ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

চাহিদা কম, তবুও ঈদের বাস ভাড়া বেশি আদায়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১২:০৭ এএম

ঈদ উপলক্ষ্যে বাসে বেশি ভাড়া নেয়া বন্ধে ১৯ মার্চ মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা হুংকার দিয়ে বলেন, এবারের ঈদযাত্রায় আন্তঃজেলা বা দূরপাল্লায় যদি কোনও পরিবহন বাড়তি ভাড়া নেয় এবং সেটার প্রমাণ যদি আমরা পাই, তবে সেই পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে নেওয়া হবে আইনানুগ পদক্ষেপ।’ বাস মালিক সমিতির সভাপতির এই হুংকার যে ‘শুধুই বাহবা’ পাওয়ার জন্য তা পরিস্কার হয়েছে ঈদের বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরুর পর। অভিযোগ পাওয়া গেছে ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচল করা দূরপাল্লার বাসগুলোতে ঈদ উপলক্ষ্যে অগ্রিম টিকেটে ডেরগুন থেকে দ্বিগুন বেশি ভাড়া আদায় করা হচ্ছে। সরেজমিন ঘুরে এ তথ্য জানা গেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগাম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিন গতকাল গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যায়নি।

টিকিট কাউন্টারে থাকা বিভিন্ন পরিবহনের কর্মীরা জানিয়েছেন, এবার টিকিটপ্রত্যাশীদের চাপ আগের বছরগুলোর চেয়ে অনেক কম। বিক্রি শুরুর প্রথম তিন দিনও খুব বেশি চাপ ছিল না। তবে সারিতে না দাঁড়িয়ে নির্বিঘ্নে টিকিট কাটা গেলেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। তাঁরা বলছেন, নন-এসি বাসে স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ১০০ টাকা বেশি, এসি বাসে স্বাভাবিক সময়ের চেয়ে ক্ষেত্রবিশেষে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। আগাম টিকিট বিক্রির চিত্র দেখতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে অবস্থান করেন কয়েকজন সাংবাদিক অবস্থান করেন।

পেশাগত কাজে ঢাকা থেকে ঝিনাইদহে নিয়মিত যাতায়াত করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. শাহেরুজ্জামান। স্বাভাবিক সময়ে তিনি এই পথে ১২০০ টাকায় টিকিট কেটে যাতায়াত করেন, বিজনেস ক্লাসে। এখন ঈদযাত্রার জন্য তিনি এই টিকিট কিনেছেন ১৮০০ টাকায়। গতকাল মঙ্গলবার দুপুরে টিকিট কাটার পর রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে শাহেরুজ্জামান সাংবাদিকদের বলেন, ৬০০ টাকা বেশি নিল। ঈদ এলেই ইচ্ছেমতো ভাড়া আদায় করা হয়। এটি বন্ধ হওয়া দরকার।

বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে প্রতিবাদ করেননি এমন প্রশ্নে শাহেরুজ্জামান বলেন, প্রতিবাদ করে কী লাভ! বাড়িতে তো যেতে হবে। এভাবেই তো চলে আসছে। বাসের বাড়তি ভাড়া যাতে না নেওয়া হয়, সেই তদারকি তো গাবতলীতে নেই। বাস মালিক সমিতির সভাপতির রাঙ্গ যে হুশিয়ারি দিয়েছে তা নিছক লোক দেখানো।

রয়েল এক্সপ্রেস নামের একটি পরিবহনের কাউন্টার থেকে ঢাকা থেকে ঝিনাইদহে যাওয়ার টিকিট কিনেছেন শাহেরুজ্জামান। বাড়তি ভাড়ার বিষয়ে জানতে চাইলে এই পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মো. শান্ত কাছে দাবি করেন, তাঁরা বাড়তি ভাড়া নিচ্ছেন না। বরং সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তার চেয়ে কমে টিকিট বিক্রি করছেন।

গাবতলী বাস টার্মিনালে অবস্থান করে কাউন্টারগুলোর সামনে টিকিটপ্রত্যাশীদের সারি দেখা যায়নি। টার্মিনাল ছিল অনেকটাই ফাঁকা।
অতীতে আগাম টিকিট পেতে কাউন্টারের সামনে লোকজনের দীর্ঘ সারি দেখা যেত। অনেকে টিকিট কেনার জন্য ভোররাত থেকে সারিতে দাঁড়িয়ে থাকত।

আগাম টিকিট নিতে এবার মানুষের উপস্থিতি এত কম কেন, তার একটা ব্যাখ্যা দিয়েছেন গাবতলী বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে টিকিট বিক্রির সঙ্গে যুক্ত নুরুল আলম। দ্রুত পরিবহনের টিকিট বিক্রেতা হিসেবে তিনি ১৯৮৫ সাল থেকে কাজ করছেন। নুরুল আলম বলেন, আগে কেবল গাবতলীতেই বাসের আগাম টিকিট বিক্রি হতো। এখন পাড়া-মহল্লায় অনেক জায়গায় কাউন্টার হয়েছে। মানুষ সেসব কাউন্টারে গিয়ে টিকিট নিচ্ছে। আবার ঘরে বসে অনলাইনেও আগাম টিকিট কেনা যাচ্ছে। আরও বড় বিষয় হলো, পদ্মা সেতু চালুর পর গাবতলী এসে বাসে উঠে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে।

গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের ভেতরে বিভিন্ন পরিবহনের কাউন্টার ঘুরে দেখা যায়, কেবল রয়েল এক্সপ্রেস ও পূর্বাশা পরিবহন থেকে যাত্রীরা বিভিন্ন গন্তব্যের টিকিট কিনছেন। যাত্রীরা যেদিনের টিকিট চাচ্ছেন, সেদিনেরই টিকিট পাচ্ছেন। তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন টিকিট ক্রেতারা।
গাবতলী থেকে কুষ্টিয়ার মেহেরপুরে যেতে ৯ এপ্রিলের আগাম টিকিট কেনেন শামীম হোসেন নামের এক ব্যক্তি। রয়েল এক্সপ্রেস তাঁর কাছ থেকে টিকিটের দাম রেখেছে ৭৫০ টাকা। শামীম হোসেন বলেন, স্বাভাবিক সময়ে এই রুটে নন-এসি বাসে ৬৫০ টাকা ভাড়া থাকে।

একই কাউন্টার থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার তিনটি টিকিট কিনেছেন জুনায়েদ রহমান নামের একজন শিক্ষার্থী। তিনি, তাঁর বাবা ও মা একসঙ্গে এবার গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবেন। তিনি বলেন, তাঁর কাছ থেকে এসি বাসের তিনটি টিকিট ১৪০০ টাকা করে রাখা হয়েছে। তিনি মোট ৪ হাজার ২০০ টাকায় তিনটি টিকিট কিনেছেন। স্বাভাবিক সময়ে প্রতিটি টিকিটের দাম ১ হাজার টাকা হয়ে থাকে বলে জানালেন পাশের আরেকটি কাউন্টারের একজন কর্মী।

পূর্বাশা পরিবহনে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় যেতে ১ হাজার ১০০ টাকা করে দুটি এসি বাসের টিকিট কিনেছেন এক ব্যক্তি। তিনি জানালেন, স্বাভাবিক সময়ে ভাড়া ৮০০ টাকা থাকে। ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে পূর্বাশা পরিবহনের কাউন্টার ম্যানেজার সাইফুল ইসলাম দাবি, তাঁরা বাড়তি ভাড়া আদায় করছেন না।

গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে টাঙানো একটি বিজ্ঞপ্তি দেখা যায়। বিজ্ঞপ্তিতে সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রির নির্দেশনা আছে। কিন্তু এই নির্দেশনা আমলে নিয়ে টিকিট বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত