ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল

Daily Inqilab রাহাদ উদ্দিন

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

মানুষের জীবনে সময় এক অমূল্য সম্পদ। সময়কে কোনোকিছুতে তালাবদ্ধ করা যায় না। সময় তার নিজস্ব গতিতেই চলতে থাকে। কিন্তু মানুষ চায় তার সময় বাঁচাতে। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। আর কোনো গন্তব্যে পৌঁছতে যদি ২ ঘন্টার স্থলে মাত্র ৪০ মিনিট লাগে সে তো নিঃসন্দেহে মানুষের জন্য পরম আনন্দের।

মহা যানজটের শহর রাজধানী ঢাকার বুকে পৃথিবীর অন্যতম বৃহত্তর বইমেলায় প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য বইপ্রেমী। প্রতিবছরই তারা আসেন। তবে বিগত বছরগুলোতে যেসব জায়গা থেকে মেলায় আসতে সময় লাগতো প্রায় ২ থেকে ৩ ঘন্টা, একই জায়গা থেকে এখন আসতে সময় লাগছে মাত্র ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময়। আর এটা সম্ভব হয়েছে মেট্রোরেলের বদৌলতে। মেলার শুরু থেকেই মেট্রোরেলের বদৌলতে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

গতকাল রোববার রাজধানীর উত্তরা থেকে মেলায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলাম। তিনি বলেন, আগে উত্তরা থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে সময় লাগতো ২ ঘন্টারও বেশি। এখন সেখানে মাত্র আধা ঘণ্টায় মেট্রোরেলে চলে আসা যায়। তিন বন্ধুসহ মেলায় এসে তিনি কিনেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রিয় শিক্ষক প্রফেসর আসিফ নজরুলের ‹আমি আবু বকর› বইটি। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিদ্যমান গেস্টরুম কালচারের কালো অধ্যায় নিয়ে তিনি লিখেছেন এই অনবদ্য বইটি। অল্প সময়েই পাঠক প্রিয়তাও অর্জন করছে বইটি।

গত বৃহস্পতিবার মেলা উদ্বোধন হওয়ার পর শুক্রবার সরকারি ছুটির দিনে চলেনি মেট্রোরেল। তবে তারপর শনিবার দিনব্যাপী চলেছে মেট্রোরেল। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বল্প দূরত্বে পরস্পর দুইটি স্টেশন থাকায় প্রচুর মানুষ আসছেন বইমেলায়। কেউ বা মেলায় আসছেন ঘুরতে, আবার কেউ নতুন বইয়ের গন্ধ নিতে। মেলার শুরু থেকে মেট্রোরেলে চড়ে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। এভাবেই মেট্রোরেল নতুন মাত্রা দিয়েছে প্রাণের মেলায়।

শুক্রবার মেট্রোরেল না চলাতে কিছুটা বেগ পেতে হচ্ছে পাঠক দর্শনার্থীদের। এদিনও মেট্রোরেল চললে পাঠক দর্শনার্থীদের মেলায় আসার ক্ষেত্রে বেশ সহায়ক হবে বলে মন্তব্য করেন প্রকাশকরা। এদিকে মেলা শুরুর আগে ৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মেট্রোরেল কতৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা চলছে। শুক্রবারও মেট্রোরেল চালুর ব্যাপারে কতৃপক্ষের পজিটিভ সিদ্ধান্ত প্রত্যাশা করেন তিনি।

মেলায় আগত পাঠক তামান্না ইয়াসমিন অনুভূতি ব্যক্ত করে বলেন, মেট্রোরেল আমাদের অমূল্য সময়কে বাঁচিয়ে দিচ্ছে। ধুলাবালি আর যানজটের এই শহরে রাস্তায় বের হওয়ার পূর্বে মানুষ দশবার ভাবতো। এখন আর এত ভাবতে হচ্ছে না। মেট্রোরেলের আশেপাশের মানুষ এখন অনায়াসে শহরের বিভিন্ন প্রান্তে দ্রুততম সময়ে পৌঁছতে পারছে। সময় সঞ্চয় হচ্ছে অনেক। যা এক সময় কল্পনাও করা যেতো না। এছাড়াও শহরের ফিটনেস বিহীন বাসগুলোতে অনেকটাই বাধ্য হয়েই মানুষ এতদিন চলাচল করতো। এখনো করে, কিন্তু বেশিরভাগ মানুষই এখন মেট্রোরেলে ভরসা পায়।

এদিকে গতকাল মেলার চতুর্থ দিনে নতুন বই এসেছে ৬৬টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ। কাঙাল হরিনাথ মজুমদার শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তপন মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করেন জাফর ওয়াজেদ এবং আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন।
আলোচনার শুরুতে কাঙাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচকবৃন্দের আলোচনা শেষে সভাপতির বক্তব্যে মুনতাসীর মামুন বলেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন একইসঙ্গে বিদ্রোহী এবং অধ্যাত্মবাদী। তাঁর কর্মের ব্যাপ্তি ছিল অনেক দূর-বিস্তৃত। সৃজনশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রান্তিক অবস্থানে থেকেও সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল, শিশুসাহিত্যিক বেণীমাধব সরকার, গবেষক কাজল রশীদ শাহীন এবং কবি ফারুক আহমেদ।
আজ সোমবার একুশে বইমেলার পঞ্চম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সার্ধশত জন্মবার্ষিক শ্রদ্ধাগুলি মোহাম্মদ রওশন আলী চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাসুদ রহমান। আলোচনায় অংশগ্রহণ করবেন ইসরাইল খান এবং তপন বাগচী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইফুল আলম।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত