ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
রাজনীতির ময়দানে কাউকে একবিন্দুও ছাড় দেবো না ধমকে নিত্যপণ্যের দাম কমবে না

ভারতের সঙ্গে ঝগড়া করে আমাদের কোনো লাভ নেই : ওবায়দুল কাদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম

প্রতিবেশী দেশ ভারত প্রসঙ্গে বাংলাদেশের ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অলমোস্ট আমাদের বেশিরভাগ সীমান্ত ভারতের সঙ্গে সম্পৃক্ত। এদিকে মিয়ানমারের কিছু অংশ, বাকিটা ভারত দ্বারা বেষ্টিত। ভারত আমাদের চেয়ে বিজ্ঞান, প্রযুক্তিসহ বহু বিষয়ে এগিয়ে। একটি শক্তিধর দেশ। এখন বিশ্বে ভারতের যে পজিশন সেটা প্রায় পরাশক্তির পর্যায়ে।

ভারতের সঙ্গে ঝগড়া করে আমাদের কোনো লাভ নেই। তাদেরও এখানে ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে। ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে উদ্বেগ তাদের আছে, আমাদেরও আছে। গতকাল সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমন কথা বলেন। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রব্যমূল্যসহ জনগনের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যে সমস্যা সরকার শুরু থেকেই সে দিকে বিশেষ নজর দিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কথায় কথায় কাউকে (ব্যবসায়ী) ধমক দিলে সমস্যার সমাধান হবে না বলেই মনে করেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

রাজপথের জবাব রাজপথে দেওয়া হবে বলে এ সময় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ আগেও রাজপথে ছিলো এখনো থাকবে। রাজনীতির ময়দানে কাউকে একবিন্দুও ছাড় দিবো না।
আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসবে। সেই দিনই কালো পতাকা মিছিলের কর্মসূচী ডাক দিয়েছে বিএনপি। একই দিনে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগেরও। যদিও গতকাল দলটির ঢাকা মহানগর উত্তরের শান্তি, উন্নয়ন, গণতন্ত্র সমাবেশটি শেষ মূহুর্তে জরুরী কারণ দেখিয়ে স্থগিত করা হয়।

আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নয় বলে এ সময় জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয়ার কোনো ইচ্ছাই আমাদের ছিলো না। তারপরও ২৮ অক্টোবর রক্তাক্ত হলো কেন? তাদের উস্কানিতেই।

বিএনপির হুমকি ধামকিতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এগুলো অসার। ফাকা বুলি। বেলুনের মতন চুপসে গেছে। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য বিএনপিকেই পস্তাতে হবে।

৭ জানুয়ারি বিএনপিকে জনগন লাল কার্ড দেখিয়েছে জানিয়ে তিনি বলেন, বার বার ব্যর্থ হয়ে বিএনপি এখন ভুলের অথৈ সাগরে পড়েছে। বিদেশীদের তাবেদারী করা বিএনপির জন্মগত স্বভাবে পরিনত হয়েছে।

বিএনপি নতুন নতুন মিথ্যা তথ্য হাজির করেছে জানিয়ে তিনি বলেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিএনপির সর্বমোট মিলিয়ে ১০ হাজারের মতন বন্দী আছে। অথচ তারা জাতিসংঘ কংগ্রেসম্যানদের কাছে বলছে ২৫ হাজার বিএনপি নেতাকর্মী জেলে আছে।

বিএনপির নেতৃত্বের ব্যর্থতার জন্য দলটির কার্যালয় কালো কাপড়ে ঢেকে ফেলতে বিরোধী দলের নেতা-কর্মীদের পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের মনে করেন দলটির কর্মীদের উচিত হবে নেতাদের বাড়িও কালো কাপড়ে ঢেকে ফেলা। আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন সংসদের উদ্বোধনী দিনে যারা কালো পতাকা মিছিল করার কর্মসূচী দিয়েছে তাদের (বিএনপির) উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড়ে ঢেকে ফেলার।

কিসের কালো পতাকা? প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেন কালো পতাকা? এই পতাকার নামে আবারও সন্ত্রাস সহিংসতার জানান দিচ্ছে। এটি ষড়যন্ত্র। সন্ত্রাসের আভাস। কালো পতাকাবাহী অপশক্তিকে প্রতিহত করবো।

বিএনপির কর্মীদের নেতাদের বাড়িও কালো কাপড়ে ঢেকে ফেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, কালো কাপড় দিয়ে বিএনপি নেতাদের আরো পাঁচ বছর মুড়িয়ে রাখা উচিত। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য বিএনপিকেই পস্তাতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসবে। এ নির্বাচনে ৪১ শতাংশের বেশি ভোটার অংশ গ্রহণ করেছে। ২৮টি রাজনৈতিক দলের অংশ গ্রহণ ছিল। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারো নেই।

দ্রব্যমূল্য যারা বাড়ায় তাদের বিরুদ্ধে করনীয় প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমাদের পজিটিভ অ্যাকশনে যেতে হবে। ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়ীরা কথা রাখবে, মিষ্টি কথায় তো চিড়ে ভিজে না। কথা যেভাবে বলতে হয় সেভাবেই বলতে হবে আমাদের। যে অ্যাকশনের দরকার সে অ্যাকশন নিতে হবে। শুধু হুমকি-ধমকি দিয়ে সমস্যার সমাধান হবে না। এখানে অ্যাকশন নিতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কারণ, আমাদের দেশের যে বাস্তবতা, সব কিছু ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না। কিছুু কিছু কৌশলেও যেতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদের সামনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে প্রধান চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য। বাজার নিয়ন্ত্রণের বিষয়টা চ্যালেঞ্জ। সংসদে যারা তারা জনগণের প্রতিনিধি। এ সমস্যাগুলো এখন জনগণের নিত্যদিনের সমস্যা, কাজেই প্রথম চ্যালেঞ্জ এখন এটাই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, মঈন খান সাহেবদের দল ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, তারপর ৩ নভেম্বর, একুশে আগস্টে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলার মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার, আল বদরের দল। গর্হিত বক্তব্য দেওয়ার জন্য মঈন খানকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। ‘মুক্তিযুদ্ধের সময় মঈন খান ও তার দলের লোকজন কোথায় ছিল’ এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতিষ্ঠাতা জিয়া পাকিস্তানি চর হিসেবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কী না সেটাই আজকে প্রশ্ন।

মার্কিন নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমেরিকার নির্বাচন হচ্ছে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটা তাদের জন্মগতই। একজন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এটার কোনও দাম সেখানকার জনগণের কাছে নেই। সেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা আছে। এবং তাদের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে। তার বিরুদ্ধে ৯১টা মামলা রয়েছে। তিনি প্রতিনিয়ত মামলা ফেস করছেন। বাইডেন বলেছেন, আমেরিকার গণতন্ত্র রক্ষা করার জন্য পুনর্বার ইলেকশনে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা করবো। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে আমরা কী কূটনীতি করবো, আমরা আমাদের নিয়ে আছি।

স্থানীয় নির্বাচন থেকে দলীয় প্রতীক সরিয়ে দেওয়া কি দলীয় কোন্দল নিরসনের জন্য, নাকি বিএনপির যারা নির্বাচনে আসতে পারেনি, তাদের সুযোগ করে দিতে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি বলি কোন্দল নিরসনের জন্য আমাদের কৌশল নিতে হয়েছে, ইলেকশনে আমরা কৌশল নিয়েছি। স্বতন্ত্রদের ইলেকশন করতে দিয়েছি। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিল তারা নির্বাচন করেছে। সে কৌশলের তো বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নতুন চমকের বিজয় তো হয়েছে।

অনেকে বলেছেন লোকজন কেন্দ্রে আসবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা আমাদের একটা কৌশল। আমরা এই কৌশলটা নিয়েছি আমাদের দলের ভালোর জন্য এবং কিছুটা জনদাবির মুখে। আমাদের নেতা-কর্মীদের পক্ষ থেকেও এই দাবিটা এসেছে উপজেলা নির্বাচনে প্রতীক না দেওয়ার জন্য। আমাদের ওয়ার্কিং কমিটিরও অনেকে একমত পোষণ করেছেন। সে মোতাবেক আমাদের নেত্রী তাদের দাবি পূরণ করেছেন।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার