শীত-কুয়াশায় বিপর্যস্ত জীবন
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
শৈত্যপ্রবাহ ও অতি ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে সারা দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ‘বাঘ কাঁপানো’ মাঘ মাস আসতে আরো দুই দিন বাকি। তার আগেই শীত ও কুয়াশার দাপটে মানুষের নানামুখী কষ্ট-দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, মূলত তিনটি ফ্যাক্টর বা কারণে সারা দেশে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এক. উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে সুদূর সাইবেরিয়া ও হিমালয় পর্বতমালা ছুঁয়ে আসা ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে শীতল হাওয়ার কামড় বেড়েই চলেছে। দুই. অতি ঘন ও দীর্ঘসময় ধরে কুয়াশাপাতের কারণে সূর্যের তেজ মাটিতে আসা অবধি তাপমাত্রা খুবই কমে যাচ্ছে। মধ্যরাতের আগে থেকে সকাল পেরিয়ে দুপুর এমনকি কোথাও কোথাও বিকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন ও অতি ঘন কুয়াশা পড়ছে। তিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে কাছাকাছি চলে আসছে।
গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলিতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর, চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
প্রায় সমগ্র দেশে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে কাছাকাছি অবস্থানের কারণে ঠাণ্ডার অনুভূতি বেড়ে গেছে। যেমন- গতকাল রাজধানী ঢাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ১৩.৯ ডিগ্রি, সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও নেমে এসেছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। এমনকি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রিতে! সিরাজগঞ্জের তাড়াশে ১৪.৮, পাবনা, বগুড়া, রংপুর ও সৈয়দপুরে ১৫.৫, দিনাজপুর, ডিমলায় ১৫.৭ ডিগ্রি, ঢাকা বিভাগে ফরিদপুর, মাদারীপুরে ১৬ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১৭ ডিগ্রিতে নেমে গেছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ বাদে দেশের অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা ২০ কিংবা ১৮ ডিগ্রিরও নিচে অবস্থান করছে। এর ফলে শীতকষ্ট বেড়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.৪ ডিগ্রি সে.। এমনকি সমুদ্র তীরবর্তী মহানগরী চট্টগ্রামে রাতের তাপমাত্রা নেমে গেছে ১৩.৫ এবং পর্যটন নগরী কক্সবাজারে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে।
দীর্ঘ সময়ব্যাপী অতি ঘন কুয়াশার বাধার কারণে বিমান, অভ্যন্তরীণ নৌযান, সড়ক মহাসড়ক ও রেলপথে যোগাযোগ বিঘ্নিত এবং বিলম্বিত হচ্ছে। তীব্র শীত সেই সাথে ঘন কুয়াশা ও বায়ু দূষণে বাড়ছে সর্দি-কাশি-জ্বর-ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চর্মরোগসহ বিভিন্ন ধরনের রোগব্যাধির প্রকোপ। হাসপাতাল-ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে বেড়ে গেছে রোগীর ভিড়। শিশু-বৃদ্ধদের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে দিনের বেশির ভাগ সময়জুড়ে ঘন কুয়াশা, শীত ও হিমেল হাওয়ার কারণে দিনে এনে দিনে খাওয়া মজুর, কুলি, কৃষিশ্রমিক, ঠেলা-ভ্যান চালক, হকার, মাঝি-মাল্লাসহ নিম্নআয়ের শ্রমজীবী মানুষের আয়-রোজগার কমে গেছে। সঙ্কটে পড়েছে তাদের জীবনধারণ।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টাসহ আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহণ, সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্নিত হতে পারে।
আগামী বৃহস্পতিবার নাগাদ দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ‘শীত নামানো বৃষ্টির’ কারণে মাঘের শুরুতে শীতের দাপট আরও বৃদ্ধি পেতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর মধ্য দিয়ে একটি শীত-কুয়াশার চক্র বা বলয় তৈরি হয়ে আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল
লামায় ৪ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও কর্মশালা
গেল বছর উখিয়া টেকনাফে ১৯২ জনকে অপহরণ: সংখ্যা আর কত বৃদ্ধি পেলে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের টনক নড়বে!
মেসির আচরণে ক্ষুব্ধ মেক্সিকোর সাবেক তারকা ফুটবলার
র্যাশফোর্ডের নতুন ঠিকানা বার্সালোনা?
জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে: হাসান সরকার