ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পিরোজপুরে

ঢাকাসহ আট জেলায় সড়কে নিহত ২০

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৯ মার্চ ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১২:০০ এএম

দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারান তারা। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পিরোজপুরে। সেখানে বাসচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ঢাকায় পৃথক দুর্ঘটনায় চার, ফরিদপুরে তিন, জয়পুরহাটে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও ও সিলেট, সুনামগঞ্জে একজন করে মারা গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
পিরোজপুর জেলা ও ইন্দুরকানী সংবাদদাতা জানান, পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন। গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভান্ডারিয়ার মাদার্শির স্বপন হাওলদার, উত্তর শংকরপাশার নাইম শেখ, ইন্দুরকানীর গদার হাওলার হেমায়েত হাওলাদার, শংকরপাশার খায়রুল শেখ, বাদুরার জেসমিন আক্তার, উত্তর শংকারপাশার মানসুরা বেগম ও দক্ষিণ নামাজপুরের আলমগীর মীর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য মতে, পিরোজপুর থেকে ছেড়ে আসা বাসটি শংকরপাশা ইউনিয়নের ঝাউতলা এলাকায় একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ইজিবাইকটি যাত্রী নামাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার ব্রিগেডের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিহতদের শনাক্ত করার পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় ইনান পরিবহনের একটি বাস মহাসড়কে উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গার চুমুরদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম ওরফে সুরুজ। সে পাবনার সাথিয়ার পুন্ডুরিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজনের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। রওশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌঁছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান এ তথ্য জানান।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাথায় গাছ পড়ে ইসমাইল হোসেন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগন্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের বজির উদ্দিনের ছেলে। জানা গেছে, সড়কের পাশে একটি গাছ কাটার সময় ইসমাইল হোসেন মোটরসাইকেল নিয়ে ওই স্থান অতিক্রম করছিলেন। এসময় গাছটি ভেঙে মোটরসাইকেলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার যাত্রাবাড়ী, উত্তরখান ও কামরাঙ্গীরচরে এসব দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে বাসের চাপায় মারা যান মতিউর রহমান নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। এক ঘণ্টার পর যাত্রাবাড়ী চৌরাস্তায় দুই বাসের মাঝে চাপা পড়ে মারা যান ইমরান নামে একজন। সকালে উত্তরখানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান আলী হোসেন নামে একজন। এছাড়া কামরাঙ্গীরচর পূর্ব রসূলবাগ বাসার সামনের গলিতে খেলা করার সময় অটোরিকশার ধাক্কায় না ফেরার দেশে পাড়ি জমায় ইয়াসিন নামে সাত বছর বয়সী এক শিশু। লাশ চারটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাক জব্দ করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জের রাঙ্গামাটি গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী ফাহিমা খাতুন এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রোকন। আর আহত মাইক্রোবাসের চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রোহান ও নিশাদ। সবাই একই গ্রামের বাসিন্দা। নিহত ফাহিমার স্বামী রাতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি বলেন, মাইক্রোবাসের চালক রশিদের এক আত্মীয় বাড়ি জয়পুরহাটের খঞ্জনপুরে। গত রাতে তাদের সাথে আমার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে সেখানে দাওয়াত খেতে গিয়েছিল। আসার পথে এ দুঘর্টনা ঘটে। আমার ছেলে-মেয়েও গুরুত্বর আহত। তারা এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : জেলার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শাহার মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আখাউড়া থানার ওসি মো. নূরে আলম জানান, নিহত শাহার মোল্লা শান্তিনগরের গেদু মোল্লার ছেলে ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আখাউড়াগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট : সিলেট তামাবিল মহাসড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার দুপুর একটার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। আহত হন অনেকেই। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম এ তথ্য জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী