শপথ নিয়েছেন জাপা এমপিরা বিরোধী দলের কারা হচ্ছেন প্রশ্নের নিষ্পত্তি হয়নি
১১ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান জিএম কাদের দ্বাদশ সংসদেও বিরোধী দলের ভূমিকা পালনের আগ্রহের কথা জানালেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, বিরোধী দলের বিষয়ে আগামীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে জাতীয় পার্টি। কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্যরা তাদের থেকে বেশি পাওয়ায় বিরোধী দল কারা হচ্ছে তা নিয়েয় বিতর্ক শুরু হয়। যে কারণে শপথগ্রহণের জন্য সময় চেয়েছিলো জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা বৃহস্পতিবার সংসদীয় দলের সভা আহ্বান করে। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল করে একই দিনে শপথগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার জাপার নির্বাচিত ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে বিরোধী দলের স্বীকৃতির বিষয়ে এখনো কোন আবেদন তারা জানাননি। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্যরা জোটবদ্ধ হয়ে বিরোধী দলের মর্যদা চাইতে পারে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানাগেছে।
এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের জানান, তারা দ্বাদশ সংসদেও বিরোধী দলে থাকতে চান। শপথগ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ঠিক জানি না, বিরোধী দল নির্বাচনের নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং আগামীতেও বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের ভালো হয়, সেটিই করতে চাই। এবারের নির্বাচনে এত কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব সময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের মধ্যে যে ভিত্তি আছে, সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন। ১৪ দলেরও দুজনের মতো জিতেছেন। নতুন প্রধানমন্ত্রী নতুন লিডার অব দ্য হাউজ, তিনি পরিস্থিতি বিবেচনায় করণীয় অবশ্যই সিদ্ধান্ত নিবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জনগণের প্রতিনিধি। তারা নির্বাচিত। এই নির্বাচিত সদস্য হিসেবেই সংসদে বসবেন এবং তাদের ভূমিকা পালন করবেন। এছাড়া অন্য কিছু এই মুহূর্তে ভাববার অবকাশ নেই। সবকিছুই ২/১ দিনের মধ্যে স্পষ্ট বলে তিনি জানান।
এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তারা তাদের অবস্থান কি, তারা আলাদা থাকবেন, নাকি নিজেরা জোট করবেন, সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কাকে বলা হবে তার জন্য অপেক্ষা করতে হবে।
তবে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বুধবার স্পিকারের সংসদ ভবনস্থ দপ্তরে সাংবাদিদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিরোধী দলের বিষয়ে এখনো কোন আসেনি। আসার পর সাংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বতন্ত্ররা জোটবদ্ধ হতে পারে বলে আভাস দিয়েছে টানা তৃতীয়বার নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্ররা মিলে জোট গঠনের সুযোগ আছে। তবে আমরা কেবল শপথ নিলাম, সবাই পরিচিত না, আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। আমরা এখন বিরোধী দলের ভূমিকাই নাই। তবে জোট করার পর যদি আমরা বিরোধী দলে আসলে সেটা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে অবস্থান কেমন হবে, এমন প্রশ্নের উত্তরে একাদশ সংসদের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও দ্বাদশ সংসদের স্বতন্ত্র সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, দলের সিদ্ধান্তেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং দল যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের