ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

জাবিতে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে দফায় দফায় বিক্ষোভ

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলাদা আলাদা প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে শনিবার রাতে স্বামীকে আবাসিক হলে বেঁধে রেখে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ আবাসিক হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় শনিবার গভীর রাতে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশব্যাপী। সচেতন শিক্ষার্থী সমাজ নানাভাবে এর প্রতিবাদ করেন। গতকাল দুপুরে ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আজকে যখন অর্থনৈতিক ও সামাজিক সকল দিকে আমরা উন্নতির শিখরে আরোহন করছি, যখন ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে উন্নিত হচ্ছি তখন আমাদের মসজিদ মন্দিরের পরে সর্বোচ্চ পবিত্র স্থান শিক্ষাপ্রতিষ্ঠানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে হায়েনার দল। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশার। এ ঘটনা আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের মানবিক মূল্যবোধকে করে প্রশ্নবিদ্ধ।

শিক্ষার্থীরা বলেন, করোনাকালে সিলেটের এমসি কলেজে ঘটে যাওয়া সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হতো, তবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আজ একই ঘটনার পুনরাবৃত্তি হতো না। তাই আমরা সচেতন শিক্ষার্থী সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

একই ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন গণতান্ত্রিক ছাত্রশক্তি। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, জাবিতে ধর্ষণের ঘটনা কোনো বিচ্ছিন্ন বা কেবল ব্যক্তির অপরাধমূলক কোনো ঘটনা নয়; বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে এর দায় নিতে হবে।
গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আখতার হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচী পরিচালিত হয়। বিক্ষোভে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সানজানা আফিফা অদিতি এবং আহ্বায়ক আসিফ মাহমুদ।

কর্মসূচীতে বক্তারা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানায়। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাকে কাঠগড়ায় দাঁড় করায়। ক্ষমতাসীন দল দেশজুড়ে যেই বিচারহীনতা এবং নিরাপত্তাহীনতার সংস্কৃতি গড়ে তুলেছে এই ধর্ষণের ঘটনা তারথেকে বিচ্ছিন্ন কিছু নয়। গোটা দেশজুড়েই ক্ষমতাসীন ছাত্রলীগ ধর্ষণকে তাদের ট্রেডমার্কে পরিনত করেছে। ধর্ষণ, সন্ত্রাস ও নিপীড়ন ছাত্রলীগের মজ্জাগত এবং তা এখন ছাত্রলীগের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।
বক্তারা আরো বলেন, জাবির ধর্ষণের ঘটনার দায় অবশ্যই ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, উর্ধ্বতন প্রশাসন, সরকার সার্বিকভাবে একটা রাজনৈতিক সিস্টেমের ভিতর দিয়ে ধর্ষণের মত ঘটনা ঘটছে। সরকার এই ধর্ষক, নিপীড়ক, চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে ক্ষমতায় টিকে থাকার জন্য। এরূপ নেক্কারজনক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে এই গণধর্ষণের জন্য দায়ী ক্ষমতা কাঠামোকে সমূলে উৎপাটন করতে হবে। এছাড়া একই ঘটনার প্রতিবাদে এদিন বিকেল সাড়ে ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ছাত্র অধিকার পরিষদ।

উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান। এছাড়া পলাতক রয়েছেন শিক্ষার্থী মো. মুরাদ ও বহিরাগত মামুনুর রশীদ মামুন। মামলায় মুরাদকে ভুক্তভোগীর স্বামীকে আটকে মারধরের অভিযোগে আসামি করা হয়েছে। ঘটনার পর মোস্তাফিজুর রহমানকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের