ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেড়েছে বেচাকেনা দাম নিয়ে অভিযোগ

ছাড়ের অপেক্ষায় কমেছে দর্শনার্থী

Daily Inqilab মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

৩১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

হরদম বেচাকেনার ধুম শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের ৯ম দিনে। সরকারি ছুটির দিন না হলেও বেড়েছে ক্রেতা। তবে পণ্যের দাম নিয়ে অভিযোগের যেন শেষ নেই। তবে ব্যবসায়ীরা ছাড় না দেয়ায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম।
সূত্র জানায়, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি শুরু হওয়ায় বহু ব্যবসায়ীরা স্টল নিয়েও ২য় সপ্তাহের শুরুতে স্টল প্রস্তুত করছেন। এতদিন ব্যবসায়ীরা বিক্রি কমের কথা জানালেও আজ তারা বলেছেন বিক্রি বাড়ার কথা। মেলায় ইগলু আইসক্রিম ডিলার আমান উল্লাহ বলেন, শীতের প্রকোপ কমে আসছে। তাই দর্শনার্থীর পাশাপাশি বেড়েছে বিক্রি। আশা করি এবার ক্রেতারা সন্তুষ্ট হবেন। দাম নিয়ে অভিযোগ থাকার পেছনে কারণ একটাই এখানে স্টল যারা পেয়েছেন তাদের বহুগুণ টাকা খরচ হয়েছে।
এদিকে মেলা সংশ্লিষ্টদের দাবি, এবার গত ৩ বছরের তুলনায় যাতায়াত ব্যবস্থাসহ মেলার অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা ভালো। তবে মঙ্গলবার বিকালেও বেশ কয়েকটি স্টল নির্মাণ করছেন কেউ কেউ। এখনো আবার বেশ কিছু স্টলের জায়গা খালি পড়ে আছে। পূর্বাচলের বাসিন্দা শাকিল আহমেদ বলেন, এবার ক্রেতা সাধারণ পবিত্র ঈদ উল ফিতরের কেনাকাটাকে টার্গেট করেছেন এ মেলা থেকে। পাশাপাশি মেলায় শীত কমে আসায় দর্শনার্থী বাড়ছে। তবে ছাড় না দেয়ায় হতাশ হলাম। ব্যবসায়ীরা ছাড় ঘোষণা করলে রাজধানী ও আশপাশের জেলাগুলোর নারী ক্রেতার সংখ্যা বাড়বে। তাছাড়া মেলায় আকর্ষণীয় কিছু নাই। যার কারণে মেলা এখনো জমে ওঠেনি। তবে আবহাওয়া ভালো হলে মেলা আবার জমবে।
মেলায় ঘুরতে আসা গাজীপুরের ধীরাশ্রমের বাসিন্দা গৃহিনী নাসরিন আক্তার বলেন, প্রথমবার আসলাম এ মেলায়। শুনেছি মেলা উপলক্ষ্যে ব্যবসায়ীরা ছাড় দিয়ে থাকেন। কিন্তু ঘুরে দেখলাম, গাজীপুরের শহর এলাকার দোকানের পণ্যের চাইতে এখানে সবপণ্যের দাম বেশি। আর ছাড়ের কোনো আলামত নেই। তাই পুরোপুরি হতাশ হলাম। মনে হলে ঘুরে দেখা ছাড়া আর কোন সুবিধা পেলাম না। তবে দৃষ্টি নন্দন স্থায়ী ভবন মন কেড়েছে।
কাঞ্চন পৌর এলাকার চরপাড়ার গৃহীণি শাহিদা আলম স্মৃতি বলেন, ভেতরের স্টলও খালি দেখলাম। আরো পরে আসা দরকার ছিলো। মনে হয় এবার মেলা দেরীতে শুরু হওয়ার লোকজন কম। তবে নিরিবিলি ঘুরতে ও কেনাকাটা করতে ভালো লেগেছে। এখানে বঙ্গবন্ধু গ্যালারী দেখলাম, ধানমন্ডির বাড়ি দেখা হয়নি। এখানেই দেখে নিলাম ভালো লাগলো।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মেলার প্রবেশদ্বার ইজারাদারের নিয়োজিত কর্মকর্তা মাসুম চৌধুরী অপু বলেন, এবার মেলায় আগের তুলনায় বেশি জমবে। সবসময়ই প্রথমদিকে লোক কম হয়। তবে চিরচেনা রূপ পায় সরকারি ছুটির দিনে। যদিও পরশু থেকে একুশে বই মেলার কারণে রাজধানী থেকে আসা দর্শনার্থীদের সংখ্যা কমতে পারে। পাশাপাশি পার্শ্ববর্তি উপজেলা সোনারগাঁওয়ে গত ১৬ জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে। সেখানেও স্থানীয় লোকজন ভীড় করে থাকে বেশি। তবে ছাড় দেয়া ইতোমধ্যে শুরু করেছেন ব্যবসায়ীরা। হতাশ হওয়ায় কিছু নাই।
জানতে চাইলে মেলার পরিচালক ও ইপিবি সচীব বিবেক সরকার বলেন, সরকারি ছুটির দিনে লাখো লোকের সমাগম হয় মেলায়। বিক্রিও বাড়ে সেদিন। তবে ব্যবসায়ীরা তাদের পণ্যে ছাড় দেয়া শুরু করবে শীঘ্রই। মেলা জমাতে সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে।
মেলায় ৯ম দিনের স্টল প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্টল আর প্যাভিলিয়ন নির্মাণে ব্যবসায়ীদের গাফিলতি আছে। তারা সময়মতো স্টল প্রস্তুত করেনি। এতে পরিবেশ নষ্ট হয়েছে। পরবর্তীতে এ ধরনের ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। এর দায় তাদের নিতে হবে।
মেলা সংশ্লিষ্টদের দাবি, দর্শনার্থীরা খুব সহজেই মেলায় আসতে পারছেন। শেখ হাসিনা সরণি দিয়ে অবাধ যাতায়াত করছেন। পাশাপাশি ঢাকা বাইপাস সড়কেও এবার যানজটমুক্ত রাখতে বিপুল পরিমাণ পুলিশ দায়িত্বে রয়েছেন। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সুন্দর পরিবেশ রয়েছে মেলার অভ্যন্তরে পাশাপাশি যাতায়াতের পথে। নির্বিঘ্নে দর্শনার্থীরা আসতে পারবেন। গাড়ী পার্কিং ব্যবস্থা, জননিরাপত্তা,শৃঙ্খলা তুলনামূলক ভালো। সিসি টিভি দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মেলার বাইরে থেকে ৩ জন মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
মেলা ঘুরে দেখা যায়, এবার ১৩০ টাকা পণ্যের দোকানে সবচেয়ে বেশি ভীড়। পাশাপাশি আইসক্রিম, প্রয়োজনীয় পোশাক, জুতা, আসবাব, সাজসজ্জা ও প্রসাধনি জাতীয় পণ্যের দোকানে দলবেঁধে কেনাকাটা করছেন আগত দর্শনার্থীরা। এদিন প্রবেশদ্বারে বেরিয়ে যাওয়ার পথে প্রায় সব দর্শনার্থীর হাতে পণ্যে ক্রয় করে নেয়ার থলে দেখা গেছে।
মেলার ব্যবসায়ী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন বলেন, মেলায় আগত স্টল ও প্যাভিলিয়নে যেসব পণ্য বিক্রির জন্য রাখা হয়েছে তার মান যথেষ্ট ভালো। যা সাধারণ হাট-বাজারে পাওয়া যায় না। ভালো জিনিসের দাম একটু বেশি, ক্রেতাদের তা বুঝতে হবে। ইদানীং বিক্রি বেড়েছে। তাই আমরা আশাবাদী মেলা আগের তুলনায় জমবে ভালো।
এদিকে তীব্র শীত কমতে শুরু করায় দর্শনার্থীরা দল বেঁধে আসবে এমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। যদিও মেলা ঘুরে এবার নতুন কিছু না পেয়ে পুরোদমে নিরাশ সীমিত দর্শনার্থীরা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ