থামছে না মৃত্যুর মিছিল
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
রাজধানীতে নির্মাণাধিন বহুতল ভবন থেকে নির্মান সামগ্রী পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রায় সময়েই। কিন্তু বাস্তবে এ বিষয়ে তদারককারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোন পদক্ষেপ গ্রহন করতে দেখা যায় না। সর্বশেষ গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌচাক মার্কেট এলাকায় হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মৃত্যু হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপুর। এ ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। একই সঙ্গে এ মৃত্যুকে একটি ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবী করছে সংগঠনটি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
অভিযোগ রয়েছে, নতুন ভবন নির্মাণে শ্রমিক এবং পথচারীদের নিরাপত্তায় বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা মানছেন না অনেক ভবন মালিক এবং নির্মাণকারী প্রতিষ্ঠান। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কয়েকটি বড় বড় ডেভেলপার কোম্পানি ছাড়া বেশিরভাগ ভবন মালিকরা ভবন নির্মাণে কোনও আদর্শ ব্যবস্থাপনা অনুসরণ করছে না। ভবন নির্মাণের অনুমোদন নেয়ার সময় প্রত্যেকে সব নিয়ম মানার শর্ত পূরণের অঙ্গীকার করলেও তার বেশিরভাগই মানছে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান সাংবাদিকদের বলেন, এ ধরনের মৃত্যু মর্মান্তিক এবং পুনরাবৃত্তি ঘটছে। কেবল পথচারী নয়, প্রতিনিয়ত নির্মাণ শ্রমিকরাও মৃত্যুবরণ করছেন। কেবল মৃত্যু নয়, পঙ্গু আহত হচ্ছেন কতজন, তার প্রকৃত হিসাব নেই। এসবই ঘটে চলেছে, কারণ নির্মাণ ব্যবস্থাপনা তদারকি করা হয় না। আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড, ইমারত নির্মাণ বিধিমালা, সেটা আন্তর্জাতিক মানের। কিন্তু বাস্তবতা হলো, সেগুলো পালন করা হয় না। ভবন নির্মাণের অনুমোদন নেওয়ার সময় যিনি বানাবেন, তিনি সব মেনে চলার কথা বলেন। কিন্তু তারা সেটা মানেন না বলে আমাদের নাগরিক জীবন কেন তুচ্ছ হবে, সে প্রশ্ন তোলা জরুরি।
ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী, ‘যদি নির্মাণকাজ কোনও রাস্তায় বা স্থানে জনসাধারণের জন্য বাধা-বিপত্তি অথবা অসুবিধা সৃষ্টি করে, তাহলে আবেদনকারী কর্তৃক সেই স্থানে অস্থায়ী ঘের, জীবন রক্ষাকারী বাধা এবং বিকল্প চলাচল পথ তৈরি করে জনসাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্মাণ প্রকল্পের দ্রব্যাদি ও জিনিসপত্র জনপথে কিংবা ফুটপাতে রেখে জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করা যাবে না। আবাসিক এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোনও যন্ত্রপাতি ব্যবহার বা নির্মাণ পদ্ধতির মাধ্যমে নির্মাণসাইট বা প্রকল্প স্থলে বিরক্তিকর কোনও আওয়াজ বা পরিস্থিতির সৃষ্টি করা যাবে না এবং দিনরাতের কোনও সময় সাইটে ইট বা পাথর ভাঙানো মেশিন ব্যবহার করা যাবে না।
রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ঘটনাস্থলে কংক্রিটের ব্লকটি কোথা থেকে এসেছে এ বিষয়ে এখনো আমরা কোনো তথ্য পাইনি। তবে অনুসন্ধান করে যাচ্ছি। ঘটনাস্থলের আশপাশে এবং সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তবে সিসি ক্যামেরার ফুটেজে ব্লকটি কোথা থেকে এসেছে তা পাওয়া যায়নি। আমরা আশা করি, দ্রুতই তদন্ত কাজ শেষ হবে। আর এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, , ২০২১ সালে রাজধানীর যাত্রাবাড়ী থানার মমিনবাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী রুনা আক্তার (২২) নিহত হয়েছিলেন। তিনি স্থানীয় মোল্লা গার্মেন্টসের একজন পোশাক শ্রমিক ছিলেন। ২০১১ সালের ১৬ জুলাই অসুস্থ মাকে হাসপাতালে দেখে ফেরার পথে পান্থপথে শমরিতা হাসপাতালের সামনে একটি নির্মাণাধীন ১৮ তলা ভবন থেকে ইট পড়ে মারা যান তেজগাঁও কলেজের ছাত্র হাবিবুর রহমান। এ ঘটনার পর হাইকোর্ট বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চান। একইসঙ্গে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয় ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে আদালত নির্দেশ দিয়েছিলেন নির্মাণ প্রতিষ্ঠানকে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আবারও শীতের কবলে সৈয়দপুর
লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ব্রিকসে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সউদী আরব
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা