ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
আন্তর্জাতিক বাহিনীর ঘেরাওয়ের মধ্যে সোমালি নৌদস্যুরা খাদ্য ও পানি সঙ্কটে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

পরিস্থিতি জটিল হচ্ছে

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম

সোমালিয়া নৌদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং তার ২৩ নাবিককে উদ্ধার পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। জাহাজ ছিনতাইকারী সোমালি দস্যুদের সাথে জিম্মিদের মুক্তির বিষয়ে শান্তিপূর্ণ আলোচনা শুরু হতেই দস্যুকবলিত জাহাজকে ঘিরে আন্তর্জাতিক বাহিনীর রণ প্রস্তুতি সার্বিক পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কেউ বলছেন জিম্মি উদ্ধারে বল প্রয়োগ হলে পুরো উদ্ধার প্রক্রিয়া ভন্ডুল হতে পারে। তাতে বলির পাঁঠা হতে পারেন জিম্মি নাবিকেরা। নিজেদের জীবন রক্ষায় যেকোন কিছু করতে পারে সোমালি নৌদস্যুরা। এমন কিছু হলে জিম্মিদের জীবনহানিরও আশঙ্কা রয়েছে। ওই কার্গো জাহাজটিতে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা রয়েছে। এসব কয়লা দাহ্য পদার্থ হওয়ায় যে কোন সময় বিপদের ভয় রয়েছে।

আবার কারো মতে চারিদিক থেকে দস্যুকবলিত জাহাজটি ঘিরে অভিযানের প্রস্তুতির কারণে চাপের মধ্যে পড়েছে দস্যুরা। তারা নিজেদের রক্ষায় দ্রুতই একটি সমাধানে আসবে। তবে জাহাজটির মালিক পক্ষ শান্তিপূর্ণ উপায়ে জাহাজ ও জিম্মি নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার অবস্থানেই অটল রয়েছে। গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নাবিক এবং জাহাজের যাতে কোন ক্ষতি না হয় সেভাবেই আমরা উদ্ধার করার চেষ্টা করছি। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, জাহাজটিকে ঘিরে ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। আর যে দস্যু দল সাগরে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ। উপকূল থেকে মাত্র দেড় নটিক্যাল মাইল দূরে জাহাজে আসা-যাওয়ার পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে জাহাজে থাকা দস্যুরাও অনেকটা বন্দি অবস্থায় রয়েছে। বাইরে বিশেষ করে উপকূলের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জাহাজে দস্যুদের খাবার সরবরাহ বন্ধ হয়ে গেছে। এখন তারা জাহাজ এমভি আবদুল্লাহয় থাকা নাবিকদের খাবারের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছে। তাতে জাহাজটিতে খাদ্য ও পানির মজুদ দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই জিম্মি নাবিকদের দিন কাটছে খেয়ে না খেয়ে। পানির অভাবে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সর্বশেষ শুক্রবার জাহাজের স্যাটালাইটের মাধ্যমে পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় নাবিকদের। তখন তারা পরিবারের সদস্যদের কাছে তাদের কষ্টের বর্ণনা দিয়েছেন। এই ঘটনায় শঙ্কিত নাবিকদের পরিবারের সদস্য ও স্বজনেরা। তারা যেকোন মূল্যে দ্রুত তাদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন।

এদিকে জাহাজটি ছিনতাইকারী সোমালি নৌদস্যুদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে মালিক পক্ষের তরফে বলা হলেও জিম্মিদের উদ্ধারে কোন অগ্রগতি আছে কিনা তা জানা যায়নি। বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে এ বিষয়ে কোন তথ্য দিতে চান না তারা। তবে তাদের প্রত্যাশা শান্তিপূর্ণ উপায়ে জিম্মিদের উদ্ধার করা হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমালি নৌদস্যুদের কোণঠাসা করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুউফ বলছেন, এমভি আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায়। নৌদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি, যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায়। তিনি বলেন, আমরা এখন তীরে আছি। আমাদের পরিকল্পনা হল, দস্যুরা যাতে নিজেদের সংগঠিত করতে না পারে এবং এমভি আবদুল্লাহ জাহাজে যারা আছে, তারা যাতে তীর থেকে আর কোনো সাহায্য না পায়। সমুদ্রের অংশে তারা আন্তর্জাতিক নৌবাহিনীর ঘেরাওয়ের মধ্যে আছে। তাই সেদিক থেকেও তারা বিচ্ছিন্ন।

সর্বশেষ গত শুক্রবার জাহাজটির চিফ অফিসার আতিক উল্লাহ খান তার পরিবারের সাথে কথা বলার সময় জানিয়েছেন জাহাজটিতে ৪০ থেকে ৫০ অস্ত্রধারী সোমালি দস্যু অবস্থান করছে। জাহাজটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে।

পান্টল্যান্ডের নুগাল পুলিশ কমান্ডার মারদুউফ বলেন, জাহাজে থাকা নৌদস্যুদের হাতে এখন দুটি বিকল্প আছে। হয় তাদের পান্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে কৃতকর্মের জন্য শান্তি ভোগ করতে হবে, অথবা আগের জাহাজ, অর্থাৎ বিদেশি বাহিনী যেমন এমভি রুয়েন থেকে নৌদস্যুদের ধরে নিয়ে গেছে, সেই পরিণতি ভোগ করতে হবে।

নুগাল পুলিশ প্রধান জাহাজ এমভি আবদুল্লাহ ও ক্রুদের বাঁচাতে যে কোনো অভিযানে অংশ নিতে তারা প্রস্তুত বলেও জানিয়েছেন। তিনি জানান, পান্টল্যান্ড কর্তৃপক্ষ নিজেদের উপকূল নৌদস্যুমুক্ত করার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছে। ইইউ নেভাল ফোর্সের তরফে এমভি আবদুল্লাহকে ঘিরে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়। বৃহস্পতিবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইইউ নেভাল ফোর্সের সদস্যদের নজরদারির পাশাপাশি ওই আকাশসীমায় তাদের হেলিকপ্টারও টহল দিতে দেখা যায়।

ইইউ নেভাল ফোর্স জাহাজকে ঘিরে কেবল অবস্থান নেয়ার কথাই জানিয়েছে, অভিযানের বিষয়ে কোনো কিছু জানায়নি তারা। জাহাজের মালিকপক্ষও বলেছে, কোনো অবস্থাতেই তারা সশস্ত্র অভিযানের পক্ষে নন।

তবে, ওই উপকূলে যুদ্ধ জাহাজ মোতায়েন এই পরিস্থিতিতে কিছু ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, এমন পরিস্থিতিতে জিম্মিদের উদ্ধার সহজ হতে পারে। প্রথমত, এতো কাছে ইউরোপিয়ান বাহিনীর মতো শক্তিশালী সামরিক উপস্থিতি দস্যুদের ওপর একটা চাপ তৈরি করবে। যা সমঝোতার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

দ্বিতীয়ত, পূর্ব আফ্রিকার ওই উপকূল থেকে নতুন কোনো দস্যুদল সাগরে প্রবেশ করতে পারবে না। ফলে, দস্যুদের তৎপরতা কমে আসবে।

এদিকে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যখন এমভি জাহান মণি হাইজ্যাক হয়েছিল তাদেরকে মুক্ত করতে ১শ’ দিন সময় লেগেছিল। এখন যতদ্রুত সম্ভব তাদেরকে মুক্ত করার চেষ্টা আমরা করছি। এখানে অবস্থানকারী নাবিক এবং জাহাজের যাতে কোন ক্ষতি না হয় সেভাবেই আমরা উদ্ধার করার চেষ্টা করছি। তিনি বলেন, জাহাজে কয়লা আছে, কয়লা একটি দাহ্য পদার্থ। সুতরাং এমন কিছু করা যাবে না যাতে করে দাহ্য পদার্থ হুমকির সম্মুখীন হয়, জাহাজের ক্ষতি হয়। সেভাবেই আমরা এগুচ্ছি এবং যারা জাহাজটি হাইজ্যাক করেছে, তারা ইতিমধ্যে মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করছে। আশা করছি, আমরা সহসা নাবিকদেরকে উদ্ধার করতে পারব।

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি নৌদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। নৌদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার