ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ওয়াসার পানিতে লবণ বিদ্যুৎ গ্যাস সঙ্কটের আশঙ্কা

চট্টগ্রামে রোজার আগেই পানির হাহাকার

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম

আজ সোমবার চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। সারা দেশের মতো বৃহত্তর চট্টগ্রামেও ঘরে ঘরে চলছে সিয়াম সাধনার প্রস্তুতি। এদিকে রোজার আগেই পানির জন্য হাহাকার চলছে বন্দরনগরীতে। চট্টগ্রাম ওয়াসার পানি উৎসে লবণ পানি উঠে আসায় ওয়াসার পানি পরিশোধন কমে গেছে। তাতে নগরজুড়ে পানি সঙ্কট দেখা দিয়েছে। আবার রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় বৃহত্তর চট্টগ্রামে বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটেরও আশঙ্কা করা হচ্ছে। তবে সেবা সংস্থাগুলোর তরফে বলা হচ্ছে রোজাদারদের দুর্ভোগ লাঘবে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

গত কয়েক বছরের মতো এবারও চট্টগ্রাম ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ ছড়িয়ে পড়েছে। তাতে নগরবাসীর দুর্ভোগের শেষ নেই। লবণের কারণে ওয়াসার পানি পরিশোধন কমে গেছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় পানির সঙ্কট দেখা দিয়েছে। অনেক এলাকায় সারা দিনই পানি মিলছে না। উঁচু এবং অপেক্ষাকৃত দূরবর্তি এলাকায় পানির সঙ্কট আরো প্রকট হয়েছে। ওয়াসার পানির প্রধান উৎস হালদা ও কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে পানির উচ্চতা কমে যাওয়ায় জোয়ারের সময় ওয়াসার পানির উৎসে লবণ পানি প্রবেশ করছে।

এই কারণে ভাটার সময় নদী থেকে পানি নিতে গেলে শেওলা আসছে আর জোয়ারের সময় পানি নিলে পানিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। তাতে ওয়াসার পানি পরিশোধন দৈনিক পাঁচ কোটি লিটারের বেশি কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে নগরীতে রেশনিং করে পানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে গভীর নলকূপ চালু রেখে পানি সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

ওয়াসার কর্মকর্তারা জানান, মদুনাঘাটে শেখ রাসেল ও মোহরা পানি শোধনাগারের জন্য হালদা নদী থেকে পানি তোলা হয়। আর রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী শেখ হাসিনা পানি শোধনাগার ১ ও ২-এর জন্য কর্ণফুলী নদী থেকে পানি সংগ্রহ করা হয়। কিন্তু দুটি নদীতে পানির লেভেল কমে গেছে। কাপ্তাই লেকে স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ পানি থাকে ১০৯ ফুট। কিন্তু বর্তমানে পানির স্তর কমে ৮৩ ফুটের নিচে নেমে এসেছে। কাপ্তাই লেক থেকে পানি না ছাড়ার কারণে পানির চাপ না থাকায় জোয়ারের সময় নদীর উজানে লবণ পানি প্রবেশ করছে। তাতে কর্ণফুলী ও হালাদা উভয় নদীতে লবণাক্ততা বেড়ে গেছে।

ভারি বৃষ্টিপাত হয়ে লেকের পানির উচ্চতা বৃদ্ধি না পেলে লবণ পানির আগ্রাসন আরো তীব্র হবে। আর তখন নগরীতে পানি সঙ্কট আরো প্রকট হতে পারে। রমজান মাসে পানির চাহিদা অনেক বেড়ে যায়। এ অবস্থায় ওয়াসার উৎপাদন ও পরিশোধন কমে যাওয়ায় পানি সঙ্কট তীব্রতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কাপ্তাই লেকে পানির উচ্চতা অস্বাভাবিক কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ মহাপ্রকল্পের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিই বন্ধ রাখতে হচ্ছে। এরফলে ২৩০ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্র থেকে নাম মাত্র বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। পিডিবির কর্মকর্তারা বলছেন, বাঁশখালীর গন্ডামারা ও মহেষখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হওয়ায় এই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

তবে গ্যাস ও জ্বালানি স্বল্পতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। তাতে চট্টগ্রামসহ দেশের প্রায় সব এলাকায় বিদ্যুতের সঙ্কট চলছে। পিডিবির সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের ২৭টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ চার হাজার ৩৪৪ মেগাওয়াট। তবে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে দিনের বেলায় ১৭৩২ এবং সন্ধ্যায় পিক আওয়ারে ১৮৬০ মেগাওয়াট।

এর বিরাট একটি অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে হচ্ছে। ফলে চট্টগ্রাম অঞ্চলে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও লোডশেডিং দিতে হচ্ছে। ওয়াসা বলছে, বিদ্যুতের সঙ্কট ওয়াসার পানি উৎপাদন, পরিশোধন ও সরবরাহকে বিঘ্নিত করছে। গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। আবার রমজানে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। চাহিদার বিপরীতে উৎপাদন না বাড়লে বিদ্যুতের সঙ্কটও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস সরবরাহেও কোনো সুসংবাদ নেই কর্ণফুলী গ্যাসের কর্মকর্তাদের কাছে। চট্টগ্রাম অঞ্চল এখন পুরোপুুরিই এলএনজি নির্ভর। দেশে অব্যাহত ডলার সঙ্কটের কারণে এলএনজি আমদানি কমে গেছে। চট্টগ্রামে চাহিদার অধেক গ্যাসও সরবরাহ মিলছে না। গ্যাসের অভাবে শিল্প কারখানায় উৎপাদনে ধস নেমে আসে। আবাসিক গ্রাহক ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের তীব্র সঙ্কট চলছে। পবিত্র রমজান মাসে আবাসিক খাতে গ্যাসের সঙ্কট আরো বাড়তে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

হাসিনার আমলে মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে সমালোচনা

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল, কী আছে এতে

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বিতর্ক, যা বলছেন নেটিজেনরা

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

নতুন সরকারের ঘোষণা ফ্রান্সে

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত তাদেরকে রাষ্ট্রীয় উপাধি দিতে হবে : নূরুল ইসলাম বুলবুল

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

নৌখাতে দুর্নীতি –অনিয়মে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

সিরাজগঞ্জ শিল্পপার্ক খেয়ে ধরলেন মুন্সিগঞ্জ বিসিক, অতিরিক্ত দায়িত্বে লিটনের আত্মীয় বায়েজিদ

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার, একদিনের রিমান্ড মঞ্জুর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে