ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
বিক্ষিপ্ত বৃষ্টিপাত হিমেল হাওয়ায় স্থবির জীবন : বেড়েছে ঠাণ্ডাজনিত রোগব্যাধি : তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস : উত্তরাঞ্চলসহ অনেক জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টির মতো সারাদিন পড়ছে ঘন কুয়াশা

মেঘ-কুয়াশায় ঢাকা দেশ

Daily Inqilab শফিউল আলম

২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

মেঘাচ্ছন্ন আকাশ ও মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। সেই সাথে হিমালয় পর্বত ছুঁয়ে আসা উত্তর দিকের হাঁড় কাঁপানো হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি (ঢাকায় সকালে ৯৫ শতাংশ) এবং ঊর্ধ্বাকাশের শীতলতম জেটবায়ু নিচের দিকে নামছে প্রবলবেগে। এর ফলে ঠাণ্ডার কামড় তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টির মতো সারাদিন পড়েছে ঘন কুয়াশা। এ অবস্থায় গতকাল দেশের বিভিন্ন জেলা উপজেলায় হিমেল হাওয়ার সাথে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হয়েছে। স্থবিরতা বিরাজ করছে জনজীবনে। সর্বত্র বেড়ে গেছে ঠাণ্ডাজনিত নানান রোগব্যাধি। গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে হালকা বর্ষণ হয়। এরপরে শীতের দাপট আরো বৃদ্ধি পায়।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন চুয়াডাঙ্গায় ছিল ৬.৬ ডিগ্রি সে.। ঢাকায়ও সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২.২ ডিগ্রি সে.। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল টেকনাফে ২৫.৭ ডিগ্রি। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাদারীপুর, সাতক্ষীরা ও যশোরে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। এক সপ্তাহের মাথায় শীত নামানো বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে ঠাণ্ডার প্রকোপ ও শীতকষ্ট।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুড়ি বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুরবেলা অবধি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এতে করে আকাশপথ, নৌ, সড়কপথে পরিবহণ ব্যাহত হতে পারে। দিনের বেলায় ঠাণ্ডা অব্যাহত থাকতে পারে। পশ্চিমা একটি শীতের বলয় বিরাজ করছে, বাংলাদেশ অবধি।
এদিকে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, মেঘাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

আমাদের জেলা ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যের প্রতিবেদনে: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের ৪৩টি জেলায় বইছে মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। এরই মধ্যে মঙ্গলবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের ৪৪টি আবহাওয়া স্টেশনের মধ্যে ২৬টিতেই তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নেমে আসে। এর মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইছে। বাকি আবহাওয়া স্টেশনগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

নীলফামারীর সৈয়দপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বাড়লেও সূর্য উঁকি না দেওয়ায় ও কুয়াশার দাপট থাকায় বেড়েছে শীতের তীব্রতা। গতকাল বুধবার সকালে সৈয়দপুরে আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শহরের হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম ইনকিলাবকে জানান, সকাল ৬টা ও ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা থাকায় এখনো সূর্যের দেখা মিলছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগও বেড়েছে নিম্নআয়ের মানুষের। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেও সকাল থেকে কাজে বের হয়েছেন তারা। বলছেন, জীবিকার তাগিদে যত কষ্টই হোক ঘরে থাকার উপায় নেই। দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহ শিগগিরই থামবে না উল্লেখ করে আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল সন্ধ্যায় বলেন জানান, দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে দিনের তাপমাত্রা কমে আসবে এবং রাতের তাপসামা কিছুটা বাড়বে। এতে তাপমাত্রার উন্নতি হলেও শীতের অনুভব বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরুতে শীতের তীব্রতা আবারও বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, মেঘ কেটে গেলেই শীতের তীব্রতা বাড়তে থাকবে। পুরো জানুয়ারি মাসেই এই বাড়া-কমা চলবে। বৃষ্টির বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কেটে গেলেই তাপমাত্রা আবারও কমবে।

আবহাওয়া অধিদফতরের উপাত্ত অনুযায়ী, ঢাকা বিভাগ (১৩ জেলা), খুলনা বিভাগ (১০ জেলা), রাজশাহী বিভাগ (৮ জেলা), রংপুর বিভাগ (৮ জেলা) এবং মৌলভীবাজার, ভোলা, বরিশাল ও কুমিল্লা জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। অন্যদিকে ৪৪টি আবহাওয়া স্টেশনের মধ্যে ৫টি (ফরিদপুর,গোপালগঞ্জ, রাজশাহী, তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাট) স্টেশনে মাঝারি মাত্রার এবং ২১টি স্টেশনে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

বিপর্যস্ত জনজীবন : হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বেশিরভাগ এলাকার জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। দিন ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ; বিশেষ করে ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। কমেছে তাদের আয়। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড়। ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে সড়ক, নৌ ও আকাশপথে চলাচল।

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গতকাল তাপমাত্রার পারদ নামে ৮.৪ ডিগ্রিতে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ। আর কাজকর্ম কমে যাওয়ায় খেটে খাওয়া মানুষদের দিন কাটছে অভাব-অনটনে। ঠাকুরগাঁওয়ে বুধ ও আগামীকাল বৃহস্পতিবার দুদিন জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘন কুয়াশা ও শীতের দাপটে কুড়িগ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা। গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। স্কুল খোলার ঘোষণা থাকলেও হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। অনেক স্কুলে শিক্ষার্থীরা যাওয়ার পর ছুটির ঘোষণা শুনে বাড়ি ফিরে যায়। তবে মাধ্যমিক স্কুল খোলা আছে।

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নামায় গতকাল বুধবার সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগে থেকেই বন্ধের নির্দেশনা না জানানোয় শিক্ষার্থীরা স্কুলে এসে বাড়ি ফিরে যায়। কুমিল্লায় শীতের দাপটে কাবু দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। অন্যদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গতকাল জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এমন তাপমাত্রায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকার কথা, কিন্তু তা মানা হচ্ছে না। তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নামায় ফরিদপুরে আগামীকাল বৃহস্পতিবার জেলার মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় খুলনা বিভাগের কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধের খবর দেরিতে পাওয়ায় গতকাল বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে বাড়িতে ফিরে আসে।
টাঙ্গাইলের ভূঞাপুরে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নামায় উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নদীতীরবর্তী এ উপজেলার মানুষ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার