ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

বইমেলার সময় বাড়লো ২দিন খুশি লেখক-প্রকাশক

Daily Inqilab রাহাদ উদ্দিন

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

অমর একুশে বইমেলার সময় ২দিন বাড়ানো হয়েছে। এতে ফেব্রুয়ারির মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। এতে খুশি লেখক-প্রকাশকরা। প্রকৃত বইপ্রেমীরাও বই সংগ্রহের জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন। গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাত দিয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। তাই বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত বইমেলার সময় বৃদ্ধি করা হয়েছে।

প্রকাশকদের আবেদন অনুযায়ী তা অনুমোদন দেওয়ায় খুশি প্রকাশকরা। শোভা প্রকাশের প্রকাশক আশিকুর রহমান ইনকিলাবকে বলেন, এবছর অন্যান্য বছরের তুলনায় মেলায় দর্শনার্থীদের ভিড় বেশি। কারণ মেট্রোরেলের কারণে যাতায়াত ব্যবস্থা অনেক সজহ হয়ে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ছিল ইউটিউবার, টিকটকারদের উৎপাত। তাই তাদের ভিড়ে প্রকৃত পাঠকরাই সুবিধামতো বই কিনতে পারেনি।

তিনি বলেন, এসব টিকটকারকে ঘিরে তাদের ভক্তরা স্টলগুলোর সামনে হট্টগোল করেছে, তাতে প্রকৃত বইপ্রেমীরা দূরেই রয়ে গেছে। তাই এসব বিষয় মাথায় রেখে আমরা আবেদন করেছিলাম যাতে মেলার সময় আরো দুইদিন বাড়ানো হয়। এছাড়া পরবর্তী দুইদিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় এ দুইদিনে প্রকৃত পাঠকরা বই সংগ্রহের শেষ সুযোগটা পাবে। অতিরিক্ত দুইদিন সময় বাড়ানোর ব্যাপারে পাঠকদের অবহিত করার ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন এই প্রকাশক।

আহমেদ পাবলিশার্সের প্রকাশক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথম দিন মেলা শুরু হলে তা পরিপূর্ণভাবে শুরু হতে দুই দিন সময় লেগেছিল। এছাড়া প্রথম কয়েকদিন মন্দা আবহাওয়ার কারণে পাঠক তেমন একটা আসেনি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আবেদন করেছিলাম সময় বাড়ানোর। মাননীয় প্রধানমন্ত্রী সুপারিশে বাংলা একাডেমি তা মেনে নিয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো সংবাদ যে আমরা আরো দুইদিন সময় পাবো বই বিক্রির।

বিগত ইতিহাসেও মেলার সময় বাড়ানোর উদাহরণ টেনে এই প্রকাশক বলেন, মেলার শেষের দিকে এসে হুটহাট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কোন ভালো ফলাফল বয়ে আনে না। কারণ হুটহাট সিদ্ধান্তের কারণে পাঠক অনেক সময় জানতেই পারে না যে মেলার সময় আরো বাড়ানো হয়েছে। বিগত দিনে আমরা আশানুরূপ ফলাফল পাই নাই। তিনি বলেন, মেলার মাঝামাঝি সময়ে আমরা আবেদন করলেও সিদ্ধান্ত এসেছে অনেক পরে। যাতে আশানুরূপ সাড়া পাই কিনা সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান।

অন্যদিকে মেলার সময় বৃদ্ধিতে মন খারাপ অনেকের। অ্যাডর্ণ প্রকাশনীর বিক্রয়কর্মী তাওফিক বলেন, আমাদের ধারণা ছিল ২৯ ফেব্রুয়ারিই মেলা শেষ হবে। সে অনুযায়ী আমরা পরবর্তী দিনের পরিকল্পনা করেছিলাম। ১ মার্চ আমার বিভাগের ট্যুর রয়েছে। আমার সেখানে যাওয়ার কথা। কিন্তু মেলার সময় বৃদ্ধি পাওয়ায় এখন দোটানায় পড়ে গেছি।

মেলার সংবাদ সংগ্রহকারী সংবাদকর্মীদেরও এতে মন খারাপ। ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্টের রিপোর্টার এসমে আজম বলেন, লেখক প্রকাশকরা খুশি হলেও সময় বাড়ানোটা আমাদের জন্য বেদনার। কারণ পড়াশোনার পাশাপাশি পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে আমরা মেলার সংবাদ করতে হচ্ছে। যা এখন আরো দুইদিন বাড়লো। এছাড়া মেলার সংবাদ কাভারের জন্য আমাদের খুব সামান্যই মূল্য দেওয়া হয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি বইমেলার সময় আরও দুদিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। সমিতির সহ সভাপতি শ্যামল পালের পাঠানো ওই চিঠিতে তিনি বলেন, অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলাপ্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেনি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এখানে ১, ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলায় সময় বৃদ্ধির অনুরোধ করছি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার