ঢাকা   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১

চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে কারখানা ছুটি

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১০ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

নতুন কাঠামো অনুযায়ী বেতন না হওয়ার অভিযোগ তুলে চট্টগ্রামে ফের শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুটি ইপিজেডের বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে রাস্তায় বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে দুপুরের পর বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিক্ষোভ চলাকালে ভাঙচুরের ঘটনাও ঘটে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ভেতরে সকাল ৯টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ করেন বলে সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান সাংবাদিকদের জানান।
কারখানার কর্মীরা জানান, সরকার ঘোষিত নতুন কাঠামোয় বেতন না হওয়ায় শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করেন। প্রথমে প্যাসিফিক জিন্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। কাজ বন্ধ করে শত শত শ্রমিক রাস্তায় নেমে আসে। শ্রমিকদের অভিযোগ, যারা নতুন তাদের বেতন বাড়িয়েছে চার হাজার ৫০০ টাকা। আর যারা পুরাতন তাদের বেতন বেড়েছে মাত্র তিন হাজার টাকা। এ বৈষম্য তারা মানেন না। বাড়লে সবার একরকম বাড়তে হবে। তা না হলে শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা কাজে ফিরে যান।
এরপর সাত নম্বর সেক্টরের জে জে মিলসের শ্রমিকরা নতুন কাঠামোয় বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে মেরিগো কারখানার শ্রমিকদের মধ্যেও তা ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের আটকাতে তৎপর হয়ে পড়েন কর্মকর্তারা। কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সড়কে অবস্থান নেয়। জে জে মিলসের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামোয় শ্রমিকদের বেতন হওয়ার পর অনেকেই কম বেতন বেড়েছে মনে করে বিক্ষোভ করে। এখানে সিনিয়র ও জুনিয়র শ্রমিক রয়েছে, তাদের বেতনের পরিমাণও কমবেশি আছে।
তাদের বেতন বৃদ্ধির হারও কমবেশি। সিনিয়রদের কম বেড়েছে এবং জুনিয়রদের বেশি বেড়েছে; এ নিয়ে অসন্তোষ থেকে বিক্ষোভ হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভ চলাকালে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। এদিকে কর্ণফুলী ইপিজেডেও সকাল থেকে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে পরিস্থিতি সামাল দিতে কারখানায় গতকালকের মত ছুটি ঘোষণা করা হয়।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে গত বছরের এপ্রিলে নিম্নতম মজুর বোর্ড গঠন করে সরকার। গত ২২ অক্টোবর এই বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। আর মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এমন কথা ছড়িয়ে পড়লে ২৩ অক্টোবর থেকে গাজীপুরে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকার মিরপুরে ছড়িয়ে পড়ে।
অনেক শিল্প এলাকায় শ্রমিকরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘাতে প্রাণহানিও হয়। পরিস্থিতি সামাল দিতে পর্যায়ক্রমে পাঁচ শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে সর্বনিম্ন গ্রেডে (পঞ্চম) ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। বর্ধিত মজুরি ডিসেম্বর মাস থেকে কার্যকর হওয়ার কথা। গতকাল বেশিরভাগ কারখানায় বেতন দেওয়া হয় শ্রমিকদের। কিন্তু বেতন কম হওয়ায় বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন শ্রমিকেরা। একই দাবিতে আজ বুধবারও বিক্ষোভ করার কথা জানিয়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
বেসরকারি অপারেটর দিয়ে পরিচালিত ২৪ ট্রেনের ইজারা বাতিল
তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আরও

আরও পড়ুন

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

পার্লামেন্টে ক্ষমা

পার্লামেন্টে ক্ষমা

ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

বিতর্ক পরিহার করতে হবে

বিতর্ক পরিহার করতে হবে

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা