ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

মিয়ানমারের সংঘাতে ঢাকার উদ্বেগের কথা জানিয়ে জাতিসংঘ চিঠি : ওবায়দুল কাদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার চলমান সংঘাতের জেরে ঢাকার উদ্বেগের কথা জানিয়ে জাতিসংঘকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বিএনপি রোহিঙ্গাদের প্রথম আসতে দেয় বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
মিয়ানমারে বাংলাদেশ ঘেঁষা স্থানগুলোয় জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াইয় চলছে। যার আঁচ এসে লাগছে বাংলাদেশেও। চলতি সপ্তাহেই মিয়ানমার থেকে উড়ে আসা গোলায় নিহত হয়েছেন এক বাংলাদেশি নারীসহ ২জন। গুলিতে আহত হওয়ারও খবর এসেছে। এবার এখনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটলেও পালিয়ে বাংলাদেশে এসেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও সেনা সদস্যসহ প্রায় ৪০০ জন। এদের মধ্যে আহতদের বাংলাদেশে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘকে জানানোর উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় নিবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। চিঠিতো অবশ্যই যাবে। আমাদের শঙ্কাটা আতঙ্কটা আমরা জিইয়ে রাখতে পারি না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদেরকে উদ্বেগের মধ্যে ফেলবে সেটাতো আমাদের জন্য শুভ না। সে কারণে জাতিসংঘ সবারই সংস্থা সে হিসেবে জাতিসংঘকে বিষয়টা অবহিত করা উচিত।
প্রতিবেশী দেশ ভারতও মিয়ানমারের এই অভ্যন্তরীণ সংঘাতের সময় বাংলাদেশের সঙ্গে আছে বলে মনে করেন বাংলাদেশের ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মিয়ানমারের কিছু লোক ভারতের সীমান্ত দিয়েও অনুপ্রবেশ করেছে। কিছু সীমান্তরক্ষীও গেছে কাজেই তাদেরও উদ্বেগের ব্যাপার আছে। ইন্ডিয়া যে মাথা ঘামাচ্ছে না তা না।
সীমান্তে বাংলাদেশের শক্তিশালী অবস্থান সীমান্তে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা আগের চেয়েও শক্ত অবস্থানে আছি। আমরা পরিস্কার বলে দিয়েছি আমরা আমাদের সীমান্ত উদারভাবে খুলে দেয়ার পক্ষপাতী নই। এ সুযোগ আমরা কাউকে দিবো না। সংঘাত থেকে যারা পালিয়ে এসেছে তারা তাদের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। যারা এসেছে তাদের তারা ফিরিয়ে নেবে। ফিরিয়ে নিলেই হবে।
এ সময় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাইডেন এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। সুনাক বার্তা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনিও বার্তা দিয়েছে এক সঙ্গে কাজ করার। বিএনপির এখন সব আশাই শেষ। বিদেশী বন্ধুরা পাশে এসে দাঁড়াবে সে আশাও একেবারে শেষ হয়ে গেছে।
বিএনপির আন্দোলন যে এত ব্যর্থতার মধ্যে পতিত হবে তা তারা ভাবতে পারেনি বলে মত ওবায়দুল কাদেরের। তিনি বলেন, তারা মনে করেছে, তারা কিছুদূর এগিয়ে নিলে বিদেশী বন্ধুরা সহযোগিতা করবে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটাতে এ ধরণের একটা পরিকল্পনা ছিল। ইলেকশনের পরে ভিসা নীতি প্রয়োগ করবে অথবা নিষেধাজ্ঞা আসবে। সব আশাই শূন্য হয়ে গেছে। মরিচীকা হয়ে গেছে। তাই যখন যা খুশি বলছে।
আন্দোলনে বিএনপির কোমড় ভেঙ্গে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রোহিঙ্গাদের প্রথম আসতে দেয়। তখন তারা যে সুযোগ দিয়েছিল সেটা কি তারা ভুলে গেছে। আমাদের নেত্রী তখনকার প্রেক্ষিতে মানবতার স্বার্থে আমাদের সীমান্ত উম্মুক্ত করে দিয়েছিল। সারা দুনিয়ায় এ পদক্ষেপ প্রশংসিত হয়েছিল।
বাংলাদেশে যতটুকুই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা হয় সেটা আওয়ামী লীগেই হয় এমন দাবি করে তিনি বলেন, ভুল ভ্রান্তি আমাদের নেই তা নয়। আমরা পারফেক্ট নই। পারফেক্ট পৃথিবীতে কেউই না। তারপরো আমরাই এ দেশের একমাত্র রাজনৈতিক দল যে দল গণতন্ত্রের কথা শুধু মুখে বলে না, নিজেদের ঘরে চর্চা করে। বিএনপির কথাবার্তা পাগলের প্রলাপ এগুলো জনগন বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু চেয়ে চেয়ে দেখবে চোখের পানি ফেলবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

লেবানের বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

রাঙামাটিতে সেনা, বিজিবি ও পুলিশের টহল, পরিস্থিতি শান্ত

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

পরমাণু দূষিত পানি নিয়ে চীন ও জাপানের কিছু ঐকমত্য

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

ঝিকরগাছায় বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুসহ ২১ নেতাকর্মী বহিষ্কার

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

হিজবুল্লাহর ভয়ে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ