ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

৩২ বছর বিএনপি করি, কেন ছাড়ব -মেজর হাফিজ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১২:০৩ এএম

বিএনপি ছেড়ে অন্য দলে যাওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে দলটির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ৩২ বছর দল করার পর দল ছাড়া কি এতো সোজা নাকি? কেনো ছাড়বো? একটা অজানা, অচেনা দলে কেন যাবো? আমি দুই নম্বরি লোক না, দুই নম্বরি কথাও বলিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে আগে ‘কিংস পার্টি’ নামে পরিচিত পাওয়া ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম’ সাথে নিজের এবং সাকিব আল হাসানের সম্পৃক্ততার যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতিতে কখনো জড়াইনি। যেহেতু আমার দলে কাউন্সিল হয় না সেজন্য মাঝে-মাঝে পরামর্শ দিয়েছি, পত্রিকায় সেগুলো উঠেছে। কিন্তু আমার দল সম্পর্কে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া সস্পর্কে কোনো অসৌজন্যমূলক কথা আমি বলিনি।

গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব ক্ষেত্রে তাদের (গণমাধ্যমের) মনোযোগ দেয়া উচিত যা জাতীয় জীবনকে প্রভাবিত করে সেসব সংবাদের প্রতি তারা মনোযোগ দিলে দেশবাসী রক্ষা পাবে, দেশও রক্ষা পাবে। আমি একজন মুক্তিযোদ্ধা মাথা উঁচু করে সারা জীবন চলেছি। এখন শেষ বয়সে মর্যাদার সাথে বসবাস করতে চাই। জাতীয়তাবাদের একজন পরীক্ষিত সৈনিক হিসেবে জাতীয়তাবাদী দলকে সার্ভিস দিতে চাই এবং সমাজে মর্যাদার সাথে বসবাস করতে চাই। আমি আশা করব, আমার বিরুদ্ধে বিরূপ এই ধরণের প্রচারণা করবেন না, আমার এলাকা ভোলার লালমোহন ও তজিমউদ্দিনের জনগণ এসব ভুয়া-মিথ্যা প্রচারণা কান দেয় না। তবে আমার দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

বিএনএমে যোগদানের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আমি আগেও বলেছি, কেনো আমি বিএনএমে যোগদান করিনি, কেনো বিএনপি ছাড়িনি। আমাকে অ্যাপ্রোচ করেছেন তারা (বিএনএম ও সরকারের কিছু লোক), আমি প্রস্তাব গ্রহণ করিনি, বিএনপিতে রয়েছি।

সাকিবের বিষয়ে তিনি বলেন, সাবিক আল হাসান দেশের গৌরব, বিশ্বের সেরা অল রাউন্ডার, কোনোদিন রাজনীতি করেনি, তিনি রাজনীতি করতেই পারেন। সাবেক ক্রীড়াবিদ হিসেবে আমার কাছে এসেছিলেন আমি তাকে কোনো উৎসাহ দেইনি। আমি যোগদান না করায় তিনিও তার পথ বেঁছে নিয়েছেন। যেখান থেকে সহজে জেতা যাবে, সেই নির্বাচনে কোনো প্রতিপক্ষ থাকবে না, সম্পূর্ণ পাতানো এই নির্বাচনে তিনি এমপি হয়েছেন এটি তার বিষয়।

হাফিজ উদ্দিন বলেন, আমার ধারণা জন্মেছে যে, সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে জনগণের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ করার জন্যই আমার বিরুদ্ধে এই বিএনএম সৃষ্টির কাল্পিনিক কাহিনীর অবতারনা তারা করেছে। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি, মনোনয়নপত্র সংগ্রহ কিংবা তদবির করার জন্য কাউকে কখনো পাঠাইনি। এই বিএনএম সৃষ্টি করেছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যারা যোগ দেয়ার অনুরোধ করেছে এবং আমার বাসায় এসেছে কয়েকবার। আমার বাসায় ওই দলটির কোনো সভাও হয়নি। এসব সব মিথ্যাচার।

তিনি বলেন, আমি সব সময় বলে এসেছি মাই লাইভ ইজ এ ওপেন বুক। লজ্জ্বিত হওয়ার কোনো কাজ করি না, গোপন কোনো কাজ করি না। রাজনীতি করি, নির্বাচনে দাঁড়াই, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে এটাই আমার রাজনৈতিক জীবন। শারীরিক কারণে রাজনীতি থেকে দূরে ছিলাম, যখনই এই গুজব ছড়িয়ে পড়েছে যে মেজর হাফিজ দল ত্যাগ করতে পারেন, এটি বিএনপির অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি করেছে, কয়েকজন এমপি আমার সাথে যোগাযোগ করেছে তারা নতুনভাবে রাজনীতি করতে চান, আমি তাদের নিরস্ত্র করেছি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারতে অবস্থারত সালাহউদ্দিন আহমেদ ওই সময়ে তার সাথে যোগাযোগ করে ‘প্রকৃত বিষয়’ জানতে চাইলে তাদেরকেও বিষয়টি ‘পরিস্কার’ করেছেন বলে জানান হাফিজ।

তিনি বলেন, আমি বলেছি, এগুলো সরকারি প্রোপাগান্ডা, আমি বিএনপি ছেড়ে কোথাও যাবো না। এই বয়সে তো আমার কোনো রাজনৈতিক উচ্চাবিলাস নেই। দুই বার মন্ত্রী হয়েছি আর কত? ৬ বার এমপি হয়েছি জনগণের ভোটে, গুড এনাফ। আমার তো নতুন দলে যোগদানের দরকার নেই, আমার কিংস পার্টি খোঁজার দরকার নেই। দেশের অবস্থা সম্পর্কে হাফিজ উদ্দিন বলেন, দেশের বর্তমান অবস্থা কি? দ্রব্যমূল্যের ঊধর্বমূল্যের কারণে জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম, আমাদের সময়ে দ্রব্যমূল্য এর চাইতে অনেক বেশি নিয়ন্ত্রিত ছিলো, সিন্ডিকেটকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। জনগণ এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েনি। আমরা মন্ত্রী হিসেবে কাউকে খেজুরের বদলে বরই খাওয়ার উপদেশ দেয়নি। আজকে জনজীবনে কিছু সংখ্যক লুটেরার কারণে, কিছু সংখ্যক দুর্বৃত্ত ব্যবসায়ীর কারণে, কিছু সংখ্যক ব্যাংক লুটেরার কারণে অর্থনীতি পর্যদুস্ত, জনজীবনে দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়েছে। সংবাদপত্রসমূহ সেইদিকে মনোযোগ দেবেন, জনগণের আশা-আকাক্সক্ষা তুলে ধরবেন, এটাই আমরা আশা করি। সুইস ব্যাংকে কাদের একাউন্ট আছে তাদের নাম তো দেখি না এসব পত্র-পত্রিকায়, যারা ব্যাংক লুট করে ব্যাংকসমূহকে অকার্যকর করে দিয়েছে তাদের নামও দেখি না, যারা কানাডা, আমেরিকা, মালয়েশিয়াতে তাদের সম্বন্ধেও কোনো আর্টিকেল দেখি না।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।