ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
সাড়ে ৩শ’ কোটি টাকা ব্যয় খাদ্য উৎপাদন বাড়বে ৬৬ হাজার টন

বরিশালে ১৬ হাজার হেক্টরে সেচ প্রকল্প বাস্তবায়ন করছে বিএডিসি

Daily Inqilab নাছিম উল আলম

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

দেশীয় প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার তহবিলে বিএডিসি বরিশাল কৃষি অঞ্চলের ২৮ উপজেলায় অতিরিক্ত সাড়ে ১৬ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক-এর সভায় প্রকল্পটি অনুমোদন লাভের পর তা মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত। ‘চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি’-আরএডিপি’তে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২৩ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হলেও কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের অভাবে সরেজমিনে বাস্তবায়ন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করে ভূ অপরিস্থিত পানির ব্যবহার বাড়বে।

প্রায় ১২ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল কৃষি অঞ্চলে সেচেযোগ্য জমির অর্ধেকও এখনো সেচের আওতায় আনা সম্ভব হয়নি। বিগত রবি মৌসুমে এ অঞ্চলে প্রায় ২ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সেচাবাদ হলেও তার মধ্যে কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি’র অবদান ছিল মাত্র ২০ হাজার হেক্টরেরও কম। উপরন্তু বিগত রবি মৌসুমে এ অঞ্চলে বিভিন্ন মাপের যে প্রায় সাড়ে ১৮ হাজার সেচ পাম্প মাঠে ব্যবহৃত হয় তার মাত্র সাড়ে ৯শর মতো ছিল বিদ্যুৎচালিত।

সরকার ২০০২-০৩ সাল থেকে কৃষি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুতে ২০% ভর্তুকি প্রদান করলেও অধিক ব্যয়বহুল ডিজেলচালিত পাম্পে কোনো ভর্তুকি নেই। আর বরিশাল অঞ্চলে সেচ কাজে ব্যবহৃত ৯৫ ভাগ সেচ যন্ত্রই ব্যয়বহুল ডিজেলচ ালিত। ফলে এ অঞ্চলে অত্যাধিক সেচ ব্যয়ের কারণে ধানের উৎপাদন ব্যয়ও দেশের যেকোনো স্থানের চেয়ে বেশি। এতে একদিকে রবি মৌসুমে সেচাবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে না, অপরদিকে অধিক ব্যয়বহুল সেচ ব্যয়ের কারণে তাদের ভাগ্যেরও পরিবর্তন হচ্ছে না। অথচ সেচ যন্ত্রের অর্ধেকও বিদ্যুতায়িত করতে পারলে এ অঞ্চলের খাদ্য উদ্বৃত্ত অনায়াসে ২০ লাখ টনে উন্নীত করা সম্ভব বলেও মনে করছেন কৃষিবীদগণ। উপরন্তু এ অঞ্চলে লাগাতর লোকসানে থাকা পল্লী বিদ্যুৎ সমিতিগুলোও আর্থিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে বলেও মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞগণ।

এসব বিবেচনায় বিএডিসি চলতি অর্থবছর থেকে বরিশাল অঞ্চলে সেচ কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় আড়াইশ বিদ্যুৎচালিত সেচযন্ত্র সংগ্রহ ছাড়াও ১ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২০টি সোলার লো-লিফট পাম্প সেট সংগ্রহ করে কৃষকদের সরবরাহ করবে।

প্রকল্পটির আওতায় বিএডিসি ২৫০টি এক ও ২ কিউসেক সেচযন্ত্র সংগ্রহ, ৩২৫ কিলোমিটার ছোট সেচ খাল পুনঃখনন, ৫০টি বড় সেচ খাল পুনঃখনন এবং প্রতি কিলোমিটারে ৪টি করে বিভিন্ন খালের পাড়ে প্রায় দেড় হাজার পানি নির্গমন স্থাপনা নির্মাণ করবে। প্রকল্পটির আওতায় ৪ হাজার ঘন মিটার করে ৩০টি পুকুর পুনঃখননেরও লক্ষ্য রয়েছে। যেসব পুকুর থেকে বিভিন্ন জমিতে সেচ প্রদানও সম্ভব হবে। একইসাথে প্রকল্পটির আওতায় ৩২৪ কিলোমিটার ভূগর্ভস্থ সেচনালা এবং ৪০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ছাড়াও ৩০ কিলোমিটার ভূ-গর্ভস্থ সেচনালা দ্বারা ভূ-উপরিস্থিত সেচনালা প্রতিস্থাপন করা হবে। এছাড়া ২৫০মিটার করে ৪০টি ভূগর্ভস্থ নিষ্কাশন নালা, ৩০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো বা রেগুলেটার নির্মাণ করা হবে এ প্রকল্পটির আওতায়।

বরিশাল অঞ্চলে সেচ কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় ৩শটি ওয়াটার পাস, পাইপ কালভার্ট ও ক্যাটল ক্রসিংও নির্মিত হবে। পাশাপাশি সমাপ্তকৃত প্রকল্পের ১ ও ২ কিউসেক লো লিফট পাম্প-এলএলপি’র ২শটি পাম্প হাউজ নির্মাণসহ ফলের বাগান সমূহে সাড়ে ৭শ’ সেট সোলার ড্রিপ ইরিগেশন সিস্টেম নির্মাণ করা হবে। এমনকি প্রকল্পটির আওতায় পুনঃখননকৃত খালে কৃষি পণ্য ওঠানামার সুবিধার্থে ১৫টি আরসিসি ঘাটলাও নির্মিত হবে এ প্রকল্পের আওতায়। একইসাথে কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি পরিবহণে দেড়শটি অবকাঠামো নির্মিত হবে।

সেচ কার্যক্রম উন্নয়ন প্রকল্পটির আওতায় ১শটি ব্যাচে বিপুল সংখ্যক কৃষককে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। এছাড়া সেচনালা নির্মাণের লক্ষ্যে প্রায় ৩শ’ সেট এক কিউসিক ও ২ কিউসেক ইউপিভিসি পাইপ সেট সংগ্রহ করে স্থাপন করা হবে। একইসাথে ২০টি সৌর বিদ্যুৎ ব্যবহৃত লো লিফট পাম্প সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। পরবর্তিতে সমাপ্তকৃত প্রকল্পটির সোলার এলএলপিগুলোতে বিদ্যুৎ সুবিধাও নিশ্চিত করা হবে বলে জানা গেছে।

২০২৬-এর ডিসেম্বর নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৬,৫০৪ হেক্টর জমিতে বাড়তি সেচ সুবিধা নিশ্চিতের মাধ্যমে ৬৬ হাজার ১৪ টন খাদ্য উৎপন্ন হবে বলে আশা করছে বিএডিসি’র দায়িত্বশীল মহল। একইসাথে ফলের বাগানেও সেচ সুবিধা প্রদানের মাধ্যমে বিভিন্ন ফলের আবাদ ও উৎপাদন বাড়বে বলেও আশাবাদী কৃষিবীদসহ বিএডিসি।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ জানান, আমরা প্রতিটি বিষয়ে সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তাবায়নের চেষ্টা করছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি প্রধান বরিশাল অঞ্চলের কৃষি ক্ষেত্রে অগ্রগতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

চোটে মৌসুম শেষ রদ্রির

চোটে মৌসুম শেষ রদ্রির

পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই

পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই

জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬

জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬

ভারতীয় পেসাররা এখন আকরাম-ইউনিসের সমতুল্য

ভারতীয় পেসাররা এখন আকরাম-ইউনিসের সমতুল্য

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪৯২

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪৯২

নতুন স্পাইমাস্টার নিয়োগ দিলো পাকিস্তান

নতুন স্পাইমাস্টার নিয়োগ দিলো পাকিস্তান

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার

বার্সা চাইলে ফিরতে প্রস্তুত ব্রাভো

বার্সা চাইলে ফিরতে প্রস্তুত ব্রাভো

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২