আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনে স্বাধীন দেশের নাগরিকও এখন পরাধীন -মির্জা ফখরুল
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
আওয়ামী অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে স্বাধীন দেশের নাগরিক হয়েও এখন পরাধীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে গতকাল সচিবালয় অভিমূখে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে দুই দফা পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে লাঠিচার্জের ঘটনা উল্লেখ করে বলা হয়, এ সময় পুলিশের লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুন্ন করে জনগণসহ বিরোধী দলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমন-পীড়ণ চালাচ্ছে। আর সেটিরই আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো-আজ গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশী নেতাকর্মীকে আহত করা ও একজন নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেফতারের মধ্য দিয়ে। এ দেশে নাগরিকদের জান-মালের নিরাপত্তা এখন আরও বেশী চরম হুমকির মুখে। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আওয়ামী অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে এখন পরাধীন। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনগণের শক্তির কাছে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে পুলিশের ন্যাক্কারজনক হামলায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি সহ আহত নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনা করেন এবং গ্রেফতারকৃত নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার একদলীয় শাসনব্যবস্থা বাকশাল-২ কায়েম করার জন্য বিরোধী দলের কর্মসূচিতে প্রতিনিয়ত বাঁধা প্রদান ও হামলা করাচ্ছে। এই অবৈধ সরকারের কোন জনসমর্থন নেই। প্রতিবেশি কথিত বন্ধু রাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপ ও সহযোগিতায় ডামি ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতার নবায়ন করেছে। এই ডামি সরকার ক্ষমতা হারানোর ভয়ে জনগণের আন্দোলন দেখলেই পুলিশ দিয়ে হামলা চালায়। জনরায়হীন একটি ডামি সরকার জনগণের অধিকার নিয়ে যারাই রাজপথে সোচ্চার থাকেন তাদের ভয়ে আতঙ্কিত হয়ে অনুগত পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে হামলা চালাচ্ছে।
নেতৃবৃন্দ পুলিশের হামলায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণতন্ত্র মঞ্চের অসংখ্য নেতাকর্মী আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের আশু সুস্থতা কামনা করেন। তারা সকল বিরোধীদলকে এই ডামি সরকারের হামলা মামলা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন- জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শান্তিপুর্ণ এই কর্মসূচিতে হামলার ঘটনায় তিীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভে কোন উসকানি ছাড়া এই পুলিশী নিপীড়ন সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রমাণ। তিনি হামলাকারি পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সংগঠক আইয়ুব আলী, কবি জামাল সিকদার, মহানগর নেতা নান্টু দাস, হাফিজুর রহমান রুবেল, শৈশব আহমেদ হৃদয়, মোঃ স্বাধীন মিয়া, ইমাম হোসেন, আহসান বিল্লাল, ইসমাইল হোসেন আহত হয়েছেন। দলটির নেতৃবৃন্দ সরকারি দমন নিপীড়ন মোকাবেলা করে দেশ ও জনগণকে রক্ষার আন্দোলন এগিয়ে নেওয়ার আহবান জানান।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা
স্কুলে মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, নেটিজেনদের উচ্ছ্বাস
মহেশপুর সীমন্ত থেকে নারী ও শিশুসহ ৩৬ জন আটক
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা
বিশ্ববাজারে নতুন প্রযুক্তির গাড়ি উদ্ভাবনে ভক্সওয়াগন ও রিভিয়ানের চুক্তি
মণিপুরের জ্বলছে, নারী ও শিশুসহ নিখোঁজ ৬
গাজীপুরে আবারও ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ড.মুহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলনে আজ দুপুরে ভাষণ দেবেন
আগামী ১৪ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড'
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রোজি কবিরের ইন্তেকাল
ঢাকা মহানগরীর ৫ থানায় নতুন ওসি
টেকনাফের হ্নীলা থেকে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা, ১টি এলজি ও ১ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবক আটক
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে নেটিজেনদের সমর্থন
জলবায়ু সম্মেলনে সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর প্রস্তাব বিজ্ঞানীদের
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছে