চার রোগীর মৃত্যু হামলা বন্ধে চাপের মুখে ইসরাইল হামাসসহ ফিলিস্তিনি দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ রাশিয়ার

নাসের হাসপাতালে তাণ্ডব ইসরাইলি সেনার

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে তারা গাজার দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতালে অভিযান চালিয়ে ‘কয়েক ডজন’ সন্দেহভাজনকে আটক করেছে। সে সময় হাসপাতালের কর্মী এবং রোগীদের গোলাগুলির মুখে জোর করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। অভিযানের সময় বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ায় চার রোগীর মৃত্যু হয়।

ইসরাইল বলছে, তারা খান ইউনিসের নাসের হাসপাতাল লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট ও সীমিত অভিযান’ পরিচালনা করেছে। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, হামাস সেখানে জিম্মিদেরকে রেখেছে। তবে এ অভিযোগকে ‘মিথ্যা’ উল্লেখ করে নাকচ করে দিয়েছে হামাস। হাসপাতালের পরিচালক বিবিসিকে বলেছেন, সেখানকার অবস্থা ‘বিপর্যয়কর এবং খুবই বিপজ্জনক’। তবে হাসপাতালটিতে অভিযান চালিয়ে ইসরাইলি বিশেষ বাহিনী সেখানে জিম্মিদের থাকার বিষয়ে কোনো প্রমাণ পাননি এবং তল্লাশি এখনো অব্যাহত আছে। হাসপাতালের কিছু ছবি বিবিসি যাচাই করার কয়েক ঘণ্টা পর এমন মন্তব্য করেন তিনি। যাচাই করা ছবিতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা রোগীদের স্ট্রেচারে করে একটি ধোয়া বা ধুলা ভর্তি করিডর দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। শয্যাশায়ী একজন রোগীকে ছাদ ধসে পড়া একটি করিডর দিয়ে সরিয়ে নিতে দেখা যাচ্ছে। আরো অনেক রোগীকে দেখা যাচ্ছে, যার মধ্যে একজন ব্যক্তিকে কম্বল দিয়ে জড়িয়ে সরিয়ে নিতে দেখা যাচ্ছে।

অন্য আরেকটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মানুষজন আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র একটি দরজার সামনে এনে জড়ো করছে। আর একজন ইংরেজিতে বর্ণনা করছেন যে, ইসরাইলি বাহিনী প্রবেশ করতে যাচ্ছে। হাসপাতালের ভেতরে থাকা একজন নার্স বিবিসিকে বলেন, অভিযান চলার সময় হাসপাতালের ভেতরে ‘অনেকগুলো কুকুর ছেড়ে দেয়া হয়েছে।’ হাসপাতালের পরিচালক নাহিদ আবু-তেইমা বিবিসি অ্যারাবিককে বলেন, ‘হাসপাতাল ভবনের দৃষ্টিসীমার মধ্যে’ কয়েক ঘণ্টা ধরে ‘সহিংস গোলা নিক্ষেপ এবং মারাত্মক ধরনের বিস্ফোরণ’ ঘটানো হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে যে রোগীরা ছিলেন তাদেরকে ‘ওয়ার্ডে সারিবদ্ধ করে রাখা হয়েছিল’ যাদের মধ্যে অনেকের মারাত্মক ধরনের আহত রয়েছে। তিনি জাতিসংঘ এবং রেড ক্রসের কাছে রোগী এবং হাসপাতাল কর্মীদেরকে ‘রক্ষা’ করার আহ্বান জানিয়েছেন। গাজায় চালু রয়েছে এমন হাতেগোনা কয়েকটি হাসপাতালের মধ্যে নাসের হাসপাতাল একটি। এটি গত কয়েক দিন ধরে ইসরাইলের নিরাপত্তা বাহিনী এবং হামাসের মধ্যকার যুদ্ধের কেন্দ্র হয়ে উঠেছে।

হাসপাতাল এলাকায় আশ্রয় নেয়া হাজার হাজার বাস্তুচ্যুত মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়ার এক দিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালালো আইডিএফ। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, হাসপাতাল প্রাঙ্গণে স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে চিকিৎসক, রোগী এবং বাস্তুচ্যুত মানুষের জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছিল। চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স জানায়, যাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল তাদের সামনে যে পথ খোলা ছিল তা হচ্ছে- হয় হাসপাতালে থেকে যাও এবং ‘সম্ভাব্য টার্গেটে পরিণত হও’ অথবা সরে যাও এবং বোমা বিস্ফোরণের ‘মহাবিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ো’।

গত সাতই অক্টোবর ইসরাইলের সীমান্ত পাড় হয়ে ভেতরে গিয়ে হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর প্রতিরক্ষা অভিযান শুরু করে ইসরাইল। এই হামলায় ১২০০ জনকে হত্যা করা হয় যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় ২৫৩ জনকে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় এখনো পর্যন্ত ২৮ হাজার ৭৭৫ জন মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা কমপক্ষে ৬৮,৫৫২ জন। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ৮৭ ফিলিস্তিনি নিহত ও ১০৪ জন আহত হয়েছে।

হামলা বন্ধে চাপের মুখে ইসরাইল : হামলা চালানো বন্ধ করতে আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরাইল। এরমধ্যে বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখ্যোঁ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, গাজায় ইসরাইলের অভিযান ‘অবশ্যই বন্ধ করতে হবে’ কারণ গাজার এই অভিযানে যে পরিমাণ মানুষ নিহত হচ্ছে তা ‘সহ্য করার মতো নয়’। কিন্তু নেতানিয়াহু জানিয়েছেন তার সেনারা গাজার রাফাহ শহরের দিকে এগিয়ে যাবে যেখানে এরইমধ্যে বোমা নিক্ষেপ শুরু হয়েছে। রাফাহতে প্রায় ১৪ লাখের মতো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দিয়েছে যেখানে তারা তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজায় সামরিক অভিযান চালানো হলে তা হবে ‘বিপর্যয়কর’।

হামাসসহ ফিলিস্তিনি দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ রাশিয়ার : হামাস এবং ফাতাহ সহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে গাজা এবং অন্যান্য মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরাইলের যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানানো হয়েছিল। উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে রাষ্ট্র-চালিত তাস সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ২৯ ফেব্রুয়ারি থেকে ‘আন্তঃ-ফিলিস্তিনি’ আলোচনার জন্য মস্কোয় আসতে এক ডজন ফিলিস্তিনি দলকে অনুরোধ করেছে।

মধ্যপ্রাচ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিশেষ দূত বোগদানভ বলেছেন, ‘আমরা সমস্ত ফিলিস্তিনি প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি - সিরিয়া, লেবানন এবং এ অঞ্চলের অন্যান্য দেশ সহ বিভিন্ন দেশে তাদের অবস্থান রয়েছে এমন সমস্ত রাজনৈতিক শক্তিকে।’ রাশিয়া, যারা বছরের পর বছর ধরে ওই অঞ্চলের সমস্ত প্রধান খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, গাজায় অব্যাহত সংঘাতের জন্য ইসরাইল এবং তার পশ্চিমা সমর্থকদের ক্রমবর্ধমান সমালোচনা করে চলেছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সুন্দরবনের ভারতীয় অংশে চোরাশিকারিদের গুলিতে খুন বনকর্মী

সুন্দরবনের ভারতীয় অংশে চোরাশিকারিদের গুলিতে খুন বনকর্মী

ঢাকার গণপরিবহনের চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর : কাদের

ঢাকার গণপরিবহনের চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর : কাদের

পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান, আক্রান্ত অন্তত ৩০

পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান, আক্রান্ত অন্তত ৩০

বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, চরম দুশ্চিন্তায় জেলেরা

বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, চরম দুশ্চিন্তায় জেলেরা

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে ভস্ম হলো এক বৃদ্ধা

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে ভস্ম হলো এক বৃদ্ধা

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল