বাবার ভ্যানে পিকআপ দিয়ে শিশু নিহত
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
বাবার ব্যাটারিচালিত ভ্যানে পিকআপ দিতে গিয়ে ছিটকে পড়ে মারা গেছে তার পাঁচ বছরের শিশু সন্তান। শিশুটির নাম শাফিন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে মতিঝিলে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই কাতওসার আহমেদ টিটু বলেন, গতকাল সকালে কাজলার নিজ বাসার সামনে খেলা করছিলো শিশু শাফিন। এ সময় তার বাবা নূরনবী নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাইরে বের হচ্ছিলেন। বাসার সামনে ভ্যানটি রেখে দাঁড়িয়েছিলেন। এ সময় শিশুটি ভ্যানে উঠে চাবি দিয়ে স্টার্ট দিতেই ভ্যান থেকে ছিটকে পড়ে। এতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে শিশুটি মৃত্যু ঘোষনার পরই তার বাবা হাসপাতাল থেকে কেটে পড়েন। পরে ঘন্টাখানেক পরে তিনি আবার হাসপাতালে ফিরে আসেন। এ সময় শিশুটির মা রাজিয়া আক্তার তার সাথে ছিলেন। নূরনবী ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এদিকে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে ভবন থেকে লাফিয়ে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তিনি ৩ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।
নিহতের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার মহিষাশী গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল হান্নান। স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের সঙ্গে মতিঝিল এজিবি কলোনির ৩ নম্বর ভবনে থাকতেন ওই গৃহবধূ।
হাসপাতালে স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন জানান, এক ছেলে ও এক মেয়ের মা হামিদা। তিন বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তাকে দেখাশোনার জন্য বাসায় হামিদার মাও থাকেন।
সাদ্দাম বলেন, সকালে গোসল করে বের হয়ে দেখি, হামিদা বাসায় নেই। তখন সন্দেহ হলে বারান্দার গ্রিলের পকেট দিয়ে নিচে তাকিয়ে দেখি, ভবনের নিচে হামিদা পড়ে আছে। সঙ্গে সঙ্গে নিচে নেমে হামিদাকে মৃত অবস্থায় দেখতে পাই। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রী হামিদা কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকালে বাসার গ্রিলের পকেট দিয়ে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল
লামায় ৪ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও কর্মশালা
গেল বছর উখিয়া টেকনাফে ১৯২ জনকে অপহরণ: সংখ্যা আর কত বৃদ্ধি পেলে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের টনক নড়বে!
মেসির আচরণে ক্ষুব্ধ মেক্সিকোর সাবেক তারকা ফুটবলার
র্যাশফোর্ডের নতুন ঠিকানা বার্সালোনা?
জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে: হাসান সরকার