ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

ছয় জেলায় সড়কে নিহত ৮

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও আরো ১৮ জন আহত হয়েছে। এরমধ্যে কক্সবাজারের চকরিয়ায় তিন ও পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই জন নিহত হয়েছে। এছাড়া সাতক্ষীরা, রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-

কক্সবাজার জেলা সংবাদদাতা জানান, চকরিয়ায় যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের মধ্যে মুখামুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত এবং আহত ১১ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া।

স্থানীয়দের বরাতে মাহবুবুল আলম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামমুখী পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানীর ওষুধবাহী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে বাসটি সড়কের খাদে পড়ে যাওয়ার পাশাপাশি গাড়ি দুইটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে গাড়ির দুই চালক ও বাসের এক নারী যাত্রী মারা যায়। এতে আহত হয়েছে ১১ জন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে থানায় রয়েছে বলে জানান মাহবুবুল আলম।

পিরোজপুর জেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ঢাকা-পিরোজপুর সড়কের দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছেন। এছাড়া আরো এক ছাত্র গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন।

নাজিরপুর থানা সূত্রে জানাযায়, গতকাল সকালে নাজিরপুর তারাবুনিয়া এলাকা থেকে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ বন্ধু স্বাধীন, রহমত ও তানজিম মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন তারা। এসময় (পিরোজপুর-ঢাকা রুট) সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লেগে সিটকে পড়ে যায় তারা। পরে ঘটনাস্থলেই নিহত হয় মো. স্বাধীন ও রহমত। গুরুতর আহত হন তানজিম।

মাটিভাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ইনজামামুল হক অনেক জানান, সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুর-ঢাকা রুটের মোল্লা বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্বাধীন ও রহমত জায়গায় নিহত হলেও তানজিম নামের এক শিক্ষার্থীতে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থায়ও গুরুতর।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম হাওলাদার জানান, একটি মোটরসাইকেলযোগে তিন শিক্ষার্থী বিদ্যালয় থেকে মাটিভাংগা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় দুই শিক্ষার্থী মারা যায় এবং আরো একজন গুরুতর আহত হয় আমরা এইটুকু তথ্য নিশ্চিত হয়েছি। বাকিটা তদন্ত করে বের করা হবে।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরার কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারি ডাম্পারের চাপায় পাঁচ বছরের ছেলে নিহত ও গুরুতর আহত হয়েছেন বাবা। গতকাল দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আসাদুল ইসলাম কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের শাহীন আলমের ছেলে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র।

নিহত শিশুটির মা জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। দুপুরে ছেলেকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঘুষুড়ে গ্রামের টিআরবি ইটভাটার মাটি বহনকারী ডাম্পারের চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে ডাম্পারটি আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসক শিশু আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন, ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে।

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাড়া গ্রামের ঈদ গাহের সামনের পাকা রাস্তায় উপর অটোভ্যান গাড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপুড়া গ্রামের আনারুলের মেয়ে আনিশা স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাকা রাস্তা পার হওয়ার সময় একটি অটোভ্যান গাড়ি গায়ের উপর উঠিয়ে দেয়। এ সময় ভ্যান চালক ও আনিশা গুরুতর আহত হলে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আনিশাকে মৃত বলে ঘোষণা করেন এবং ভ্যান চালক আজিজকে উন্নতমানের চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে প্রেরণ করেন।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার আমিরিয়া গোপালুপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০-২৫ জন যাত্রী নিয়ে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় আমানত শাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের আমিরিয়া গোপালপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে আহত হয় অন্তত ১৫ জন। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্স ভর্তি করে।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাওয়ায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর বাইপাস এলাকায় গত বুধবার দুপুরে যাত্রীবাহী বাস চাপায় লাকী বেগম এক ভিক্ষুক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত লাকী বেগম কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আব্দুল কাদের মিয়ার স্ত্রী। তিনি আখাউড়া খড়মপুর মাজারে বসবাস করতেন।

আখাউড়া থানার ওসি নুরে আলম জানান, এক ভিক্ষুক বাস চাপায় মারা গেছে। ঘাতক বাসটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

ফের মৃত্যুর খেলা! ‘স্কুইড গেম সিজন ২’র টিজারে বিপদের বার্তা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি কচুয়ায় যুবলীগ নেতার ৪টি দোকান পুড়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে