ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

বইয়ের উচ্চমূল্যে হিসেবি পাঠক

Daily Inqilab রাহাদ উদ্দিন

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

বাংলা একাডেমি আয়োজিত পৃথিবীর অন্যতম বৃহত্তর বইমেলা ঘিরে বাঙালি পাঠকের মনে থাকে নানা জল্পনা কল্পনা। তবে অনেক বই কিনে ঘরে তোলার মানসিকতা নিয়ে মেলায় এসেও হিসেবি হতে হচ্ছেন তাদের। বিগত দুই বছরে দ্রব্যমূল্যের উচ্চমূল্যের সাথে কাগজের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে মন্তব্য করেন মেলায় আগত পাঠকরা। ৪ থেকে ৫ খানা বই কিনতে এসেও অনেককে ২ থেকে ৩ খানা কিনে সন্তুষ্ট থাকতে হচ্ছে। শুধু নতুন নয়, পুনর্মুদ্রিত বইয়েরও দাম বৃদ্ধি পেয়েছে অনেক।

গতকাল বৃহস্পতিবার মেলায় গিয়ে দেখা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী নিজের দুই সন্তানের জন্য একটি ব্যক্তিগত লাইব্রেরি প্রতিষ্ঠার মানসে প্রতিবছরই মেলায় এসে ডজন ডজন বই সংগ্রহ করে থাকেন। কিন্তু বইয়ের দামে এবার তার মন খারাপ। বলেন, কয়েক বছর আগে ১ হাজার টাকায় যে বই পাওয়া যেতো তা সংগ্রহ করতে এখন ১৫০০ টাকা লাগছে। তাই অনেকটাই বেছে বেছে নিতে হচ্ছে বই।

দুই বন্ধু মিলে মেলার এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন সাকিব ও জুবায়ের। একেকটা বইয়ের মলাট উল্টে মূল্য দেখে ভ্রু কুঁচকে আবার রেখে দিচ্ছেন বই। অন্য প্রকাশের সামনে হুমায়ূন প্রেমী ঢাকা কলেজের এই দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, হুমায়ূন আহমেদের অনেক বই তাদের এখনো পড়া হয়নি। যেকারণে বইগুলো সংগ্রহে রাখার মানসে মেলায় এসেছেন। এছাড়া নতুন আলোচিত লেখকদেরও কিছু বই সংগ্রহে রাখতে চান তারা। তবে বইয়ের উচ্চমূল্যে তারাও হতাশ।

পুনর্মুদ্রিত বইয়েরও উচ্চমূল্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আরেক পাঠক সাবরিনা বলেন, মেলায় নতুন বইয়ের দাম কিছুটা বাড়বে সেটা স্বাভাবিক। কিন্তু মেলায় এসে দেখি, আগের বইও পুনর্মুদ্রণ করে দাম বাড়ানো হয়েছে। এত দাম বাড়লে তো বই কেনা যাবে না। বইয়ের দাম নিয়ে মিতুর মতো অসন্তোষ প্রকাশ করেন একই স্টলের সামনে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক। তিনি বলেন, বেশ কয়েকটি বই কেনার জন্য তালিকা করে মেলায় এসেছিলাম। কিন্তু সে আশায় গুড়েবালি। পুরোনো বইয়ের দামও বাড়িয়েছেন প্রকাশকরা। এবার মনে হয়, তালিকা অনুযায়ী বই কিনতে পারব না।

এদিকে কাগজের উচ্চমূল্যেও বই প্রকাশ করে যাচ্ছেন প্রকাশকরা। প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ২ যুগ পূর্তি উপলক্ষ্যে এ বছর বইমেলায় তারা প্রকাশ করতে যাচ্ছে ৬টি নতুন রচনাবলিসহ ৪৮টি বিষয়ের উপর ২৩০+ বই। সে ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার মেলার ৮ম দিনে প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত হয় ৬টি বই। এর মধ্যে বিভূতিভূষণের স্মৃতির রেখা ও বেলাল চৌধুরী সম্পাদিত লঙ্গরখানা অন্যতম। তবে এ বইগুলোর দামও অনেক বেশি বলে মনে হয়েছে পাঠকদের। একটি বইয়ের মূল্য ২৮০ ও অপরটির মূল্য ধরা হয়েছে ৫৮০ টাকা।

বাংলা একাডেমির তথ্যমতে কাগজের উচ্চমূল্যেও প্রথম এক সপ্তাহে মেলায় নতুন বই এসেছে ৪১৬টি। গতকাল মেলার ৮ম দিনে নতুন বই এসেছে ৮০টি।বিকেল ৪ টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ আহমদ শরীফ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রাজীব সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন মোরশেদ শফিউল হাসান এবং আফজালুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আবুল আহসান চৌধুরী।

সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল আহসান চৌধুরী বলেন, প্রফেসর আহমদ শরীফের চিন্তাজগৎ ছিল সুদূর প্রসারিত। জ্ঞান অন্বেষণের ধারাবাহিকতায় তাঁর চিন্তাজগতে বিবর্তনও ঘটেছে। নতুন বিষয়কে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা ছিল তাঁর। এই মহান চিন্তকের ইহজাগতিক ও রেনেসাঁ-চিন্তা আজও প্রাসঙ্গিক।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক দীপু মাহমুদ, গবেষক আলী আকবর টাবী, কবি সুমন সরদার এবং কথাসাহিত্যিক শাহরিয়া দিনা।

আজ শুক্রবার একুশে বইমেলার নবম দিনে মেলা শুরু হবে সকাল ১১ টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল ৮:৩০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন। সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: এস, ওয়াজেদ আলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবু হেনা মোস্তফা এনাম। আলোচনায় অংশগ্রহণ করবেন ইকতিয়ার চৌধুরী এবং কুদরত-ই-হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর সৈয়দ আকরম হোসেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে