গার্মেন্টস নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে -ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১২ মার্চ ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১৩ এএম

শ্রমিকের উৎপাদনশীলতা ও পণ্যের উৎপাদন দক্ষতা বৃদ্ধির লক্ষে শ্রমিকের স্বার্থ ও মানদণ্ড, মেধাসত্ত্ব এবং আধুনিকায়নে বিনিয়োগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচায। তির্নি বলেছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা তিনটি বছর পেয়েছি। এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে তিন বছরের দাম থাকবে না। ওই তিন বছরে আমাদেরকে গার্মেন্টস সেক্টর নির্ভরতা থেকে বেরিয়ে এসে বিকশিত ও বহুমুখীকরণ অর্থনীতিতে ঢোকা। সেজন্য শ্রমিকের উৎপাদনশীলতা ও পণ্যের উৎপাদন দক্ষতা বৃদ্ধি করতে হবে।
এজন্য শ্রমিকের স্বার্থ ও মানদণ্ড, মেধাসত্ত্ব এবং আধুনিকায়নে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার সিরডাপ মিলেনায়তনে সিপিডি আয়োজিত ‘হোয়াট ডিড ডব্লিউটিও-এমসি-১৩ ডেলিভারি ফর দ্যা গ্রাজুয়েট এলডিসি? পারসপেক্টিভস ফরম বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, এলডিসি গ্রাজুয়েশনে ও রপ্তানিপণ্য বহুধাকরণের অংশ হিসেবে চামড়া, পাট ও ফার্মাসিউটিক্যালস খাতকে সরকার প্রাধান্য দিচ্ছে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশন আমাদের জন্য সব সময়ই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ভাবনার জায়গা ছিল কত দিন সময় পাবো। আমরা এখন ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সাল পর্যন্ত সময় পাচ্ছি। এ সময় কী করতে হবে, সে বিষয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরিষ্কার গাইডলাইন দিয়েছে। ওই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করে দিয়েছি। এবারের দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের নির্দেশনা দিয়েছে। রপ্তানিপণ্যে বহুধাকরণ করতে হবে। চামড়া, পাট ও ফার্মাসিউটিক্যালস এই তিনটি খাতকে প্রাধান্য দিচ্ছি। এ বছর হস্তশিল্পকে বস্ত্রশিল্প হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এই খাতকে জোর দিতে যাচ্ছি। এতে অনেক আয় হতো আসবে না, কিন্তু কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে। আমরা ক্যাম্পেইন শুরু করেছি, আশা করছি সিপিডিকে আমাদের সঙ্গে পাবো।
আমাদের পণ্য যাতে কেউ নিয়ে যেতে না, সেজন্য সারা বছর কাজ করতে চাই এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জিআই পণ্য ও কারিগর নিয়ে কাজ করতে চাই। আমাদের পণ্য যাতে কেউ নিয়ে যেতে না, সেজন্য সারা বছর কাজ করতে চাই। জিআই পণ্যের মধ্যে আমাদের খাদ্য পণ্যও নিয়ে আসবো। যেমন-টাঙ্গাইলের চমচম হতে পারে। এসব নিয়ে কাজ করতে লিগ্যাল টিম দরকার। সেটা আমার মন্ত্রণালয়েও নেই, এক্ষেত্রে সিপিডি সাহায্য নিতে পারি। কারণ এসব কাজ করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়।
প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রীপর্যায়ের সম্মেলনে উন্নয়নশীল দেশের খ্যাতি অর্জনের পরও সেসব দেশের জন্য স্বল্পোন্নত দেশের বাণিজ্য সুবিধা বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আসার পর বাংলাদেশ আরও তিন বছর বাণিজ্য সুবিধা পাবে। ঘোষণাপত্র অনুযায়ী স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত উন্নয়নশীল ও উন্নত অর্থনীতির দেশগুলোয় রপ্তানি পণ্যের জন্য স্বল্প বা শূন্য শুল্ক সুবিধা ভোগ করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না' : শামা ওবায়েদ

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি

শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রইনে অধ্যায়

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান ড. ইউনূসের

যারা ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আ.লীগের দোসর

বিমসটেকের আগামী সম্মেলন নিয়ে যে প্রস্তাব দিলেন ড. ইউনূস

ইংল্যান্ড দলে আরেক ধাক্কা