদের বেশি বেড়েছে; এ নিয়ে অসন্তোষ থেকে বিক্ষোভ হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভ চলাকালে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। এদিকে কর্ণফুলী ইপিজেডেও সকাল থেকে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে পরিস্থিতি সামাল দিতে কারখানায় গতকালকের মত ছুটি ঘোষণা করা হয়।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে গত বছরের এপ্রিলে নিম্নতম মজুর বোর্ড গঠন করে সরকার। গত ২২ অক্টোবর এই বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। আর মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এমন কথা ছড়িয়ে পড়লে ২৩ অক্টোবর থেকে গাজীপুরে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকার মিরপুরে ছড়িয়ে পড়ে।
অনেক শিল্প এলাকায় শ্রমিকরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘাতে প্রাণহানিও হয়। পরিস্থিতি সামাল দিতে পর্যায়ক্রমে পাঁচ শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে সর্বনিম্ন গ্রেডে (পঞ্চম) ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। বর্ধিত মজুরি ডিসেম্বর মাস থেকে কার্যকর হওয়ার কথা। গতকাল বেশিরভাগ কারখানায় বেতন দেওয়া হয় শ্রমিকদের। কিন্তু বেতন কম হওয়ায় বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন শ্রমিকেরা। একই দাবিতে আজ বুধবারও বিক্ষোভ করার কথা জানিয়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক