ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবি

ধামরাই ও ভালুকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ে ফ্রেম হাউজ ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং এন্ড ডায়িং কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় উভয় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদন-

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফ্রেম হাউজ ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার ধামরাই পৌর শহরের থানা বাসস্ট্যান্ড এলাকায় কারখার সামনে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২ টাকা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ আন্দোলনরত শ্রমিকদের মহাসড়কের মাঝের লেন থেকে সরিয়ে দেয়। এরপর তারা মহাসড়কের লোকাল লেন বন্ধ করে দিয়ে বেলা ১২ টাকা পর্যন্ত আন্দোলন করে। ওই সময়ে লোকাল লেনের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।
আন্দোলনরত শ্রমিকদের কাছে থেকে জানা যায়, সরকার ঘোষিত বেতন আমাদের দেওয়া হয় না। বার বার মালিক পক্ষ বেতন বৃদ্ধির আশ্বস্ত করলে ও শেষে তা করেন না। জানুয়ারি মাস থেকে আমাদেরকে সরকার ঘোষিত বেতন দেয়ার কথা কিন্তু জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারী মাসও চলে যাচ্ছে কিন্তু এর কোনো ব্যবস্থা করেননি মালিকপক্ষ। এমনকি আমাদের যে বেতন দেওয়া হয় তা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দেওয়ার কথা কিন্তু ওই বেতনও পরিশোধ করেন ১৫ তারিখের দিকে।

নাসিমা নামে এক নারী অপারেটর বলেন, সঠিক সময়ে বেতন দেয় না। হেলপারের বেতন ৭ হাজার ১০০ টাকা এবং অপারেটরের বেতন ১০ হাজার টাকা। সরকারের বিধিমালা অনুযায়ী আমাদের সঠিক বেতন দিতে হবে। সুমি আক্তার নামে আরেক নারী শ্রমিক বলেন, মালিকপক্ষ আমাদের মানুষ মনে করে না। দ্রব্যমূল্যের দাম বেশি অথচ আমাদের বেতন অনেক কম। সরকারের কোনো নীতিমালা না মেনে আমাদের বাধ্য করা হয় কাজের জন্য। এমনকি কার্ড আটকিয়ে কাজ করানো হয়। হাসান মাহমুদ নামে এক শ্রমিক বলেন, ৭ হাজার ১০০ টাকা বেতন দিয়ে আমাদের কি হয়। আমাদের দাবি না মানলে আন্দোলন চলবেই।

সহকারী মহাব্যবস্থাপক (উৎপাদন) জামাল বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে কোনো গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা যে দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ আগামী মাসেই বেতন কিছু বর্ধিত করার কথা ভাবছে। শিল্প পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, সরকার ঘোষিত বেতন ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। আমরা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে এনেছি। প্রায় এক মাস ধরে মালিকপক্ষের সাথে কথা বলছে কিন্তু এখনো তারা সেই কাজের বাস্তবায়ন করেননি। মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোব্দ শ্রমিকরা। গতকাল শনিবার সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং এন্ড ডায়িং কারখানার শ্রমিকরা প্রায় চারঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তাসহ শিল্প ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক, শিল্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার অবস্থিত জামিরদিয়া এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং এন্ড ডায়িং কারখানাটিতে দুই শিফটে এক হাজার ৬০০ নারী পুরুষ শ্রমিক কাজ করেন। তবে সরকার নির্ধারিত বেতন কোনো শ্রমিককেই দেয়া হচ্ছেনা। এ বিষয়ে তারা কয়েকদফায় কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছেন। কিন্তু তাদের দাবির বিষয়টি আমলে না নেয়ায় বেশ কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গতকাল সকালে এরই দাবিতে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করেন। পরে তারা মূল ফটকের বাইরে চলে আসেন এবং এক পর্যায়ে বাঁশের বেড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, রিদিশা কারখানার স্পিনিং এন্ড ডায়িং সেকশনে তারা এক হাজার ৬০০ শ্রমিক কর্মরত আছেন। কারখানা কর্তৃপক্ষ শুধু সরকার নির্ধারিত বেতন দিতেই গরিমশি করছেন না, বরং সব সময়ই বৈষম্যমূলকভাবে একেকজনকে একেক ধরণের বেতন দিয়ে আসছেন। তাছাড়া তাদের দুই বছরের ছুটির টাকাও বকেয়া রয়েছে। এমনকি অসুস্থ্যতাজনিত কারণে বা বিভিন্ন সমস্যার কারণেও ছুটি দেয়া হয়না। এসব বিষয়ে বার বার দাবি করা সত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনো প্রদক্ষেপ না নেয়ায় তারা মহাসড়কে নামেন এবং প্রায় চারঘণ্টা অবরোধ করে রাখেন। শ্রমিকরা অভিযোগ করে বলেন, মহাসড়কে অবস্থানের সময় অতর্কিতভাবে পুলিশের ধাওয়া ও কারখানার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর লাঠিপেটানোর কারণে তারা ছত্রভঙ্গ হয়ে মিল গেইটে এসে অবস্থান করেন।

কারখানার অ্যাডমিন ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, সরকার নির্ধারিত বেতনের বিষয়টি গার্মেন্টর জন্য গেজেট প্রকাশ হয়েছে। টেক্সটাইল বা স্পিনিং মিলের বিষয়ে এখনো গ্যাজেট প্রকাশ হয়নি। প্রকাশ হলেই তারা তা বাস্তবায়ন করবেন। শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের পুলিশ সুপার মিজানুর রহমান মহাসড়ক অবরোধের ঘটনাটি স্বীকার করে বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা সরকারের বেতন কাঠামো অনুযায়ী বৃদ্ধি করবেন বলে আশ^স্থ্য করেছেন। সরকারের ঘোষণার পরও বেতন বৃদ্ধি না করা না হলে পরবর্তীতে তারা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিবেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পঞ্চগড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস বিপর্যস্ত জনজীবন

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে তালতলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আওয়ামী লীগের লোকজন আমাদের ঘাড়ে বসে ব্যবসা করার চেষ্টা করবে - মুশফিকুর রহমান

আওয়ামী লীগের লোকজন আমাদের ঘাড়ে বসে ব্যবসা করার চেষ্টা করবে - মুশফিকুর রহমান

ফিরলেন জাকির, এসেই শান্তর ছক্কা

ফিরলেন জাকির, এসেই শান্তর ছক্কা

মাগুরায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ

মাগুরায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ

কেপিএম আবাসিক থেকে অজগর উদ্ধার কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কেপিএম আবাসিক থেকে অজগর উদ্ধার কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা

চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা

শাল্লায় কালনী নদীতে যুবক নিখোঁজ

শাল্লায় কালনী নদীতে যুবক নিখোঁজ

ভিসি নিয়োগের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

ভিসি নিয়োগের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

রেকর্ড রান তাড়ায় বাংলাদেশের আত্মবিশ্বাসী শুরু

রেকর্ড রান তাড়ায় বাংলাদেশের আত্মবিশ্বাসী শুরু

সালথায় সেতুর রেলিং-পাটাতন ভেঙে বেহাল দশা : জীবনের ঝুঁকি নিয়ে চলছে ১০ গ্রামের মানুষ

সালথায় সেতুর রেলিং-পাটাতন ভেঙে বেহাল দশা : জীবনের ঝুঁকি নিয়ে চলছে ১০ গ্রামের মানুষ

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া : মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া : মির্জা ফখরুল

আত্মহত্যা না কি খুন? ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

আত্মহত্যা না কি খুন? ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

বিচার বিভাগে পৃথক সচিবালয় ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় : প্রধান বিচারপতি

বিচার বিভাগে পৃথক সচিবালয় ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় : প্রধান বিচারপতি

বিভিন্ন সময়ে যেসব বিতর্কিত অভিযান চালিয়েছে মোসাদ

বিভিন্ন সময়ে যেসব বিতর্কিত অভিযান চালিয়েছে মোসাদ

শেরপুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চা দোকানীর মৃত্যু

শেরপুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চা দোকানীর মৃত্যু

শরীয়তপুর পৌরসভার বেশীর ভাগ সড়কেরই বেহাল দশা, ভোগান্তি চরমে

শরীয়তপুর পৌরসভার বেশীর ভাগ সড়কেরই বেহাল দশা, ভোগান্তি চরমে

এবার বম্বে হাইকোর্টে জোর ধাক্কা মোদি সরকারের, বাতিল ফ্যাক্ট চেক ইউনিট

এবার বম্বে হাইকোর্টে জোর ধাক্কা মোদি সরকারের, বাতিল ফ্যাক্ট চেক ইউনিট

যুবদল নেতাকে কুপিয়ে জখম

যুবদল নেতাকে কুপিয়ে জখম