মা-ছেলেসহ সড়কে নিহত ৭

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এরমধ্যে টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন, পঞ্চগড়, ফরিদপুর ও গাজীপুরে একজন করে নিহত হয়। গতকাল দিনের বিভিন্ন সময়ে এ দুর্ঘটনাগুলো ঘটেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে ও গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে ৭টায় দিকে ঝাওয়াইল বাজার থেকে পিকনিকে উদ্দেশ্যে নাটোর যাওয়ার সময়, ঝাওয়াইল বয়েল পার গেলে অপর দিক থেকে মোটরসাইকেলের মা ও ছেলে গোপালপুর দিকে আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে মা ও ছেলের নিহত হয়। নিহতরা হলেন- গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের মৌজাডাকুড়ী গ্রামের মৃত তোতা মিয়ার মাতা চায়না বেগম ও তার ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. শাকিব। গোপালপুর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশগুলো পুলিশ হেফাজতে রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দুপুরের দিকে মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। মধুপুর উপজেলার নেকিবাড়ি নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো- মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের সিহাব উদ্দিনের ছেলে বনি আমীন ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের আজিজুল হকের ছেলে তানবীর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বনি আমিন অরেঞ্জ ও তানভীর ধনবাড়ী থেকে মধুপুর আসার পথে জামালপুর-মধুপুর আঞ্চলিক মহাসড়কে নেকিবাড়ি নামকস্থানে পৌঁছলে বিপরিত দিকে থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালকসহ আরোহীরা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক বনি আমিন অরেঞ্জ ও তানভীরকে মৃত বলে ঘোষণা করেন।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে দেবীগঞ্জ-ডোমার সড়কের ফার্মগেট মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার পামুলি ইউনিয়নের শান্তিরহাট এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে সুমন ঢাকা থেকে যাত্রীবাহী একটি নৈশ্যকোচ নিয়ে দেবীগঞ্জের কালিগঞ্জে যাত্রী নামিয়ে দিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। দেবীগঞ্জ এলাকার শেষ প্রান্ত ফার্মগেট মাদরাসার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের এঙ্গেল প্রথমে বাসটিকে লাগে, পরে চালকের শরীরে ঢুকে যায়। পরে হেলপারসহ স্থানীয়রা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথিমধ্যে তার মৃত্যু হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিচিত্রা রানী বিশ্বাস নামে পুলিশের এক উপ-পরিদর্শক মারা গেছেন। গতকাল শনিবার ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম আরো জানান, গতকাল সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ৭ ফেব্রুয়ারী, ফরিদপুরের নগরকান্দার মহিলারোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ অফিসার বিচিত্রা রানী আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মারা যান বিচিত্রা। সে ফরিদপুরে সিআইডির উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। ওই সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

টঙ্গী (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় এক নারীর মৃত্যু হযেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম ফরিদা ইয়াসমিন। সে টঙ্গী বাজার ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে গাজীপুরা তামিরুল মিল্লাত মাদরাসা ছুটি শেষে নাতনিকে নিয়ে টঙ্গীর ভরান এলাকার বাসায় ফেরার পথে গাজীপুরা বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন তারা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে (পূর্ব পাশে) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশু আশরার কোন ক্ষতি হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রীয়াধীন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সুন্দরবনের ভারতীয় অংশে চোরাশিকারিদের গুলিতে খুন বনকর্মী

সুন্দরবনের ভারতীয় অংশে চোরাশিকারিদের গুলিতে খুন বনকর্মী

ঢাকার গণপরিবহনের চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর : কাদের

ঢাকার গণপরিবহনের চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর : কাদের

পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান, আক্রান্ত অন্তত ৩০

পশ্চিমবঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান, আক্রান্ত অন্তত ৩০

বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, চরম দুশ্চিন্তায় জেলেরা

বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, চরম দুশ্চিন্তায় জেলেরা

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে ভস্ম হলো এক বৃদ্ধা

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে ভস্ম হলো এক বৃদ্ধা

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল