ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ নিপীড়ন বিরোধী মঞ্চের

জাবির ধর্ষণকাণ্ডে জড়িত ছয় জনের স্থায়ী শাস্তি

Daily Inqilab জাবি সংবাদদাতা

১২ মার্চ ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ ছয় জনের শাস্তি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে আগামী ১৭ এপ্রিলের মধ্যে হলগুলোতে অবস্থান করা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ধর্ষণের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে করা সকল দাবি আদায় না হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ শুরু করেছে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ এর আন্দোলনকারীরা।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের শাস্তি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে, ধর্ষণের ঘটনায় ৪৫ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোস্তাফিজুর রহমান এবং একই বিভাগের ৪৬ ব্যাচের মুরাদ হোসেনের সনদ বাতিল করা হয়েছে। অপরদিকে ৪৬ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর, ৪৪ ব্যাচের শিক্ষার্থী শাহ পরান ও ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান এবং ৪৭ ব্যাচের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান সাগরকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়া সভায় আগামী ১৭ এপ্রিলের মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অছাত্ররা হল ত্যাগ না করলে অ্যাকাডেমিক সনদ স্থায়ীভাবে বাতিল ও তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় দুইজনের সনদ স্থায়ীভাবে বাতিল ও চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া বহিরাগত অভিযুক্ত মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বহাল থাকবে।’
এদিকে, রোববার সিন্ডিকেটের সভা শুরু হওয়ার পর থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ‘নিপীড়ন বিরোধী মঞ্চের’ আন্দোলনকারীরা। কিন্তু সভা শেষে ভিসি তড়িঘড়ি করে প্রশাসনিক ভবনের পিছনের দিক দিয়ে ভবন ত্যাগ করায় এবং আন্দোলনকারীদের সকল দাবি আদায় না হওয়ায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সরেজমিনের গিয়ে দেখা যায়, সোমবার সকাল নয়টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন নিপীড়ন বিরোধী মঞ্চের আন্দোলনকারীরা। অবরোধ চলাকালে প্রশাসনিক ভবনে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নূরুল আলমসহ প্রশাসনের কর্তাব্যক্তিরাও প্রশাসনিক ভবনে আসেননি।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র‌্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা; নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া; মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

আন্দোলনকারীরা জানায়, সিন্ডিকেট সভায় ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের স্থায়ী শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অব্যাহতি, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের আশ্বাস দিয়েছিলেন ভিসি। এজন্য সভা শুরু হওয়ার পর থেকে প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করছিলেন তারা। কিন্তু ভিসি সভা শেষে তাদের সাথে কথা না বলেই তড়িঘড়ি করে প্রশাসনিক ভবনের পিছনের ফটক দিয়ে ভবন ত্যাগ করেছেন। পাশাপাশি তাদের উত্থাপতি সকল দাবি আদায় না হওয়ায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন।

অবরোধ চলাকালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, ‘তদন্ত প্রতিবেদনে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও সিন্ডিকেট যথাযথভাবে পর্যালোচনা করেনি। উপরন্তু তারা বলেছেন, প্রক্টর এবং প্রাধ্যক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণস্বরূপ কোনো কিছু পাননি। এটা হতেই পারে না। কারণ, আমরা তথ্যপ্রমাণ দিয়েছি, উপস্থাপন করেছি। কিন্তু তারা যেহেতু বলেছেন তথ্যপ্রমাণ পাননি, এটা দুরভিসন্ধিমূলক।’

এসময় ইতিহাস বিভাগের প্রফেসর আনিছা পারভিন বলেন, ‘ভিসি সময় চেয়েছিলেন। তিনি পূর্বে কথা না রাখতে পারলেও আমরা সময় দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হয় এমন কোনো কর্মসূচি দিইনি। তবে ভিসি আবারো কথা রাখতে ব্যর্থ হয়েছেন। তাই ভিসির ওপর আর আস্থা রাখতে পারছি না। এতকিছুর পরেও সিন্ডিকেটে প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

অন্যদিকে প্রথম দিনের মতো অবরোধ কর্মসূচি শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠন ও ইতিহাস বিভাগের প্রফেসর গোলাম রব্বানী। তিনি বলেন, ‘অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। উপাচার্য বারবার আশ্বাস দিয়েও কথা রাখতে পারেননি। তাকে আর বিশ্বাস করতে চাই না। তাই তদন্ত প্রতিবেদনে প্রক্টর ও প্রভোস্টের গাফলতি উল্লেখ করা হয়েছে কিনা- তা সবাইকে জানাতে হবে। সেজন্য তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফার্মেসি বিভাগের প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর সোহেল আহমেদ এবং ইতিহাস বিভাগের প্রফেসর খো. লুৎফুল এলাহী প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

না.গঞ্জে চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি

না.গঞ্জে চাঞ্চল্যকর মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইসরাইলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা হিজবুল্লাহর

ইসরাইলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা হিজবুল্লাহর