ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
রাজধানীতে যানজটে-জনভোগান্তি

চৈত্রের বৃষ্টি ফসলের আশীর্বাদ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১২:০২ এএম

রাজধানী ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। কিছুটা মেঘের আনাগোনাও ছিল আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে রাজধানীর অনেক সড়ক তলিয়ে যায়, কদমাক্ত হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে চৈত্রের এই বৃষ্টিতে ফসলের উপকার হয়েছে। বৃষ্টিতে পাট, আম চাষিরা দারুণ খুশি।
কৃষিবিদরা বলছেন, এই সময়ের বৃষ্টি ধান, আম, লিচুসহ সব ধরনের ফসলের জন্য আর্শীবাদ। দুপুরের বৃষ্টিতে কৃষি ও ফসলের খুবই উপকার হয়েছে। তবে বৃষ্টি আরও একটু বেশি হলেও আরও ভাল হতো। এ ছাড়াও এই বৃষ্টি ক্ষণিকের জন্য হলেও চৈত্রের ভ্যাপসা গরমের মধ্যে একটু শান্তির পরশ বুলিয়ে দিয়েছে।

রমজান মাসের চৈত্রের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি যেন জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানী এবং দেশের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। শুরুতে ভারী বৃষ্টিপাত হলেও পরে তা কমতে থাকে। এদিকে দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। হঠাৎ বৃষ্টিতে রাজধানী ঢাকায় ভয়াবহ যানজট লেগে গেলেও কৃষকের জন্য স্বস্তিদায়ক হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. ছাইফুল ইসলাম ইনকিলাবকে বলেন, ইরির শেষ দিকে ভাল ফলনের জন্য এই বৃষ্টি খুবই উপকারী হয়েছে। পাশাপাশি অন্যান্য ফসলের জন্য বৃষ্টি দরকার ছিল। বৃষ্টিতে ফসলের ক্ষেত্রে পানি জমেনি এটা ভাল খবর। এই চৈত্রের বৃষ্টি শাক-সজজি, ফলমুলের ভাল ফলনে কার্যকরি ভুমিকা পালন করবে।

উজান থেকে ভারত অবৈধভাবে তিস্তা ও পদ্মার পানি উঠিয়ে নেয়ায় নদীতে পানি নেই। একদিকে অনাবৃষ্টি অন্যদিকে নদীতে পানি না থাকায় ভূগর্ভের পানির স্তর নিচে যাওয়ায় যখন কৃষককুল ভোগান্তিতে পড়ে যায়। ঠিক তখন চৈত্রের বৃষ্টিতে জনজীবনে স্বস্তির সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে ফসলের মাঠ। বৃষ্টিতে আমচাষীরা দারুণ খুশি। এছাড়াও সেচনির্ভর বোরো ধান, পাট ক্ষেত, মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেতসহ পুঁই ও ডাঁটা শাক, ঢেঁড়স, রেখা, ঝিঙ্গা, শশা ও করলার ক্ষেতের জন্য এই বৃষ্টি বিশেষ উপকার বয়ে এনেছে। রাজধানী ঢাকার আশপাশের জেলাগুলোর কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রীষ্মের দাবদাহে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে গিয়েছিল। এখন বৃষ্টির পানি পেয়ে সে সব ক্ষেতে প্রাণ ফিরে এসেছে। কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত না হলেও যে বৃষ্টি হয়েছে তা চাষীদের জন্য বিশেষ উপকার বয়ে আনবে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে শুরু করতে পারে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বুধবারের আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকায় তীব্র যানজট : দুপুর আড়াইটা থেকে প্রায় দেড় ঘণ্টা একটানা বৃষ্টি ঢাকায়। এতে বিভিন্ন সড়কে পানি জমে যায়। এরপর রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা রোজাদাররা। কাকরাইল, ফকিরাপুল, মৌচাক, যাত্রাবাড়ি, শনির আখড়া, নিউ মার্কেট, ফার্মগেইট, মগবাজার, মালিবাগ, শাহবাগ, আরামবাগ, শান্তিনগর, সায়েদাবাদ এলাকায় দেখা গেছে এ চিত্র। ওই সময় যানজটে আটকে পড়া লোকজন ও ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি শেষ হওয়ার পরপরই এসব এলাকায় তীব্র যানজট শুরু হয়। এক সড়কে যানজটের প্রভাব অন্য সড়কেও ছড়িয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজটে আটকে পড়া মানুষের ভোগান্তিও বাড়ে। পল্টনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. এনামুল বলেন, একসঙ্গে অফিস ছুটি ও বৃষ্টিতে আটকে পড়া মানুষ রাস্তায় নেমে আসায় এমন যানজট।

এর আগে বৃষ্টির মধ্যে বাসে উঠতেও বেগ পেতে হয় যাত্রীদের। এ কারণে বৃষ্টি শেষ হওয়ার পরপরই বাসে ভিড় বাড়ে। অফিস থেকে ফেরা অনেককে হেঁটে যেতে দেখা গেছে। কেউ আবার বেশি ভাড়া দিয়ে রিকশায় বাসায় ফেরেন। রাস্তায় রাস্তায় পানি জমে যায়। পলাশি, আজিমপুর, নিলক্ষেত, রাজধানীর নিউমার্কেট এলাকায় জনভোগান্তি সৃষ্টি করে। হঠাৎ বৃষ্টিতে নিউমার্কেটে হাঁটুপানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন নিউমার্কেটে আসা ক্রেতাসাধারণ, ব্যবসায়ী এবং রাস্তায় চলাচলকারী নগরবাসী। নিউমার্কেট এলাকায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে তলিয়ে গেছে সড়কের একাংশ। অনেকেই বাধ্য হয়ে হাঁটু পর্যন্ত কাপড় উঁচিয়ে রাস্তা পার হচ্ছেন। এছাড়া কেনাকাটা করতে আসা অনেকে ক্রেতাই বৃষ্টিতে ভিজেছেন। তারা ভেজা কাপড়েই বাকি কেনাকাটা সেরেছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার