ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
নির্বাচনী সহিংসতা

কালকিনিতে কাটেনি আতঙ্ক হাটবাজার-স্কুলে উপস্থিতি কম

Daily Inqilab আবুল হাসান সোহেল, কালকিনি (মাদারীপুর) থেকে

১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাদারীপুর-৩ আসন অর্থাৎ কালকিনিতে ঘটে গেছে একাধিক সহিংসতা। নির্বাচনী পূর্বাপর সহিংসতার ঘটনায় একাধিক জীবনহানী হলেও আইনি প্রয়োগে গতিশীলতা তেমন না থাকায় মানুষ ক্রমন্বয়ে বেপরোয়ার হয়ে যাচ্ছে। যে কারণে সহিংসতার আতঙ্ক বিরাজ করছে। স্বস্তি মিলছে না সাধারণ জনমনে। সহিংসতার আতঙ্ক তাড়া করছে যেন সকলকে। কখন কার বাড়িঘর হামলা হয় কেউ বলতে পারছে না। ইতোমধ্যে অনেকেই রাতের আঁধারে বাড়িঘর ছেড়েছে নিরাপত্তার জন্য। ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করার সুযোগ নিচ্ছে অনেকই। গত ২১ ডিসেম্বর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার পর এখনো আতঙ্ক কাটেনি ওই এলাকায়, স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

একের পর এক ঘটনায় হাটবাজার ও বিদ্যালয়ে উপস্থিতি কমে গেছে। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ভয় আর আতঙ্ক। রাস্তাঘাটে অপ্রয়োজনে বের হচ্ছে না মানুষ। বর্তমানে সাধারণ মানুষের নিরাপত্তায় ইউনিয়ন পরিষদের সামনে সার্বক্ষণিক মোতায়েন রয়েছে পুলিশ।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে লক্ষ্মীপুরে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেনদার খাঁ। এ সময় মিছিলে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় প্রতিপক্ষ। এতে আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীসহ ৫৭ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়। পরে ২৩ ডিসেম্বর সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন ভাটোবালী গ্রামের কৃষক এসকেনদার খাঁ। এ সময় এসকেনদারকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসকেনদার। ২৪ ডিসেম্বর নিহতের ছেলে কিরণ খাঁ বাদী হয়ে কালকিনি থানায় ৩১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরদিন সোমবার ভোর রাতে গাজীপুর থেকে ভাটোবালী গ্রামের মাকলেস খানের ছেলে এ ঘটনার মূল পরিকল্পনাকারী বিল্লাল খানকে (৩০) গ্রেফতার করে মাদারীপুরের জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ ঘটনায় ফজলুল হক বেপারীসহ বেশ কয়েকজন জামিনে রয়েছেন।

এদিকে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন কাতেব আলী সরদার। এ ঘটনায় গ্রেফতার হলে আদালতে তোলা হয় তাফাজ্জেল হোসেন গেন্দু কাজীকে। পরে তাকে কারাগারে পাঠান আদালতের বিচারক।

স্থানীয়রা জানান, একের পর এক ঘটনায় পুরো লক্ষ্মীপুরে ছড়িয়েছে আতঙ্ক। অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকা। হাটবাজারে ভয়ে দোকান খুলছে না অনেকেই। অপ্রয়োজনে বাড়ির বাইরেও বের হচ্ছে না কেউ। প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়েও কমে গেছে উপস্থিতি। ভয়ে বিদ্যালয়ে আসছে না শিক্ষার্থীও।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক মুদি দোকানি জানান, দোকানে বেচাকেনা কমে গেছে। এখন আর বাজারে লোকজন তেমন নেই। দুইপক্ষ মারামারি করে, আর প্রভাব পড়ে আমাদের ওপর।

ভ্যান ও ইজিবাইক চালকেরা জানান, ভ্যান চালিয়ে আগে যা পেতাম, এখন তার অর্ধেকও পাই না। রাস্তায় যাত্রী নেই। পুলিশ আছে এজন্য পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, পুলিশ চলে গেলে আবারও মারামারি হবে। কারণ এই এলাকার মানুষের এটা অভ্যাস হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয় আমাদের মতো গরিব মানুষ।
লক্ষ্মীপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম বলেন, প্রায়ই মারামারি হচ্ছে এখানে। এতে সবার মাঝে ভয় কাজ করছে। বিদ্যালয়ে এখন শিক্ষার্থীদের উপস্থিতিও কম। ক’দিন আগে বিদ্যালয়ের প্রায় ৩০টি গাছের চারা কর্তন করেছে দুর্বৃত্তরা, এতে আরও ভয় বাড়ছে।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারী বলেন, আমার লোকজন হাটবাজারে যেতে পারে না। যারা যায় তাদের মারধর করা হয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও জনগণের নিরাপত্তা চাই।
এ ব্যাপারে তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে, নাম না প্রকাশে অনিচ্ছুক গেন্দু কাজীর পক্ষে একজন বলেন, নির্বাচনের আগে মারামারি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। নির্বাচনের পরে কোনো সমস্যা হয়নি। একটি পক্ষ সব সময় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। আমরা চাই লক্ষ্মীপুরে শান্তি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের চেষ্টার কোনো কমতি নেই। হাটবাজারে স্বাভাবিকভাবে মানুষ আসা যাওয়া করবে, এতে বাধা নেই। আসামি ধরার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নে সাধারণ মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বদাই পুলিশ কাজ করছে। এছাড়া বিভিন্ন মামলার আসামিদের ধরতেও চলছে অভিযান।

উল্লেখ্য, নির্বাচনে মাদারীপুর-৩ আসনের নৌকা প্রতীকে পরাজিত হয় ড. আবদুস সোবহান মিয়া। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে এই আসনে ঈগল প্রতীকে বিজয়ী হন তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই লক্ষ্মীপুর ইউনিয়নে ড. আবদুস সোবহান মিয়ার পক্ষে নেতৃত্ব দেন ফজলুল হক বেপারী। আর তাহমিনা বেগমের পক্ষে নেতৃত্ব দেন তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী।
মানবাধিকার কর্মী ও অ্যাডভোকেট আবুল হাসান সোহেল বলেন, নির্বাচনে মাদারীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকি ও বিজীত প্রার্থী দুজনেই সরকার দলীয় লোক। জনসাধারণ ও নিরাপত্তার জন্য উভয়কে সহঅবস্থানে আসা সমীচীন তা না হলে ভবিষ্যতে এ আসনের রাজনীতির কুফলতা বাড়বে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল