উৎপাদন ৪ কোটি টন, চাহিদা ৩ কোটি ১২ লাখ টন পাইকারী ব্যবসায়ীরা বলছেন দাম বৃদ্ধি করছে মিল মালিকরা :: চাহিদার চেয়ে বাজারে ধানের আমদানি কম থাকায় দাম বেড়েছে :চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সরদার

চালের দাম বৃদ্ধি অযৌক্তিক

Daily Inqilab রফিক মুহাম্মদ

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

চালের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠক, ভোক্তা অধিদফতরের অভিযানসহ নানা উদ্যোগেও কমছে না চালের দাম। গত জানুয়ারিতে আমনের ভরা মৌসুমে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন চালের দাম বাড়তে বাড়তে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এতে সংসার চালাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তখন চালের এই মূল্যবৃদ্ধি নিয়ে সর্বত্র সমালোচনা শুরু হয়। জানুয়ারিতে নির্বাচনের পর নতুন সরকার এসে নানা উদ্যোগ গ্রহণ করে। মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এর ফলে কেজি প্রতি চালের দাম ১ থেকে ২ টাকা কমেছে। গত বছর নভেম্বর-ডিসেম্বরে বাজারে যে মোটা চাল ৪২ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হয়েছে সেই চাল জানুয়ারিতে ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি হয়। বর্তমানে এর দাম কিছুটা কমে ৪৮ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে এখন সরু (মিনিকেট) চালের কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়, যা জানুয়ারিতে ৭০ থেকে ৭৫ টাকা ছিল। মাঝারি (বিআর-২৮, পায়জাম) চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা। ভরা মৌসুমে চালের এমন মূল্য বৃদ্ধির কারণ হিসাবে কেউ সিন্ডিকেটকে দায়ী করছেন, আবার কেউবা বিশ্বে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কথা বলছেন। বিশেষজ্ঞরা উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য চালের দাম বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন। আবার অনেকে বাজার ব্যবস্থাপনা ও তদারকির দুর্বলতার কথা বলছেন। অন্যদিকে আমনের বাম্পার ফলনের পরও চালের দাম না কমার কারণ হিসাবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন বাংলাদেশে এক যুগ ধরে মোটা চালের উৎপাদন কমছে। আর মাঝারি চালের উৎপাদন বাড়ছে। মাঝারি মানের চালের চাহিদা বেড়ে যাওয়া এবং মোটা চালের চাহিদা কমে যাওয়াকে কারণ হিসেবে মনে করছেন তাঁরা। আর বাংলাদেশে খাদ্য পরিস্থিতি নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষজন স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিকর খাবারের পেছনে ব্যয় কমিয়েছে। আর ভাতের জন্য ব্যয় বাড়িয়েছে। চালের দাম বৃদ্ধিতে এর প্রভাবও কিছুটা রয়েছে। তবে প্রকৃত কারণ কি তা এখনও নির্ণয় করে চালের দাম এখনো কমাতে পারছে না সরকার।

আমনের বাম্পার ফলনের পরও বাজারে পাইকারী থেকে খুচরা সব পর্যায়েই চালের দাম এখনও কেজিতে ৪ থেকে ৬ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চালের দাম বাড়িয়েছে মিল মালিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো। রাজধানীর কারওয়ান বাজার, বাবুবাজার, ঠাটারিবাজারসহ সব বাজারের খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের চালের দামই বেড়েছে। কারণ হিসেবে তারা দায়ী করছেন করপোরেট কোম্পানি ও মিল মালিকদের। কারওয়ান বাজারের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, নাজিরশাইল চাল ৭০ টাকা থেকে বেড়ে ৮২ টাকা কেজি হয়েছিল এবং সেটা ২ টাকা কমে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিআর ২৮ চাল কেজিপ্রতি ৪ টাকা বেড়েছিল এখন ১ থেকে ২ টাকা কমে ৫০ থেকে ৫২ টাকায়, মিনিকেটে ৫ টাকা বেড়ে ছিল এখন ২ টাকা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে চাল এনে কারওয়ান বাজারে ব্যবসা করেন মো. নাজিম উদ্দিন। মিলাররা গত নির্বাচনকে ইস্যু করে কেজিতে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, এই দাম বাড়ানোর কোনো কারণ ছিল না। তবে নির্বাচনের পর সরকার এসে অভিযান চালানোর পর দাম কিছুটা কমেছে। এটা অব্যাহত থাকলে দাম আরও কমবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী গতকাল ইনকিলাবকে বলেন, এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন বেশি হয়েছে। ১ কোটি ৭০ লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ১ কোটি ৮০ লাখ টন। এ অবস্থায় চালের দাম বৃদ্ধির কোন কারণ থাকতে পারে না। এটা কোন কারসাজির মাধ্যমেই বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে।

এ মৌসুমে চালের দাম কেন এত বাড়ল তা জানতে চাইলে নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সরদার বলেন, হাটবাজারে ধানের আমদানি কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে ধান কিনতে হচ্ছে। এতে চালের দাম বেড়েছে।

সরকারের দেওয়া তথ্যানুয়ায়ী চাল উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, বাংলাদেশে গত অর্থবছরে প্রায় চার কোটি টন চাল উৎপাদিত হয়েছে। এর মধ্যে বোরোতে ২ কোটি ১০ লাখ টন। এর মধ্যে মোটা চাল প্রায় ৬০ লাখ টন। আর সরু ও মাঝারি চালের পরিমাণ দেড় কোটি টন। ধারাবাহিকভাবে মাঝারি চালের উৎপাদন বাড়ছে। গত এক যুগে দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত ধানের নতুন জাত থেকে বেশির ভাগই মাঝারি মানের চাল আসছে। অন্য দিকে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগের হিসাব অনুসারে বর্তমানে দেশের ১৭ কোটি মানুষের চালের চাহিদা ৩ কোটি ১২ লাখ টন। এখন প্রশ্ন হচ্ছে এই হিসাব মতে দেশে প্রতি বছরই প্রায় ৭০ থেকে ৮০ লাখ টন চাল উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু উদ্বৃত্ততো থাকেই না উল্টো প্রতি বছর লাখ লাখ টন চাল আমদানি করতে হচ্ছে। গত বছরও প্রায় ৯ লাখ টন চাল আমদানি করতে হয়েছে। আমদানি করেও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমনটা কেন হচ্ছে। তাহলে কি হিসাবের মধ্যে কোন সমস্যা রয়েছে? অর্থনীতিবিদরা বলছেন সরকারের বিভিন্ন সংস্থা উৎপাদনের যে তথ্য দিচ্ছেন তা সঠিক নয়। এ তথ্যের সঙ্গে বাস্তবের অনেকটা ফারাক থেকে যাচ্ছে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ইনকিলাবকে বলেন, চালের উৎপাদন এবং চাহিদার হিসাবে যে গরমিল তাতে এসব প্রাপ্ত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে বাংলাদেশে চালের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে আমাদের চাহিদা পূরণে তা সক্ষম। চালের মূল্য নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা এবং যথাযথ তদারকি জরুরি। তিনি বলেন, বর্তমানে ধানের উৎপাদন খরচ অনেক বেড়েছে। কৃষি উপকরণ, সেচ, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি সব বেড়ে যাওয়ায় প্রতি মণ ধানের উৎপাদন খরচ গত বছরের চেয়ে কমপক্ষে দুইশ’ থেকে আড়াইশ’ টাকা বেড়েছে। তাই কৃষকদের ন্যায্যমূল্য দিতে হলে ধানের দাম বাড়াতে হবে। আর ধানের দাম বাড়লে চালের দাম স্বাভাবিকভাবেই বাড়বে। কবে বর্তমানে যেভাবে দাম বাড়ছে সেটা যৌক্তিক বলে মনে হয়না। এ জন্য যথাযথ বাজার তদারকি প্রয়োজন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মহিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

মহিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন একই পাড়ার ৩ নির্বাচিত চেয়ারম্যান

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন একই পাড়ার ৩ নির্বাচিত চেয়ারম্যান

এনরিকেই থাকছেন পিএসজির কোচ

এনরিকেই থাকছেন পিএসজির কোচ

দায় নিজের কাঁধেই নিলেন নয়্যার

দায় নিজের কাঁধেই নিলেন নয়্যার

শার্শায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শার্শায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল চৌধুরী হত্যা : গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষীরা : আদালত

সোহেল চৌধুরী হত্যা : গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষীরা : আদালত

তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত : হাছান মাহমুদ

তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত : হাছান মাহমুদ

বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করেই রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েল

বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করেই রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েল

৭ অক্টোবর থেকে গাজায় প্রায় ১৫ হাজার শিশু নিহত

৭ অক্টোবর থেকে গাজায় প্রায় ১৫ হাজার শিশু নিহত

মানসিক সমস্যায় ভুগছেন মিস ইউএস, ফিরিয়ে দিলেন মুকুট

মানসিক সমস্যায় ভুগছেন মিস ইউএস, ফিরিয়ে দিলেন মুকুট

অবশেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

অবশেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

যুদ্ধবিরতি অর্জনে ইসরায়েলের সঙ্গে আর ‘আপোস করবে না’ হামাস

যুদ্ধবিরতি অর্জনে ইসরায়েলের সঙ্গে আর ‘আপোস করবে না’ হামাস

খুলনা জহুরুল হক হাসপাতালে ৫০ হাজার টাকা জরিমানা

খুলনা জহুরুল হক হাসপাতালে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় গ্যাস লাইট বিস্ফোরণে ঝলসে যাওয়া কিশোরের মৃত্যু

কুষ্টিয়ায় গ্যাস লাইট বিস্ফোরণে ঝলসে যাওয়া কিশোরের মৃত্যু

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্র সচিব

মাগুরায় রানা আমীর ওসমানের বিজয় মিছিলে সাকিব আল হাসান

মাগুরায় রানা আমীর ওসমানের বিজয় মিছিলে সাকিব আল হাসান