ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

শুধু পড়া নয়, শোনাও যায় বই

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বইপ্রেমীরা। কেউ দেখছেন, কেউ স্পর্শে ছোঁয়ায় পড়ছেন বই, কেউ আবার শুনছেনও! বই তো পড়তে শুনেছেন, ‹শুনতে› কি শুনেছেন কখনো? হ্যাঁ, বই শোনাও যায়। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের কালি মন্দির গেইট সংলগ্ন এলাকায় এমনই সেবা দিচ্ছে তিনটি প্রতিষ্ঠান।

একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের পশ্চিমে রয়েছে তাদের একটি প্রতিষ্ঠান ‘শুনবই’-এর স্টল। এই অঙ্গনে রয়েছে আরো একটি বড় প্রতিষ্ঠান। একাডেমির বাহির গেইটের একটু সামনের দিকে রয়েছে কাব্যিক অডিও বুক এর স্টল। প্রতিদিন এই স্টলে অসংখ্য বইপ্রেমী এসে ভিড় জমাতে দেখা যায়। স্টল প্রতিনিধিরাও ব্যস্ত থাকেন আগ্রহীদের সেবা সম্পর্কে জানাতে। অনেকে সাবস্ক্রিপশন করছেন, আগ্রহী হচ্ছেন।

ঢাকা নার্সিং কলেজের দুই শিক্ষার্থী জান্নাতুন নাইম ও সাবিনা আক্তার অডিওবুক সার্ভিস নিতে ভিড় করেন বাংলা একাডেমি প্রাঙ্গণের “ক্যাব্যিক অডিওবুকেগ্ধ। অনুভূতি ব্যক্ত করে এই দুই তরুণী বলেন, মেলায় হাঁটতে গিয়ে হঠাৎ চোখে পড়লো এমন একটা ইন্টারেস্টিং বিষয়, যেখানে নাকি বই শোনাও যায়। বিষয়টি দেখার জন্য বেশ কৌতূহল জাগলো মনে। তারপর স্টল প্রতিনিধিদের থেকে বিস্তারিত জেনে মাত্র ২১ টাকায় ১ মাসের জন্য সাবক্রিপশন কিনলাম।

কাব্যিক অডিওবুকের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সুমাইয়া মিম বলেন, কাব্যিক অডিওবুক ও পডকাস্ট তাদের প্ল্যান শুরু করে ২০২১ সালের জুলাই মাসে। কমার্শিয়াল ভাবে যাত্রা করে একই বছরের ২২ ডিসেম্বর। অ্যাপটি ডাউনলোড হয়েছে ১ লক্ষ বার। পেইড সাবস্ক্রাইবার রয়েছে ৭ হাজার। প্রতিদিন অ্যাপ থেকে সেবা নিচ্ছে প্রায় ৪হাজার শ্রোতা এবং মাসে প্রায় ৪০ হাজার। মেলা উপলক্ষে সাড়ে ৫০০ এর অধিক বইয়ের উপর ২ হাজার ৫০০ এর অধিক সংখ্যক কনটেন্টের ভান্ডার এই অ্যাপে মাত্র ২১ টাকায় সাবস্ক্রিপশন সুবিধা দেওয়া হচ্ছে বইপ্রেমীদের।
তিনি বলেন, আমাদের এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অডিওবুক প্লাটফর্ম। এখানে সাড়ে ৫০০ এর মতো বইয়ের উপর ২৫০০ এর অধিক সংখ্যক কনটেন্ট রয়েছে। এছাড়া আমরা দেশ ও দেশের বাইরে বিরাট একটি কর্মক্ষেত্র তৈরি করছি। আমাদের এখানে এখন প্রায় সাড়ে ৩০০ ভয়েস আর্টিস্ট কাজ করছে, যাদের অনেকে দূর গ্রামে বসে ভয়েস দিচ্ছে; এমনকি দেশের বাইরে কলকাতা থেকেও অনেকে কাজ করছে।

সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরসংলগ্ন ফটক দিয়ে ঢুকে একটু এগোলে দেখা যায় আগামী প্রকাশনীর স্টলের পাশে কাহিনীকের স্টল। সেখানেও অডিওতে বই শোনা যায় সাবস্ক্রিপশনের মাধ্যমে। তবে বইমেলা উপলক্ষে উপস্থিত থেকে কেউ রেজিস্ট্রেশন করলে একটি কোড দেওয়া হয় কাহিনীকের পক্ষ থেকে, পরে সেই কোড ব্যবহার করলে রেজিস্ট্রেশনকারী পায় ২০০ টাকা। পরে সেই টাকা দিয়ে যেকোনো বই শোনা যায়।

বাংলা একাডেমির শুনবইয়ের মার্কেটিং প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস ইনকিলাবকে বলেন, ২০২১ সালের মার্চ মাসে আমাদের অ্যাপটি যাত্রা করে। গতবছর থেকে প্রথমবারের মতো মেলায় আসে। আমাদের ্রশুনবইগ্ধ এপসের মাধ্যমে শ্রোতা ১ হাজারের অধিক সংখ্যক বইয়ের মধ্যে নিজের পছন্দের যেকোনো বই শুনতে পারবেন। কেউ চাইলে সবগুলো বইই শুনতে পারেন। এখানে ইসলামিক, থ্রিলার, রোমান্টিক উপন্যাস, ছোটদের বইসহ বিভিন্ন ক্যাটাগরির বই রয়েছে।

জান্নাতুল জানান, মান্থলি প্যাক ৯৯টাকা বইমেলা উপলক্ষে তা মাত্র ১০টাকায় দিচ্ছেন তারা। এছাড়া বার্ষিক ১২০০ টাকা হলেও মেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে ৬০০ টাকায় এ সেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি, প্রতিদিন দলে দলে বইপ্রেমীরা আসছেন এবং সাবস্কিপশন নিশ্চিত করছেন।

গতকাল অমর একুশে বইমেলার ১৮তম দিনে মেলায় নতুন বই এসেছে ৮৩টি। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন লুভা নাহিদ চৌধুরী এবং এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী।

সভাপতির বক্তব্যে কামাল চৌধুরী বলেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বহুমাত্রিক ও বর্ণাঢ্য জীবনযাপন করেছেন। সমগ্র জীবনব্যাপী তিনি বাঙালির মুক্তি ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্ন আমাদের সবার মাকে সঞ্চারিত করেছেন। তিনি তার পা-িত্য, জ্ঞান ও কর্মের মধ্য দিয়ে তরুণ সমাজকে পথ দেখাবেন।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক রোমেন রায়হান, কবি সৈকত হাবিব এবং গীতিকবি মনোরঞ্জন বালা।

আজ সোমবার অমর একুশে বইমেলার ১৯তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ। হাসান আজিজুল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোজাফফর হোসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন ফারুক মঈনউদ্দীন এবং মহীবুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ভীষ্মদেব চৌধুরী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত   ১

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত ১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান