ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
বাণিজ্যমেলার উপচে পড়া ভিড়

ছাড়ের নামে প্রতারণার অভিযোগ ক্রেতাদের

Daily Inqilab মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন শহর প্রকল্পের স্থায়ী প্যাভিলিয়নে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। এ মেলা ঘিরে সব রকম পণ্যের স্টল আর প্যাভিলিয়নে চলছে ছাড় ঘোষণার হিড়িক। তবে এ ছাড় নিয়ে ব্যবসায়ীরা আশাবাদি হলেও ক্রেতাদের রয়েছে অভিযোগ বিস্তর। তবে মেলার আশপাশ এমনকি পুরো পূর্বাচলে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

১৪তম দিন শনিবার বিকালে মেলা ঘুরে দেখা যায়, নিত্যপণ্য ছাড়াও ইলেক্ট্রনিক পণ্যের পাশাপাশি নামীদামী প্রতিষ্ঠানের ফার্নিচারের সমাহার। এসব প্রতিষ্ঠানে কোনটায় ৩৫ ভাগ, কোনটায় ১২ ভাগ আবার কোনটায় ১০ ভাগ ছাড় দেয়ার ঘোষণা সম্বলিত স্টিকার ঝুলিয়েছে। এসব পণ্যের ছাড়ের আশায় দর্শনার্থীরা ভীড় করছেন তাদের স্টলে। অনেকে ক্রয় করছেন আবার চাহিদামতো ডিজাইন ও ধরণের দিক বিবেচনায় অর্ডার করছেন কেউ কেউ। কথা হয় যমুনা ইলেকট্রনিক পণ্যের প্যাভিলিয়ন ম্যানেজার হারুন উর রশিদের সঙ্গে। তিনি বলেন, মেলায় আমরা আমাদের পণ্যে ৩৫ ভাগ পর্যন্ত ছাড় দিয়েছি। নতুন মডেলের বাইক এসেছে। যাতে ১২ ভাগ ছাড় দিচ্ছি। এ ছাড় দেয়ার উদ্দেশ্য হলো আমাদের পণ্যের প্রচার বাড়ানো। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোটার ইতি আক্তার বলেন, আমাদের পণ্যগুলো বিক্রির চেয়ে প্রদর্শনীতেই প্রাধান্য দিচ্ছি। তবে বিক্রি ভালো হচ্ছে। আমরা আশাবাদী বেশি বিক্রির রেকর্ড আমরাই করবো। কথা হয় দেশীয় পণ্যের সেøাগান দেয়া প্রতিষ্ঠান ওয়ালটনের সহকারী প্রধান (কর্পোরেট এন্ড সেল) আনোয়ার কবীর কাননের সঙ্গে। তিনি বলেন, শীতের মেলা শেষে গরমের দিন চলে আসছে। লোকজন আমাদের কাছ থেকে এবার ফ্যান ও এসিই বেশি ক্রয় করছেন। তাছাড়া আমরা ছাড় দেয়া শুরু করেছি। ফলে ভালো সাড়া পাচ্ছি।

মেলা ঘুরে দেখা যায়, একইভাবে নিত্য পণ্যের স্টলগুলোতেও কোথাও ২৫ ভাগ, কোথাও ১৫ ভাগ ছাড়ের হাকডাক করতে দেখা গেছে। তবে এসব স্টলের পণ্যের ছাড় নিয়ে ক্রেতাদের অভিযোগ ছিলো ভয়ঙ্কর। মেলায় ঘুরতে আসা কাঞ্চন পৌর বাজারের ব্যবসায়ী সোহেল প্রধান বলেন, মেলায় পণ্যের মূল্য ছাড়ের আশায় আসলাম। দেখলাম রাইস কুকার বিক্রি করছে ৩২শ’ টাকায়। কুকারের গায়ে লেখা রয়েছে ৩০ ভাগ ছাড়। জানতে চাইলে মেলার ব্যবসায়ী ইনকিলাবকে জানায়, এটিই তাদের ছাড় দেয়ার পরের মূল্য। বাস্তবে একই পণ্যের দাম কাঞ্চন বাজারে বিক্রি হচ্ছে ছাড় ছাড়াই ৩২শ’ টাকা। তাহলে বুঝা যায়, মেলায় ছাড় দেয়ার নামে প্রতারণা চলছে। এসব পণ্যের গায়ের দামের চেয়ে বেশি দেখিয়ে ছাড় বলে চালাচ্ছে।

১৪তম দিনে সরকারি ছুটির দিন শনিবার হওয়ায় দুপুর থেকেই দর্শনার্থীদের ভীড় দেখা গেছে মেলায়। তবে মেলার বাইরে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে করা হয়েছে অস্থায়ী খাবার হোটেলসহ নানা পণ্যের পসরা। এসব দোকানের পরিবেশ যাহোক, মেলার ভেতরে থাকা খাবার হোটেল থেকে কমদামে বিক্রি করছে। আর তাই দর্শনার্থীদের একটা অংশ খাবার খাচ্ছেন মেলার বাইরে থেকে। মেলায় প্রবেশের দক্ষিণ, পশ্চিম পাশে করা হয়েছে শতাধিক খাবার হোটেল। পাশাপাশি খোলা খাবার বিক্রির জন্য রয়েছে ভাসমান হকার। ভেতরের সবগুলো খাবার স্টলের তুলনামূলক মূল্য হিসেবে দেখা যায়, প্রায় একই ধরণের খাবার মেলার বাইরের দোকানের চেয়ে ভেতরের স্টলে দ্বিগুন থেকে ৩ গুন দাম বেশি।

মধুখালী এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, আমাদের এলাকায় মেলা হচ্ছে, এটা গর্বের বিষয়। আমরা বেশিরভাগ মানুষ গরীব। ভেবেছিলাম মেলায় কমদামে নিজেদের সংসারের আসবাব বা প্রয়োজনীয় কিছু কিনতে পারবো। বাস্তবে দেখলাম বাইরের বাজারে যেমন দাম তার চেয়ে দিগুন দাম বেশি এখানে। আবার ছাড়ের কথা বললেও এ ছাড় শুধু স্টিকারে আর তাদের মুখে মুখে।
এসব বিষয়ে জানতে চাইলে মেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার বলেন, মেলার ব্যবসায়ীরা কি ধরনের ছাড় দিচ্ছে বা না দিচ্ছে তা আমার দেখার বিষয় না। কোন অভিযোগ থাকলে মেলায় ভোক্তা অধিকার রয়েছে। সেখানে অভিযোগ করলে আইনি সহায়তা পাবেন।

এসব বিষয়ে ভোক্তা অধিকারের নিয়োজিত কর্মকর্তা বিকাল চন্দ্র দাশ বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নিয়ে থাকি। তবে ছাড় নিয়ে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।
সূত্রমতে, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছে । যার মধ্যে রয়েছে ১৩টি বিদেশি স্টল। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির স্টল সাজাচ্ছেন। আশা করা হচ্ছে এ মেলায় এবার ৫শ’ কোটি টাকার রফতানি আদেশ পাবেন জানিয়েছেন ইপিবি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা