ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
সময় বৃদ্ধির সিদ্ধান্ত কাল : তাঁবুর চুক্তির জন্য চাপ দিচ্ছে সউদী-ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রী নিবন্ধনে কাক্সিক্ষত সাড়া মেলেনি

Daily Inqilab শামসুল ইসলাম

১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

হজযাত্রীর চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আসছে কাল। ধর্ম মন্ত্রণালয় ও হাবের নেতৃবৃন্দের মাঝে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠক শেষে নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। সউদী-বাংলাদেশ দ্বি পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় কোটা এক লাখ ১৭ হাজার জন হজে যাওয়ার কথা। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫) হিজরী সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত বছর হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে। চলতি বছর গত ১৫ নভেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। হজযাত্রী নিবন্ধনে আশানুরুপ সাড়া মেলেনি। এতে হজ এজেন্সিগুলোর মাঝে চরম হতাশা বিরাজ করছে।

হজ নিবন্ধন দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কাঙ্খিত সাড়া না মেলায় তৃতীয় দফায় সময় আরও বাড়ানোর বিষয়টি আগামীকাল ধর্ম মন্ত্রী মো.ফরিদুল হক খান ও হাবের নেতৃবৃন্দের মাঝে দ্বি-পাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তবে কতদিন সময় বাড়তে পারে তা’ আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। গতকাল রাতে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। হাবের একাধিক সদস্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন।

তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম মক্কা-মদিনায় হজযাত্রীদের বাড়ি ভাড়াসহ হজের আনুষঙ্গিক কার্যক্রমে পরিদর্শন গতকাল দেশে ফিরেছেন। সউদী ফেরত অতিরিক্ত সচিব মতিউল ইসলাম রাতে ইনকিলাবকে জানান, হজযাত্রী নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সউদী কর্তৃপক্ষ বাংলাদেশের মোট হজযাত্রীর সংখ্যা এবং মিনার তাবু ভাড়া নেয়ার চুক্তির জন্য চাপ দিচ্ছে। আমরা তাদের বলে এসেছি দেশে ফিরে ১৮ জানুয়ারির পর মিনার তাবু ভাড়ার চুক্তির প্রক্রিয়া মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সেল জহিরুল ইসলাম শুরু করবেন। গতকাল রাত পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫৩৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৪৮ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। যেহেতু এখনও কাঙ্খিত নিবন্ধন হয়নি তাই আবার সময় বাড়ানো হবে। তবে কতদিন বাড়বে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। নিবন্ধনের সাড়া কম হওয়ার কারণ ব্যাখ্যা করে হজ অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, গত বছর ফেব্রুয়ারি মাসে নিবন্ধন শুরু হলেও এবার শুরু হয়েছে নভেম্বর মাসে। এ কারণে হজে যেতে ইচ্ছুকদের ধারণা এ নিবন্ধনের সময় বাড়ানো হবে। এছাড়া দেশে নির্বাচন থাকায় নিবন্ধনের সাড়া কম মিলেছে। আশা করছি নির্বাচন শেষ হয়েছে এখন নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে। এদিকে, পবিত্র হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ২৮ নভেম্বর রেজিস্ট্রি ডাকযোগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান।

হজ এজেন্সি রাজশাহী ট্রাভেলসের মালিক ও হাবের ইসির অন্যতম সদস্য মুফতি মুস্তাফিজুর রহমান রাতে জানান, আমার দু’টি হজ এজেন্সির মধ্যে মাত্র দেড়শ’ হজযাত্রী নিবন্ধন করেছেন। সর্বমোট সাড়ে চারশ’ হজযাত্রী নিবন্ধন করার কথা। তিনি হজযাত্রী নিবন্ধনের সময় আরো এক মাস বাড়ানোর জন্য ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের আশু হস্তক্ষেপ কামনা করেন। মদিনা এয়ার ট্রাভেলস লিমিটেডের স্বত্বাধিকারী ও হাবে সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, গতকাল পর্যন্ত তার মাত্র ১১০জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। এর সঙ্গে টানা অবরোধ ও হরতাল। বেশিরভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। এখন নির্বাচন হয়ে গেছে। আশা করছি যারা হজে যেতে ইচ্ছুকরা দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করবেন।

হাব নেতা মাওলানা ফজলুর রহমান সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির জোর দাবি জানান। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার সউদী সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না। তাই এবার নিবন্ধনে খুবই ধীরগতি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা