ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

শেষ সময়ে পাঠকের হাতে হাতে বই

Daily Inqilab রাহাদ উদ্দিন

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম

দেখতে দেখতে শেষ হতে চললো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা- ২০২৪। গতকাল মঙ্গলবার ছিল মেলার ২৭তম দিন। বইপ্রেমীরা আর মাত্র দুইদিন সময় পাবেন বই সংগ্রহ করতে। তাই শেষ সুযোগ লুফে নিতে ভুল করছেন না তারা। গত কয়েকদিনে সাপ্তাহিক কর্মদিবসেও মেলায় ছিল বইপ্রেমীদের ঢল। প্রায় সবারই হাতে হাতে ছিল বই।
কাগজের উচ্চমূল্য, কম্পিউটার, ইন্টারনেট আর পিডিএফের যুগেও বইমেলা ঘিরে লেখক প্রকাশকদের থাকে আলাদা প্রস্তুতি। বছরব্যাপী তাদের অক্লান্ত পরিশ্রমে সৃষ্ট ফসল ফেব্রুয়ারি এলে বইপ্রেমীদের সামনে তুলে ধরেন বইমেলায়। অন্যদিকে আঙুলের ইশারায় যখন শত শত বই সামনে চলে আসে তখনও তা বইপ্রেমীদের করে না বিভ্রান্ত। যেন যুগ যুগ ধরে চলে আসা সেই কাগুজে বইয়েই তাদের স্বাচ্ছন্দ্য।
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত প্রথমা প্রকাশনী থেকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদের লেখা অর্থশাস্ত্র বইটি কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তফা আকিল। অনুভূতি ব্যক্ত করে বলেন, আসলে পছন্দের সব বই কিনতে হলে পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন। কিন্তু সেটা এফোর্ড করা তো আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সম্ভব না। তাই পছন্দের মধ্য থেকেও পছন্দ করতে হচ্ছে।
ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শেষ ও ইংরেজ শাসনের শুরুর দিকের জনপ্রিয় উর্দু ও ফারসি ভাষার কবি মির্জা গালিবের অসম্ভব ভক্ত ঢাবির এই শিক্ষার্থী। তাই মেলায় এসে ঘুরে ঘুরে খোঁজ করছিলেন মির্জা গালিবের। ঘুরতে ঘুরতে শেষপর্যন্ত পেয়ে গেলেন গালিবের স্মৃতিতে লিখিত বই ‹মির্জা গালিবের সাথে দেখা›। বইটি পেয়ে মনে হলো আকিল যেন গালিবকেই পেল।
আকিলের মতো এদিন মেলায় আগত সবারই হাতে হাতে ছিল পছন্দের বই। এর আগে সবে বরাতের দিনেও মেলায় ছিল পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন মেলায় আগতদের অধিকাংশই কিনে নিয়েছেন পছন্দের সব বই। কারণ ইতোমধ্যে পাঠকরা জেনে গেছে মেলায় বেস্ট সেলার কোন বইগুলো রয়েছে। শেষ সময়ে এসে তারাও খুঁজেছেন বেস্ট সেলার।
এদিকে মেলার শেষের দিকে এসেও প্রতিদিন বের হচ্ছে নতুন নতুন বই। সোমবার মেলার ২৬তম দিনে নতুন বই এসেছে ২৪৬টি। ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত বইয়ের জন্য কয়েকটি প্রকাশণাকে গুণিজন সম্মাননা প্রদান করেছ বাংলা একাডেমি।
২০২৩ সালে গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য কথাপ্রকাশকে প্রদান করা হয় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৪। শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত যাত্রাতিহাস: বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত গ্রন্থের জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত কিলো ফ্লাইট প্রকাশের জন্য জার্নিম্যান বুকসকে প্রদান করা হয় মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪।
এছাড়া ২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৪ ও ২০২৪ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে অন্যপ্রকাশ (প্যাভিলিয়ন), নিমফিয়া পাবলিকেশন (২-৪ ইউনিট), বেঙ্গল বুকস (১ ইউনিট)-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে।
আগামী ২৯ ফেব্রুয়ারি ২০২৪ অমর একুশে বইমেলা ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের হাতে পুরস্কারসমূহ হস্তান্তর করা হবে বলে বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে।
গতকাল অমর একুশে বইমেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ৯৫টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: সেলিম আল দীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন লুৎফর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন রশীদ হারুন এবং জাহিদ রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ।
সভাপতির বক্তব্যে নাসিরউদ্দিন ইউসুফ বলেন, সেলিম আল দীন রাজনীতি ও মানুষকে একীভূত করে তাঁর নাট্যভূমি নির্মাণ করেছেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের পক্ষাবলম্বন না করে শিল্পীর নির্মোহ অবস্থান থেকে তিনি নাট্যচর্চা করেছেন।
বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের উপর সন্ত্রাসী হামলার বার্ষিকীতে গতকাল বিকেল ৫টায় হুমায়ুন আজাদ দিবস পালন উপলক্ষ্যে লেখক-পাঠক ফোরামের উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার তথ্যকেন্দ্রের সামনে এক স্মরণসভার আয়োজন করা হয়। বিশিষ্ট প্রকাশক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তৃতা প্রদান করেন কবি মোহন রায়হান, কবি আসলাম সানী, প্রকাশক মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, হুমায়ুন আজাদের হত্যাচেষ্টার বিচার অবিলম্বে বাস্তবায়ন এবং তাঁর আদর্শে মৌলবাদ-জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতামুক্ত সমাজ-রাষ্ট্র গঠনের মাধ্যমেই তাঁকে যথাযোগ্যভাবে স্মরণ করা হবে।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক মানজুর মুহাম্মদ, কবি রণক মুহম্মদ রফিক এবং গবেষক অমল গাইন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার