ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

সাধারণ ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা প্রদর্শনেই সন্তুষ্ট বড় কোম্পানিগুলো

Daily Inqilab মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

৩০ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর সরকারি ছুটির দিন ছাড়া কিছুতেই জমছে না। এমনিতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে ১ জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি শুরু হওয়ায় বহু ব্যবসায়ীরা স্টল নিয়েও ২য় সপ্তাহের শুরুতে স্টল প্রস্তুত করছেন। আর স্টল নেয়া ব্যবসায়ীদের হাকডাক যেন শুনছেনই না দর্শনার্থীরা। ফলে এবার ক্রেতা টানতে পারছেন না মেলার ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের দাবি, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকজ মেলা আর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া একুশে বই মেলার প্রভাব পড়বে বাণিজ্য মেলায়।

মেলার ৮ম দিনে সরেজমিনে ঘুরে দেখা যায়, এবার গত ৩ বছরের তুলনায় যাতায়াত ব্যবস্থাসহ মেলার অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা ভালো। তবে সোমবার দুপুরেও বেশ কয়েকটি স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। আবার বেশ কিছু স্টলের জায়গা খালি পড়ে আছে। ব্যবসায়ীদের দাবি,২১ দিন পর শুরু হওয়ার প্রভাবে ক্রেতা নাই। তবে এবার ক্রেতা সাধারণ পবিত্র ঈদ উল ফিতরের কেনাকাটাকে টার্গেট করেছেন এ মেলা থেকে।
মেলায় ঘুরতে আসা মধুখালীর বাসিন্দা আরমান মিয়া বলেন, এবার মেলা এখনো জমেনি। লোক যেমন নেই তেমনি ভেতরের স্টলও খালি। এভাবে নিরুৎসাহিত হলে মেলার সফলতা নিয়ে প্রশ্ন ওঠবে।

অপর দর্শনার্থী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন বলেন, এবার মেলা দেরীতে শুরু হওয়ার পাশাপাশি একুশে বই মেলার প্রভাবে রাজধানী থেকে আসা দর্শনার্থীদের সংখ্যা কমে যাবে। পাশাপাশি পার্শ্ববর্তি উপজেলা সোনারগাঁওয়ে গত ১৬ জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে। সেখানে স্থানীয় লোকজন ভীড় করে থাকে বেশি। তাছাড়া বাজারের সব পণ্যের দাম বেশি। ফলে নিন্ম আয়ের লোকজন বিনোদন বা কেনাকাটায় খরচ করতে চায় কম। এসব কারণে এবার মেলায় দর্শনার্থী কম। তবে সরকারি ছুটির দিনে লাখো লোকের সমাগম হয় মেলায় বিক্রিও বাড়ে সেদিন।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী ঢাকা সুইটস এন্ড বেকারীর মালিক হাফেজ আব্দুর রহিম বলেন, মেলায় ৮ম দিন চলছে অথচ আজো স্টল প্রস্তুতের হাতুড়ি পেটা ঠকঠক শব্দ হচ্ছে। স্টল আর প্যাভিলিয়ন কম থাকায় পুরোপুরি হতাশ হলাম। এদিকে মেলা সূত্র জানায়, এখনো প্রায় ৩০ ভাগ স্টল প্রস্তুত বাকি রয়েছে। ফলে চাহিদামতো পণ্য পাচ্ছে না সবাই। ফলে প্রথম দিকে যারা আসছেন কেবল ঘুরে দেখে খেয়ে দেয়ে ফিরে যাচ্ছেন। মেলায় এবার দেখা গেছে দেশী-বিদেশী প্রয়োজনীয় পোশাক, জুতা, আসবাব, সাজসজ্জা ও প্রসাধনি জাতীয় পণ্যের সমাহার।
মেলায় আগত আতর বিক্রেতা হামিদুর রহমান বলেন, গত শুক্র ও শনিবার যাই বিক্রি হয়েছে বাকি ৬ দিনে ৫ হাজার টাকা বিক্রি হয়নি। এ সময় তিনি স্টল প্রস্তুত না হওয়ায় আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশদ্বার ঠিকাদার ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া বলেন, এবার মেলায় রাজধানী থেকে আসা দর্শনার্থীরা খুব সহজেই মেলায় আসতে পারছেন। শেখ হাসিনা সরণি দিয়ে অবাধ যাতায়াত করছেন। পাশাপাশি ঢাকা বাইপাস সড়কেও এবার যানজটমুক্ত রাখতে বিপুল পরিমাণ পুলিশ দায়িত্বে রয়েছেন। তারপরও ছুটির দিন ছাড়া লোকজন কম। এতে ইজারার অর্থ ওঠাতে হিমসিম খেতে হতে পারে। পাশাপাশি ব্যবসায়ীরাও লোকসান গুনবে।

 

মেলায় থাকা হাতিল ফার্নিচারের বিক্রয় কর্মী মাহফুজ আহমেদ বলেন, আমাদের মেলার স্টল নেয়া শুধু বিক্রির জন্য নয়। এখান থেকে অর্ডার পাওয়া যায়। যা কোম্পানির নিজস্ব কারখানা থেকে তৈরী করে গ্রাহককে দেয়া হয়। এখানে প্রদর্শনই মূল উদ্দেশ্য।

মেলা ঘুরে দেখা যায়, প্রয়োজনীয় পোশাক, জুতা, আসবাব, সাজসজ্জা ও প্রসাধনি জাতীয় পণ্যের সমাহার রয়েছে। এসবের দাম কিছুটা বেশি বলে প্রথম দিকে বিক্রি কম।
কালীগঞ্জ থেকে আসা দর্শনার্থী শামীমা আক্তার দিপু বলেন, মেলায় আগত স্টল ও প্যাভিলিয়নে যেসব পণ্য বিক্রির জন্য রাখা হয়েছে তাতে নতুনত্ব কিছু নাই। সব সাধারণ হাট-বাজারে পাওয়া যায়। অথচ এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা!

তবে তীব্র শীত কমতে শুরু করায় দর্শনার্থীরা দল বেঁধে আসবে এমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। যদিও মেলা ঘুরে এবার নতুন কিছু না পেয়ে পুরোদমে নিরাশ সীমিত দর্শনার্থীরা।
সূত্রমতে, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছে । যার মধ্যে রয়েছে ১৮টি বিদেশি স্টল। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির স্টল সাজাচ্ছেন। আশা করা হচ্ছে, এ মেলায় এবার ৫শ’ কোটি টাকার রপ্তানি আদেশ পাবেন জানিয়েছেন ইপিবি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার