ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী করোনার সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ :: দুই বছরে আড়াই কোটি টিকা দেয়ার টার্গেট, এপ্রিল থেকে শুরু হচ্ছে চতুর্থ ডোজ :: আয়ানের পরিবারের সদস্যদের স্মারকলিপি

অননুমোদিত হাসপাতাল ক্লিনিক অবশ্যই বন্ধ করতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

অবৈধ ও অননুমোদিত সব হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, আমি বলেছি দুর্নীতির ব্যাপারে ছাড় দেব না। এই অননুমোদিত, লাইসেন্স ছাড়া হাসপাতাল এগুলো চলতে দেওয়া যাবে না।

বিষয়টি আমি এক দিনে পারব না। কিন্তু আমার মেসেজ হচ্ছে যে, এই অননুমোদিত ক্লিনিক, হাসপাতাল বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমি নিজেও ভুক্তভোগী এগুলোর জন্য। একই সঙ্গে স্বাস্থ্যখাতে অনেক সমস্যা রয়েছে, বিষয়টি তিনিও জানেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যখাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিশু আয়ানের পরিবারের সদস্যরা মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। খতনা করাতে গিয়ে ঢাকার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল হাসপাতালে আয়ান আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়। পরে জানা যায়, এই হাসপাতাল অনুমোদন ছড়াই কার্যক্রম চালিয়ে আসছিল।

ডা. সামন্ত লাল সেন বলেন, ১৯৮২ সালের মেডিকেল অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস অর্ডিন্যান্স অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনেস্টিক সেন্টার চালানোর সুযোগ নেই। আয়ানের পরিবারের সদস্যরা গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করেন। তারা আয়ানের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি তিনি জেনেছেন, আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা তিনি নেবেন। এদিন মতবিনিময় সভায় স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সারাজীবন যেভাবে কাজ করে গেছেন, এখনও সেভাবেই কাজ করতে চান। মানুষের কষ্টটা আমি খুব কাছ থেকে দেখেছি। এতে কোনো সন্দেহ নাই, রোগীরা মাটিতে শুয়ে থাকে, চিকিৎসা পায় না। আমি চেষ্টা করব বিষয়গুলো ধরে আগাইতে। ইট উইল টেক টাইম, একদিনে হবে না। সবাই আমাকে সহযোগিতা করলে সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এদিকে বিশে^র অনান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণের হার ছড়িয়েছে ৫ শতাংশের ঘর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অসংক্রামক রোগে ভুগছেন তাদের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, কোভিড এখনও চলে যায়নি। বিশেষ করে নতুন ধরন নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এখনো রোগী পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও কিছু রোগী হাসপাতালে ভর্তি আছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছে টিকার চাহিদা দেয়া হয়েছে। তারা টিকা সরবরাহের আশ্বাস দিয়েছে। ২০২৪ ও ২০২৫ এই দুই বছর আমরা আড়াই কোটি লোককে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ফ্রন্টলাইনার, শিশু, বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তারা এই টিকা পাবেন। আমাদের হাতেও কিছু টিকা আছে। এছাড়া গ্যাভির কাছ থেকে এ বছর আমরা ১ কোটি টিকা পাব। চলতি বছরই ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকেই টিকা দেয়া শুরু করতে পারবো বলে আশা করছি। অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, করোনার নতুন ধরন খুব বেশি মারাত্মক না হলেও আমরা সবাই সতর্ক থাকব। আমরা এবছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছি। গ্যাভি থেকে টিকা আসা মাত্রই আমরা কার্যক্রম শুরু করব। স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এখনও কিছু টিকা আছে। এই টিকার মেয়াদ আগামী বছর পর্যন্ত আছে। ফাইজারের এই টিকা করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা ভাইরাস সংক্রমণের দৈনিক তথ্য জানিয়ে যে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় সেখানেও, করোনার সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া সার্জারি অথবা অন্য কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল মাত্র কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করার পরামর্শ দেয়া হচ্ছে। এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৮৫ টি নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ জনের নমুনায়। সংক্রমণের হার ৫ দশমিক ৯১ শতাংশ।

মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলস, বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা