ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
সরকারের জমি বন্ধক দিয়ে টাকা নিচ্ছে বিক্রিও করেছে প্রতারকচক্র

কালীগঞ্জে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাত : প্রশাসন নিষ্ক্রিয়

Daily Inqilab কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম

গাজীপুরের কালীগঞ্জে অভিনব কায়দায় কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে একটি ভূমিদস্যু চক্র। উপজেলা প্রশাসনের নাকের ডগায় এ ঘটনা ঘটলেও প্রশাসন রয়েছে নিরব।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন বালীগাঁও গ্রামের বাসিন্দা শরৎ চন্দ্র আচার্য তিন পুত্র সমরেন্দ্র আচার্য, সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্যকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। পরে বালীগাঁও মৌজার সিএস ৩৫৪নং খতিয়ানের ৭৭৪, ৭৭৬নং দাগে ১.৩৫ একর, সিএস ২১৭নং খতিয়ানে ১.১১ একর, সিএস ২১৬নং খতিয়ানের ৮০৬নং দাগে ০.১১ একর ও সিএস ১১৪নং খতিয়ানে ৮০৫ ও ৭৭৭নং দাগে ০.৮৪ একর সম্পত্তি শরৎ চন্দ্রের তিনপুত্র ভাগবাটোয়ারা করে নেন। পরবর্তীতে সমরেন্দ্র আচার্য, সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্যের নামে এসএ ২৩৮নং খতিয়ানের ৮৬৪, ৮৬৫ ও ৮০৬নং দাগে ১.২২ একর ও এসএ ১৬৮নং খতিয়ানের ৭৭৭ এবং ৮০৫নং দাগে ০.৮৪ একর সম্পত্তি রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে তিন পুত্রের মধ্যে সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্য ১৯৬৫ সালে স্বপরিবারে ভারতে চলে যান। সেখানে তারা নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা কেউ আর বাংলাদেশে ফিরে আসেননি। স্বাধীন দেশে সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্যের রেখে যাওয়া সম্পত্তি আরএস রেকর্ডের ৬৮০, ১৪৬ ও ৬৬৪নং খতিয়ানে ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে প্রদর্শিত হয় এবং হাল সাং ভারত উল্লেখ করা হয়। তাদের অপর ভাই সমরেন্দ্র আচার্য ২০১৩ সালে উক্ত ‘অর্পিত সম্পত্তি’ দখল নিতে গেলে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করে। উক্ত এজাহারে উল্লেখ করা হয়, অর্পিত সম্পত্তিতে এক সময় সরকারের হেলিপ্যাড ছিল এবং তা দখল নিতে না পেরে সমরেন্দ্র আচার্য উক্ত সম্পত্তির উত্তরাধিকার সূত্রে মালিক বলে দাবি করেন।
সমরেন্দ্র আচার্যের দাবি অনুযায়ী তার অপর দুই ভাই সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্য বাংলাদেশেই বসবাস করতো এবং নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। হিন্দু আইন অনুযায়ী নিঃসন্তান কোনো ভাই মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তির মালিক হন জীবিত অপর কোনো ভাই। এই সূত্র ধরে সমরেন্দ্র আচার্য উক্ত সম্পত্তির মালিকানা দাবি করেন।

সমরেন্দ্র আচার্যের দাবির সমর্থনে কোনো কাগজপত্র তথা মৃত্যু সনদপত্র ও সংশ্লিষ্ট ওয়ারিশ সনদপত্র উপস্থাপন না করা সত্ত্বেও এডিসি গাজীপুরের নিকট হতে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত উক্ত সম্পত্তি সমরেন্দ্র আচার্যের নামে নামজারির আদেশ অর্জন করেন এবং উক্ত সম্পত্তি তার নামে মিউটেশন করা হয়।

অনুসন্ধানে আরো জানা যায়, শরৎচন্দ্র আচার্যের দুই পুত্র সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্য বিগত ১৯৬৫ সালে ভারতে চলে যাওয়ার পর সেখানেই বসবাস এবং মৃত্যুবরণ করেন। এছাড়াও সুরেন্দ্র আচার্য ৩ ছেলে ১ মেয়ে ও সচীন্দ্র আচার্য ৩ ছেলে ১ মেয়ে রেখে যান। সুরেন্দ্র আচার্য ও সচীন্দ্র আচার্যের ছেলে- মেয়েদের ওয়ারিশরা আর বাংলাদেশে ফিরে আসেনি, সেখানেই বসবাস করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদ সংবাদদাতাকে বলেন, সুরেন্দ্র আচার্যের বড় ছেলে ভুলু আচার্য, শচীন্দ্র আচার্যের বড় ছেলে বিজয় আচার্য, সমরেন্দ্র আচার্যের বড় ছেলে স্বর্ণকমল আচার্য আমার বাল্যবন্ধু ছিল এবং একসাথে কালীগঞ্জ পাইলট স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। ১৯৬৫ সালে তারা ভারতে চলে যায় এবং আর কখনো ফিরে আসেনি। আমি চেয়ারম্যান থাকাবস্থায় উক্ত জমিতে দুর্যোগ ও আপতকালীন সময়ের জন্য সরকারি খরচে হেলিপ্যাড নির্মাণ করা হয়।

স্বর্ণকমল আচার্যের প্রতিবেশী ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান বলেন, সুরেন্দ্র আচার্র্য, শচীন্দ্র আচার্য ও সমরেন্দ্র আচার্য স্বপরিবারে ১৯৬৫ সালে তারা ভারতে চলে যায়। তার পর থেকে তারা আর বাংলাদেশে ফিরে আসেনি। পরবর্তীতে সরকার তাদের জমি অর্পিত জমি হিসেবে দুর্যোগ ও আপতকালীন সময়ের জন্য সরকারি খরচে হেলিপ্যাড নির্মাণ করে। স্বর্ণকমল আচার্য ও তার ভাইয়েরা মামলাবাজ। তারা মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছে। স্বর্ণকমল গং দীর্ঘ ৫২ বছর যাবৎ হেলিপ্যাডসহ এ অর্পিত সম্পত্তি দখলের জন্য যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

কালীগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কমিশনার শামীমা মুক্তা খুশি খানম বলেন, এ ভূমিখেকো চক্রের হোতা স্বর্ণকমল আচার্য বিভিন্ন জাল দলিলপত্র সৃষ্টির মাধ্যমে সরকারি হেলিপ্যাড ও সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছে। এসব সরকারি জমি তারা অন্য মানুষের কাছে বন্ধক দিয়ে টাকা নিচ্ছে। এমনকি অনেক জমি বিক্রিও করেছে। সাধারণ মানুষ ও সরকারের সাথে প্রতারণার জন্য এ তার কঠিন শাস্তি হওয়া উচিত।

কালীগঞ্জ মসলিন কটন মিলস্-এর সাবেক লেবার অফিসার ফজলুর রহমান দেওয়ান বলেন, সমরেন্দ্র আচার্যের বড় ছেলে স্বর্ণকমল আচার্য, সুরেন্দ্র আচার্যের বড় ছেলে ভুলু আচার্য ও শচীন্দ্র আচার্যের বড় ছেলে বিজয় আচার্য আমার সহপাঠী বন্ধু ছিল। ছাত্রাবস্থায় তাদের বালীগাঁওয়ের বাড়ীতে আমি বেড়াতে যেতাম। ১৯৬৫ সালে তারা ভারতে চলে যায় এবং অদ্যবধি তারা এ দেশে ফিরে আসেনি।

কালীগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ বাদল মিয়া বলেন, স্বর্ণকমল আচার্য ও তার ভাইয়েরা মামলাবাজ হিসেবে এলাকায় পরিচিত। তারা মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। স্বর্ণকমল গং দীর্ঘ ৫২ বছর যাবৎ চাচাদের রেখে যাওয়া অর্পিত সম্পত্তি দখলের জন্য অভিনব কায়দায় পাঁয়তারা করছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে