যে পরিমাণ কর্মী যাচ্ছে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম

২০২৩ সালে মোট ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। ২০২৩ সালে আউটপাস নিয়ে ফিরে এসেছেন ৮৬ হাজার ৬২১ নারী পুরুষ কর্মী। ২০২৩ সালে মোট ৭৬ হাজার ৫১৯ জন নারী কর্মী কাজের জন্য বিদেশে গেছেন। ২০২২ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ১০ লাখ ৫ হাজার ৪৬৬। সুতরাং দেখা যাচ্ছে যে, ২০২২ সালের তুলনায় নারী অভিবাসন প্রবাহ গত বছর ২৭.৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। এ বছরে মোট আন্তর্জাতিক অভিবাসনের ৫.৮৬ শতাংশ হলেন নারী কর্মী যা গতবছর ছিলো ৯.৩ শতাংশ। অর্থাৎ সামগ্রিকভাবে আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রেও নারী অভিবাসন ৩.৪৪ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৩ সালে রেমিট্যান্স এসেছে ২১.৯১ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় ২০২৩ সালে রেমিট্যান্স বেড়েছে ২.৮৮ শতাংশ। তবে যে পরিমাণ বাংলাদেশি কর্মী অভিবাসন করেছেন সে পরিমাণে রেমিট্যান্স বাড়েনি। হুন্ডির মাধ্যমে দ্রুত দেশে টাকা আসায় রেমিট্যান্স আয় বাড়ছে না।
গত বছর অভিবাসন বেড়েছে ১৩ শতাংশ আর রেমিট্যান্স বেড়েছে ২.৮৮ শতাংশ। রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরুর) উদ্যোগে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলন সংগঠনের চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী এসব কথা বলেন। এতে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সাবেক সচিব মো. সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ হতে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি- প্রকৃতি ২০২৩: অর্জন এবং চ্যালেঞ্জ শীর্ষক গবেষণাভিত্তিক বার্ষিক প্রতিবেদন সংবাদ সম্মেলনে উপস্থাপন করে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী দেশ ছিলো সউদী আরব যা এ বছর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দেশে নেমে এসেছে। ২০২২ সালের তুলনায় সউদী আরব থেকে রেমিট্যান্স কমেছে প্রায় ৩.৯ শতাংশ।
উক্ত সংবাদ সম্মেলনের সুপারিশমালায় বলা হয়, ২০২৫-২০৩৫ সালকে অভিবাসন দশক ঘোষণা করা হোক। জাতিসংঘ ঘোষিত ১৮ ডিসেম্বরকে অভিবাসী দিবস হিসেবে পালন করা; রাজনৈতিক দলগুলোর ইসতেহার অনুযায়ী অভিবাসন খাতে বরাদ্দ রাখতে হবে। অনলাইনে অভিযোগের ব্যবস্থা পুনরায় চালু করতে হবে। আন্তর্জাতিক শ্রম অভিবাসনকে ভুক্তভোগী পরিবারগুলো জলবায়ু অভিযোজনের পথ হিসেবে চিহ্নিত করে তাদের জন্য জলবায়ু বিষয়ক ফান্ড ও বিশেষ ঋণের ব্যবস্থা রাখা; ব্যাংকিং ব্যবস্থায় অভিবাসীদের আস্থা ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিনিয়োগের সুযোগ সৃষ্টিসহ গণমাধ্যমে প্রচারণা বৃদ্ধি করতে হবে। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য দেশে শ্রমবাজার সম্প্রসারণে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। সংবাদ সম্মেলনে সাবেক সচিব সেলিম রেজা বলেন, দক্ষ কর্মী পাঠাতে পারলে রেমিট্যান্সের পরিমাণও বাড়বে। প্রশিক্ষণ ও ভাষা জানা ছাড়া বিদেশে পাঠানোকে নিরুৎসাহিত করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ২২ লাখ কর্মীর হাত বের হচ্ছে। এর মধ্যে ৮ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। তিনি সম্মিলিতভাবে দক্ষ কর্মী তৈরি করে শ্রমবাজার সম্প্রসাণে কার্যকরী উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। চলতি বছর দক্ষিণ কোরিয়া থেকে কর্মী নিয়োগের কোটা ১৪ হাজার আসতে পারে বলে আশা প্রকাশ করেন সেলিম রেজা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন