লাশের উপর গাড়ি চালিয়ে দিল ইসরাইলি সেনা
১০ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
দখলকৃত পশ্চিম তীরের তুলকারেমে তিনজন ফিলিস্তিনিকে গুলি করে মারার পর ইসরাইলি বাহিনী তাদের লাশের উপর দিয়ে সামরিক গাড়ি চালিয়ে যাচ্ছে, এমন একটি মর্মান্তিক ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনজন ফিলিস্তিনি পুরুষকে ইসরাইলি সেনাবাহিনী খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তাদের লাশ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এরপর একটি ইসরাইলি সামরিক গাড়ি রাস্তায় আসে এবং একটি লাশের উপর দিয়ে চলেড়ে যায়, কিছুক্ষণের জন্য থামে এবং তারপরে আবার লাশর উপর দিয়ে চলে যায়।
তুলকারেম ব্রিগেড টেলিগ্রামে একটি পোস্টে বলেছে যে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন যোদ্ধা ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা তিনজনই হামাসের যোদ্ধা। কিন্তু সেই তথ্য নিশ্চিত করা যায়নি।
এছাড়া একজন চতুর্থ ব্যক্তিও আহত হয়েছেন। তিনি পায়ে গুলিবিদ্ধ হন এবং ইসরাইলিরা তাকে গ্রেপ্তার করে। তুলকারেম শরণার্থী শিবিরে এখন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ইসরাইলি বিশেষ বাহিনী গোপনে তুলকারেমে একজন ওয়ান্টেড ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তার করার পর এ ঘটনা শুরু হয়েছিল। তারা বলছে, সশস্ত্র ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পরে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৩৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন – যাদের মধ্যে ৬০জনই তুলকারেমে। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৩,২১০ জন নিহত এবং ৫৯,১০০ জনের বেশি আহত হয়েছে। ৭ অক্টোবরের হামলা থেকে ইসরাইলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯।
প্রতিবাদে বিক্ষোভের মুখে বাইডেন : সাউথ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে গেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বিক্ষোভকারীদের প্রতিবাদের সামনে তার বক্তৃতা ব্যাহত হয়। গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারীরা। বাইডেন তাদের আশ্বাস দিয়ে বলেছেন, প্রতিবাদ সংগত। গাজায় যাতে বেসামরিক মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়া যায় তা নিয়ে ইসরাইলের সঙ্গে কথা বলছেন তিনি। পাশাপাশি ইসরাইলের সেনা এবার ধীরে ধীরে যাতে গাজা ছেড়ে বার হতে শুরু করে, তার প্রস্তাবও তিনি দিয়েছেন। রোববার কাতারে গিয়ে মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, গাজার বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়ে ইসরাইলের কাছে তিনি আবেদন জানিয়েছেন। ব্লিংকেন সউদী আরব, আরব আমিরাতও সফর করে গতকাল ইসরাইলে গিয়েছেন।
গাজায় সাংবাদিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের : গাজায় ইসরাইলের অভিযানে বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংগঠন। সোমবার এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করেছে ইউএনএইচসিআর বা জাতিসংঘের মানবাধিকার সংগঠন। তাদের বক্তব্য, গাজায় ইসরাইল অভিযান শুরু করার পর এখনো পর্যন্ত বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। এই প্রতিটি মৃত্যুর স্বাধীন তদন্ত হওয়া উচিত। বস্তুত, সম্প্রতি আল জাজিরার দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে গাজায়। তারপর সাংবাদিক-মৃত্যু নিয়ে সোচ্চার হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। শুধু তদন্তই নয়, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার কথাও বলা হয়েছে জাতিসংঘের ওই বিবৃতিতে। সূত্র : আল-জাজিরা, স্কাই নিউজ, রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক