ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপক দুর্যোগের শঙ্কা সবজি ফল-ফসলে পানির অভাব পূরণ : টানা ঘন কুয়াশা মেঘলা ঠাণ্ডা আবহাওয়ায় আলুর লেট-ব্লাইট ও বিভিন্ন রোগ-বালাই প্রকোপ বোরো আবাদে কোল্ড ইনজুরি : গেল মাসে বৃষ্টিপাতে অসঙ্গতি

বৃষ্টি-কুয়াশায় দুঃসহ ঠাণ্ডা ‘যদি বর্ষে মাঘের শেষ...’

Daily Inqilab শফিউল আলম

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

দেশে গত কয়েকদিনে ‘শৈত্যপ্রবাহ’ নেই। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ এবং সর্বেচ্চ ভোলা ও মোংলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সের্বাচ্চ ২৭.৪ ও সর্বনিম্ন ১৮.২, চট্টগ্রামে যথাক্রমে ২৬ ও ১৭.৯ ডিগ্রি সে.। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে তা শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়। গেল রোববার চলতি শীত মওসুমের এ যবিৎ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৫ এবং দিনাজপুরে ৫.৩ ডিগ্রি সে.।

আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়, বর্তমানে দেশের অধিকাংশ জায়গায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। অনেক জেলা-উপজেলায় গতকালসহ টানা দু’দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মেঘ-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামনের কয়েকদিনেও। তদুপরি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের হিমালয় ছুঁয়ে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি. গতিবেগে আসছে হাড় কাঁপানো হিমেল হাওয়া। ঊর্ধ্বাকাশ থেকে শীতল জেটবায়ু নেমে আসছে। বাতাসে জলীয়বাষ্প তথা আর্দ্রতার হার রয়েছে অত্যধিক বেশি (গতকাল ঢাকায় সকালে ছিল ৯০ শতাংশ)। সেই সাথে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে প্রায় সারা দেশ।

গতকাল অধিকাংশ এলাকায় সূর্যের দেখা মিলেনি। কোথাও কোথাও খানিক উঁকি দিয়েছে। ভরা শীতের মাস মাঘের তৃতীয় সপ্তাহে মেঘ-বৃষ্টি, কুয়াশার বাধায় সূর্যালোক ও তেজ মাটিতে পৌঁছার আগেই দুর্বল হয়ে পড়ছে। এসব কারণ বা আবহাওয়াগত বৈরী আচরণের ফলে ঠাণ্ডার কামড়ের অনুভূতি তেমন কমেনি। অতিষ্ঠ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সর্বত্র ঠাণ্ডাজনিত রোগব্যাধি বেড়েই চলেছে। বিশেষত শিশু-বৃদ্ধদের কষ্ট-দুর্ভোগ অসহনীয়। আবহাওয়া বিভাগ জানায়, পূবালী লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। মাঘের অকাল বর্ষণ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পূবালী লঘুচাপের একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ধাক্কার সাথে চলমান ‘এল নিনো’ অবস্থার প্রভাবে এশিয়ায় বিশেষত বাংলাদেশ ও আশপাশ অঞ্চলে গেল বছর থেকে আবহাওয়া অধিকতর এলোমেলো এবং অসঙ্গতিপূর্ণ আচরণ করছে বলে জানান আবহাওয়া বিশেষজ্ঞগণ। ২০২৪ সালে তাপমাত্রা বৃদ্ধি, দুর্যোগ-দুর্বিপাক আরো ব্যাপক আকার ধারণ করতে পারে।

আবহাওয়া বিভাগ জানায়, গতকাল দেশের অধিকাংশ জেলা-উপজেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। ঢাকায় সামান্য বৃষ্টি হয়। উত্তর জনপদের রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি হয়নি। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে ১১ মিলিটার। এর আগে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় বরিশালে ১৬ মিলিমিটার। পটুয়াখালীতে ১৩, খুলনা ও নোয়াখালীতে ১১, ভোলায় ৬, ফরিদপুর ও মোংলায় ৪, মাদারীপুর ও সিলেটে ৩ মি.মি.সহ বিভিন্ন জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।

আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক ও অস্থায়ী মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রোববার দেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এরপরের ৫ দিনে হালকা বৃষ্টি হতে পারে।
‘যদি বর্ষে মাঘের শেষ’ : মাঘ মাসের অকাল বর্ষণে কৃষি-খামার খাতে কী প্রভাব পড়তে পারে এ সম্পর্কে প্রাচীন সুখ্যাত কৃষি-আবহাওয়া পণ্ডিত খনা’র বচনে বলা হয়েছেÑ ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজা পুণ্য দেশ’। অর্থাৎ মাঘ মাসের শেষের দিকে বৃষ্টিপাত হলে তা ফসলের জন্য খুবই উপকারি বলে মনে করা হয়। এখন মাঘ মাসের তৃতীয় সপ্তাহ পার হতে চলেছে। এ সময়ে বৃষ্টিপাতের প্রভাব প্রসঙ্গে কৃষিবিদগণ জানান, শাক-সবজি, খাদ্যশস্য, ফল-ফসলে পানি সেচের অভাব পূরণ হচ্ছে। বোরো আবাদে পানির যে প্রয়োজন তার পরিপূরণ হচ্ছে। সেচের খরচ কমে যাচ্ছে। মাটির তলায় পানি রিচার্জ (পুনর্ভরণ) হচ্ছে অল্পস্বল্প বর্ষণে।

তবে টানা দীর্ঘদিন যাবৎ মাঝারি থেকে ঘন কুয়াশা, দিনের বেলায় দীর্ঘক্ষণ কুয়াশাচ্ছন্ন ও মেঘলা হিমেল আবহাওয়া কৃষিখাতে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় আলু, টমেটো ও বিভিন্ন সবজিতে লেট-ব্লাইটসহ রোগ-বালাইয়ের সংক্রমণ ঘটতে পারে। অতি ঠাণ্ডা ও মেঘলা আবহাওয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে বোরো-ইরির বীজতলা। শীতকালীন সবজি ফুলকপি-বাঁধাকপি বৃষ্টিতে ভিজে ক্ষতি হচ্ছে। বিভিন্ন শাক-সবজিতে পঁচন ও পাঙ্গাস রোগের প্রকোপ দেখা দিতে পারে।

ফেব্রুয়ারি কেমন যাবে : চলতি ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন) মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে যাবে। তবে স্বাভাবিক থাকতে পারে। প্রথমার্ধে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যত্র হালকা কুয়াশা থাকতে পারে। এ মাসের শেষার্ধে কোথাও কোথাও এক বা দু’দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় চলতি ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার উপরোক্ত পূর্বাভাস দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

কমিটির পর্যালোচনায় জানা গেছে, গেল জানুয়ারি (পৌষ-মাঘ) মাসে ভরা শীতকালে সারা দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। এর মধ্যে দেশের বিভাগ-জেলাওয়ারি হিসাবে বৃষ্টিপাতে ছিল মওসুমের এ সময়ের ‘স্বাভাবিক’ হার বা পরিমাণের বিপরীতে অসঙ্গতি। খুলনা বিভাগে গত মাসে স্বাভাবিকের চেয়ে ১৩৫ দশমিক ৫ শতাংশই অতি বৃষ্টিপাত হয়েছে। অথচ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে পুরো মাসেই কোন বৃষ্টি হয়নি। ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে ৪৮.৫ শতাংশ কম বর্ষণ হয়েছে। রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় গত ২৮ জানুয়ারি ৫ ডিগ্রি সে.। জানুয়ারি মাসে দেশের সর্বেচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সে. কম এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ছিল। সামগ্রিকভাবে সারা দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সে. কম ছিল।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু