ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
এরশাদের গড়া দলটি এখন ৫ খণ্ড

জাপা আবার ভাঙলো

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

দেশের রাজনীতিতে সুযোগ সন্ধানী দল হিসেবে পরিচিত এবং সুবিধাবাদী নেতাদের ভাগাড় হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি আবারো ভাঙলো। আওয়ামী লীগের নাচের পুতুল এবং ক্ষমতার হালুয়া-রুটি খেতে অভ্যস্ত দলটির এখন ৫ খন্ডে বিভক্ত। ২০১৪ সাল থেকে রওশন এরশাদের নেতৃত্বে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাতার নীচে থাকা দলটি বর্তমান গৃহপালিত বিরোধী দল হলেও দলটির অপর অংশের নেতা স্বঘোষিত চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেছেন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য জার্সি বদল করা কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার মিলন, সদস্য সচিব শফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। কয়েকদিন আগেও কাজী ফিরোজ রশীদ ও আবু হোসেন বাবলা ছিলেন জিএম কাদেরের সঙ্গে। ‘ডামি প্রার্থী’ নির্বাচনে সমঝোতার আসন না পেয়ে তারা রওশন এরশাদের কাছে ভিড়েছেন।

জানতে চাইলে জাতীয় পার্টির কমপক্ষ্যে ১০ জন নেতা এই প্রতিবেদকের বলেন, জাতীয় পার্টিতে বর্তমানে একজনও সৎ-আদর্শবান-নীতিবান নেতা নেই। এ টু জেড সুবিধাবাদী চরিত্র। ব্যাক্তি স্বার্থে তারা সবকিছু করেন। আগে রওশন ছিলেন গৃহপালিত বিরোধী দলের নেতা এবার হয়েছেন জিএম কাদের। বহুদিন আগেই দলটির জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দলটির সিনিয়র নেতারা দল এবং দলের অন্যান্য নেতাকর্মীদের স্বার্থও দেখেন না। তারা এমপি হতে পারলে বা কিছু সুবিধা পেলেই হলো। তাদের ব্যাক্তিগত চাওয়া পাওয়ার ওপর নির্ভর করে তারা কোন পথে হাঁটবেন।

গতকাল রোববার গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেগম রওশন এরশাদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি। এতে কাজী ফিরোজ রশীদ এবং আবু হোসেন বাবলাসহ প্রতিষ্ঠাকালীন নেতৃত্ববৃন্দ এবং এরশাদ ভক্ত সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে দলের শক্তি ফিরিয়ে আনতে চাই।

এর আগে নির্বাচনে অংশ নেয়া এবং দলীয় মনোনয়ন নেয়া নিয়ে বিরোধে রওশন এরশাদ নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। অতপর জিএম কাদের ‘২৬ আসন সমঝোতা’ করে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে জাতীয় পার্টির ২৭৯ আসনে প্রার্থী দেয় এবং ২৬০ আসনে প্রার্থীরা জামানত হারান। এমনো দেখা গেছে একটি সংসদীয় আসনে লাঙ্গলের প্রার্থী ৩৫ ভোট পেয়েছে।

সমঝোতার ওই ২৬ আসনে ঢাকা-৪ এ সৈয়দ আবু হোসেন বাবলা ও ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশিদ যায়গা না পেয়ে হঠাৎ বিপ্লবী হয়ে রওশনের দলে চলে গেছেন। সংবাদ সম্মেলনে পক্ষ্যত্যাগী সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, যে দায়িত্ব দেয়া হয়েছিল জিএম কাদেরকে সেই দায়িত্ব থেকে তিনি অনেক দূরে। আগামীতে আমরা জাতীয় পার্টিকে বেগম রওশন এরশাদের নেতৃত্বে সুসংগঠিত হবো। কাজী ফিরোজ রশীদ বলেন, সংসদে কারা সরকারি দল, বিরোধী দল বোঝা যায় না। জাতীয় পার্টির এখন যে অবস্থা এমন বিপর্যয় আগে কখনো আসে নাই। বছরের পর বছর আমরা বললাম ডানে যাবো। যখন ডানে রাস্তা খালি তখন বামে রওয়ানা দিলাম। এটা রাজনীতি নয়। দলের ডুবুডুবু অবস্থায় হাল ধরলেন বেগম রওশন এরশাদ। আগামী ৯ মার্চের কাউন্সিল হলে দলের টার্নিং পয়েন্ট। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা এখনও কোনো কাউন্সিল ডাকিনি। বাইরের কে কাউন্সিল ডাকল না ডাকল তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির চার-পাঁচটা গ্রুপ আছে। মঞ্জু গ্রুপ, কাঁঠাল গ্রুপ, সাইকেল মার্কা, জাতীয় পার্টি মোম মার্কা। নতুন একটা হতেই পারে। সবারই স্বাধীনতা আছে। কেউ জাতীয় পার্টির পাশে ব্রাকেট দিয়ে আরেক নামে দল গঠন করতে চাইলে করতে পারে।

এরশাদের নেতৃত্বে ক্ষমতায় থেকে যে প্রক্রিয়ায় জাতীয় পার্টি গঠন করা হয়েছে; সেই প্রক্রিয়ায় বার বার ভাঙ্গনের কবলে পড়ছে। দলটি নিয়ে কার্যত দেশের মানুষের কোনো আগ্রহ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জাতীয় পার্টিকে কেউ ‘যাত্রাপার্টি’ কেউ ‘সার্কাস পার্টি’ কেউবা ‘দালাল পার্টি’ হিসেবে অবিতি করেছেন। মূলত ১৯৮২ সালে ক্ষমতা দখলের পর এইচ এম এরশাদ ১৯৮৪ সালে ‘জনদল’ নামে একটি রাজনৈতিক দলের গোড়াপত্তন ঘটান। ১৯৮৫ সালে এরশাদ তার জনদল, বিএনপির একাংশ, ইউপি পি, গণতান্ত্রিক পার্টি এবং মুসলিম লীগের সমন্বয়ে গঠন করেন জাতীয় ফ্রন্ট। একপর্যায়ে কাজী জাফর স্বেচ্ছায় ইউপি পি ভেঙে দিয়ে এরশাদের দলে যোগ দেন। শেষ পর্যন্ত ১৯৮৬ সালের ১ জানুয়ারি ‘সরকারি রাজনৈতিক দল’ জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে। ’৯০ এর গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) জাতীয় পার্টি পুনর্গঠন হলে ওই সময় শামসুল হুদা চৌধুরী ও ডা. এম এ মতিন (চোখ মতিন) দলের প্রথম ভেঙ্গে জাতীয় পার্টি জাতীয়তাবাদ গঠন করেন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের সময় জাতীয় পার্টি প্রথমে তাদের সমর্থন দিলেও পরে চারদলীয় জোটে (বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্য জোট ও জাতীয় পার্টি) চলে যায়। সেসময়ের যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় পার্টি নামে নতুন দল গঠন করেন এবং দলের চেয়ারম্যান হন মিজানুর রহমান চৌধুরী। ২০০১ সালের নির্বাচনের আগে এরশাদের জাতীয় পার্টিতে আরেক দফা ভাঙন ধরে। এরশাদ চর মোনাই পীরের দলের সঙ্গে নির্বাচনী জোট করায় নাজিউর রহমান মঞ্জু জাতীয় পার্টি নামে আরেকটি দল গঠন করে এবং বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অংশ হয়ে নির্বাচনে যায়। বর্তমানে এই অংশের নেতৃত্বে আছেন আন্দালিব রহমান। এই অংশটির ভেতরও আরেকটি ভাঙন আছে। মন্ত্রিত্ব নিয়ে ঝামেলার একপর্যায়ে এম এ মতিন আলাদা জাতীয় পার্টি গঠন করেন। এ সব খ-িত দল এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত। এর আগে কাজী জাফর আহমদ ও শাহ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে জাতীয় পার্টি আবার ভেঙ্গে যায়। তবে পরে তাদের মধ্যে কাজী জাফর আহমদ ফের এরশাদের কাছে ফিরে যান। এক এগারোর সময়ও জাতীয় পার্টি দুটি অংশে বিভক্ত হয়েছিল। রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে এরশাদ ও রুহুল আমিন হাওলাদারকে বহিস্কার করেন। পরে অবশ্য এ দুটি অংশই এরশাদের নেতৃত্বে এক হয়ে যায়। ২০১৪ সালের নির্বাচন ইস্যুতে এরশাদের জাতীয় পার্টিতে ভাঙন ধরান তার পুরোনো রাজনৈতিক সহকর্মী কাজী জাফর আহমেদ। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে কাজী জাফর এরশাদকে ছেড়ে আলাদা জাতীয় পার্টি গঠন করে যোগ দেন বিএনপি-জোটে। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের বিশেষ কাউন্সিলের মাধ্যমে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন কাজী জাফর। একই সঙ্গে তিনি এরশাদকে বহিষ্কারেরও ঘোষণা দেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত   ১

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত ১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান