ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

ফের ফুটপাত দখলের চেষ্টা ঠেকিয়ে দিল চসিক

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৪ মার্চ ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১২:০০ এএম

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে আবারো উচ্ছেদ অভিযান করেছে সিটি করপোরেশন। সংশ্লিষ্টরা জানান, ফুটপাত ও সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের মধ্যে কেউ কেউ আবারো কাঠের স্থাপনা বসিয়ে দখলের চেষ্টা করছিলেন। এছাড়া সংলগ্ন দোকানিরাও অবৈধভাবে তাদের মালামাল ফুটপাতে রাখতে শুরু করেছিলেন। এ অবস্থায় আবারো উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুর ২টা থেকে প্রায় দু’ঘণ্টা ধরে নিউমার্কেট মোড়ের আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। নগরীর রাইফেল ক্লাব, আমতল, রিয়াজউদ্দিন বাজার ও তামাকমুণ্ডি লেইন হয়ে নিউমার্কেট মোড়, এর সেখান থেকে স্টেশন রোড, ফলমণ্ডি এবং এর বিপরীতে জিপিও, দোস্ত বিল্ডিংয়ের প্রবেশপথ এলাকায় অভিযান চালানো হয়। এসময় বেশকিছু কাঠের চৌকিসহ অস্থায়ী স্থাপনা জব্দ করা হয়। পাশাপাশি দোকানের মালামাল রেখে ফুটপাত দখলের চেষ্টার দায়ে পাঁচটি দোকান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, আমরা এর আগে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করেছিলাম। কিন্তু উচ্ছেদ করা অনেকে আবার বিভিন্ন মালামাল নিয়ে ফুটপাতে বসে যাবার চেষ্টা করছিলেন। অনেকে ফুটপাতে তাদের দোকান অস্থায়ীভাবে সম্প্রসারণ করে মালামাল রাখতে শুরু করেন। এজন্য আমাদের আবার অভিযান চালাতে হয়েছে। অস্থায়ী স্থাপনাগুলো জব্দ করা হয়েছে। ৫টি দোকানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করেছি।

সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের লক্ষ্য হচ্ছে, ফুটপাত-সড়ক আমরা দখল হতে দেব না। পুরো শহরের সব ফুটপাত-সড়ক আমাদের কার্যক্রমের আওতায় আসব। আমরা বারবার বলছি যে, ফুটপাত-সড়ক দখল করা যাবে না। অভিযান শুরুর আগে মাইকিং করে তাদের সরে যেতে বলেছি। কিন্তু এরপরও যারা সরে যায়নি, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হয়েছে। ফুটপাতে কোনো ধরনের স্থাপনা তৈরির কোনো সুযোগ নেই।

চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, প্রথমবার উচ্ছেদের সময়ই আমরা নিয়মিত মনিটরিংয়ের কথা বলেছিলাম। মনিটরিংয়ের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। এখানে কেউ কেউ চেয়ার-টেবিল বসিয়ে আবার দখলে নেয়ার চেষ্টা করছিল। কিছু কিছু অংশ আবার দখল হয়ে গিয়েছিল। দোকান সম্প্রসারণের চেষ্টায় ছিলেন কেউ কেউ। সেগুলো আমরা উচ্ছেদ করেছি। আমাদের বার্তাটা হচ্ছে, ফুটপাত দিয়ে জনগণ হাঁটবে আর রাস্তা দিয়ে গাড়ি চলবে। ফুটপাতে-রাস্তায় ব্যবসা হবে না, ব্যবসা হবে ব্যবসা প্রতিষ্ঠানে।

উচ্ছেদ হওয়া দশ হাজার হকারের জন্য ‘হলিডে মার্কেট’ চালুর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, মেয়র ইতোমধ্যে দু’তিনজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। রেলওয়ের জিএম এর সাথে কথা বলেছেন। শহরের বিভিন্নপ্রান্তে আমরা মাঠ চাচ্ছি। মাঠ যদি পাই, আমরা হলিডে মার্কেট চালু করে দেব। সপ্তাহে নির্দিষ্ট দিনে সেই মাঠে হকাররা বসে বেচাকেনা করবেন। তাদের জন্য বিদ্যুৎসহ আনুষাঙ্গিক যা যা প্রয়োজন, সব সিটি করপোরেশন দেবে। তবুও ফুটপাত-সড়ক দখল করা যাবে না।’

গত ৮ ফেব্রুয়ারি নগরীর নিউমার্কেট মোড় থেকে নতুন রেলস্টেশন, রেয়াজউদ্দিন বাজার, পুরাতন রেলস্টেশন, ফলমণ্ডি, তামাকমুণ্ডি লেইন ও আমতলসহ প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে হাজারেরও বেশি হকার উচ্ছেদ করে সিটি করপোরেশন। এসব এলাকার ফুটপাত থেকে সড়কের একাংশ দখলে নিয়ে এসব হকার পোশাক, মোবাইল, জুতা, তৈরি খাবারসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিল। ফুটপাত ও সড়কে বিভিন্ন অস্থায়ী স্থাপনা নির্মাণের কারণে এসব এলাকায় নিয়মিত যানজট লেগে থাকতো।

উচ্ছেদ অভিযানের সময় হকাররা বিক্ষোভ করেছিলেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নিয়ে হকাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরদিন হকারদের কেউ কেউ আবারো বসতে চাইলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তাদের সরিয়ে দেন। এরপরও হকাররা সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ দখলে নিতে শুরু করলে ১২ ফেব্রুয়ারি ফের অভিযান চালায় সিটি করপোরেশন। এসময় হকারদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় সিটি করপোরেশনের যানবাহন। পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় হকারদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে। এ অবস্থায় উচ্ছেদ হওয়া হকারদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের দাবি তোলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। হকাররাও ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।

বুধবার হাজারখানেক শ্রমিক মিছিল নিয়ে মেয়রের কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলেও মেয়র তাদের দেখা দেননি। স্মারকলিপিতে হকাররা রমজানে তাদের ফুটপাতে ব্যবসা করতে দেওয়ার দাবি জানান। তবে গত ২৯ ফেব্রুয়ারি চসিকের নির্বাচিত কমিটির সাধারণ সভায় সড়ক-ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের আর বসতে না দেওয়ার বিষয়ে অনড় থাকার কথা ঘোষণা করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। কোনো চাপে নত না হয়ে আরো উচ্ছেদ অভিযান পরিচালনারও ঘোষণা দেন তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

নিরাপদ খাদ্য পেতে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: ফরিদা আখতারৎে

নিরাপদ খাদ্য পেতে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: ফরিদা আখতারৎে

কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল।

কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল।

রওশন, জিএম কাদের ও মজিবুল হককে গ্রেপ্তারের দাবি এলডিপি মহাসচিবের

রওশন, জিএম কাদের ও মজিবুল হককে গ্রেপ্তারের দাবি এলডিপি মহাসচিবের

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সাবেক শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভানু লাল রায় কারাগারে

সাবেক শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভানু লাল রায় কারাগারে

ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, উপহার নয় : রিজওয়ানা হাসান

ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, উপহার নয় : রিজওয়ানা হাসান

কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি বর্তমান সরকার: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি বর্তমান সরকার: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

মাগুরায় মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলনে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মাগুরায় মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলনে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সাকিবের চোট নিয়ে যা বললেন হান্নান

সাকিবের চোট নিয়ে যা বললেন হান্নান

গুমের ঘটনায় শেখ হাসিনা-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

গুমের ঘটনায় শেখ হাসিনা-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ভোলার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। ভোগান্তিতে গ্রাহকরা।

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ভোলার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। ভোগান্তিতে গ্রাহকরা।

ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য বাসে ‌‌‘হাফ ভাড়া’

ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য বাসে ‌‌‘হাফ ভাড়া’

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ভাই কারাগারে

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ভাই কারাগারে

শিবগঞ্জে যুব-স্বেচ্ছাসেবকদলের ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার ১

শিবগঞ্জে যুব-স্বেচ্ছাসেবকদলের ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার ১

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ