শেখ হাসিনাকে রাশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে। গতকাল শনিবার ঢাকায় রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। মিখাইল মিশুস্তিন আরো বলেন, সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরো জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে। রাশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

এর আগে গত শুক্রবার শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন জানিয়ে এক চিঠিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরো অবদান রাখবে।
শীতেও কমছে না এডিস মশা
স্টাফ রিপোর্টার
শীতকাল অর্ধেক পার হতে চললেও এডিস মশা টিকে আছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছর ধরে শীতের সময়ও এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ডেঙ্গু রোগ এখন সারা বছরই থাকবে। মশা নিয়ন্ত্রণ করতে পারলে তবেই নিয়ন্ত্রণে থাকবে এ রোগের বিস্তার।

বাংলাদেশে পৌষ ও মাঘ মাস শীতকাল। ইংরেজি মাসের হিসেবে মধ্য নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। তবে শীতশীত ভাব আরও একটু আগে শুরু হয়, আর শীতের আমেজ থাকে ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশে গত কয়েক বছরের তথ্যে দেখা গেছে, জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ চূড়ায় অবস্থান করে। ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায় নভেম্বর-ডিসেম্বর এমনকি জানুয়ারি মাস পর্যন্ত।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাঁড়ালো। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩২ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২২ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২৪ সালের প্রথম ১২ দিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৩৭ জন এবং ঢাকার বাইরে ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছরে মোট ৩৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ১১০ জন রাজধানীতে এবং বাকিরা দেশের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে ২০২৩ সালে জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। যা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ২০২৩ সালে সারাদেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এ যাবৎকালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত রোগটিতে মারা গেছেন। এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া ও এইডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গত বছরের ৮ থেকে ১৮ ডিসেম্বর ঢাকার ৯৯টি ওয়ার্ডে বর্ষা পরবর্তী মশার জরিপ চালায়। স্বাস্থ্য অধিদফতরের জরিপের ফল অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের ১৮১৫ বাড়ি পরিদর্শন করে ২২৪টি বাড়িতে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। অর্থাৎ ১২ দশমিক ৩৪ শতাংশ বাড়িতেই এখনও এডিস মশার লার্ভা আছে। উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের ১৩৩৪টি বাড়ি জরিপ করে ১৫৫টি, বা ১১ দশমিক ৬২ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। কোনো এলাকার ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি হলে সেখানে মশার ঝুঁকিপূর্ণ উপস্থিতি বিবেচনা করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শন করা ৫৯টি ওয়ার্ডের মধ্যে ২১টির ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। অর্থাৎ ৩৫ দশমিক ৬০ ওয়ার্ডে মশার উপস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। ডিএনসিসির ৪০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি। অর্থাৎ, ২৭ দশমিক ৫ শতাংশ ওয়ার্ডে মশার উপস্থিতি ঝুঁকিপূর্ণ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এডিস মশা এখন সারাদেশে সারা বছরই থাকবে। কারণ এডিস মশা প্রজননের জন্য যে তাপমাত্রা দরকার তা সারা বছরই থাকে। এরসঙ্গে পানি যোগ হলে এডিস মশার প্রজনন হবে। মশা তার প্রজননের জন্য কিছু কিছু জায়গায় এখনও পানি পেয়ে যাচ্ছে। নির্মাণাধীন ভবন, বহুতল ভবনের পার্কিংয়ে গাড়ি ধোয়ার জায়গা, বাসায় পানি জমিয়ে রাখার স্থানে এডিস মশা পাওয়া যাচ্ছে। এডিস মশা যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু ডেঙ্গুও থাকবে। তবে শীতকালে মশা কম পাওয়া যাবে। ডেঙ্গু থেকে আমাদের মুক্তি নাই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, মশা কমলেও একেবারে শূন্যের কোটায় আসবে না। কারণ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হলে মশার লার্ভা জন্মাতে পারে না। দেশে এখনও তাপমাত্রা এর নিচে নামেনি। তাছাড়া আমাদের দেশে অপরিচ্ছন্নতার কারণে বৃষ্টি ছাড়াও নিত্য ব্যবহার্য পানি জমে থাকছে। বোতলে, কনটেইনারে পানি জমে থাকছে। আমরা আমাদের পরিবেশকে নোংরা করে ফেলেছি। ডেঙ্গু এখন সারা বছরই থাকবে। এতে কিছু মানুষ ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে বয়স্ক মানুষ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী নারী ও শিশুরা আক্রান্ত হলে তাদের মৃত্যুঝুঁকি বেশি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসন চায় বাংলাদেশ
‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হচ্ছে না, এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার’
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
পুলিশে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
আরও

আরও পড়ুন

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

আনিসুল হকের আয়কর নথি জব্দ

আনিসুল হকের আয়কর নথি জব্দ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার

সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার

পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত

পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত