ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
সবক্ষেত্রে বাজেট আছে, নেই শুধু বনায়নের ক্ষেত্রে

নারায়ণগঞ্জে ১০ বছরে গাছ কাটা হয়েছে ৬ লাখ

Daily Inqilab খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

২৮ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৩ এএম

শিল্পায়ন, শহরায়ন ও সড়ক-মহাসড়ক গড়তে গিয়ে নারায়ণগঞ্জ জেলায় গত দশ বছরে ৬ লাখের বেশি গাছ কাঁটা হয়েছে। অথচ জেলা ও উপজেলাগুলোর টানা ৫ বছরের বাজেট বিশ্লেষণে দেখা গেছে বনায়নের জন্য নেই চারআনা বরাদ্দ। বন অফিসগুলো বর্ষাকালে নাম মাত্র গাছ বিলি করে দায়িত্ব শেষ করেন। ব্যক্তি উদ্যোগেও গাছ বিতরণের কার্যক্রম তেমন একটা দেখা যায় না। গাছ লাগানো কর্মসূচি নিয়ে দেখা যায় না কোনো সেমিনার-সিম্পোজিয়াম বা প্রচার-প্রচারণা। নির্বিচারে গাছ কাটার কারণে নারায়ণগঞ্জের পরিবেশ বিপর্যয় হয়ে পড়েছে। পড়ছে জলবায়ুর প্রভাব। ফলে দিনকে দিন বাসযোগ্যহীন হয়ে উঠছে নারায়ণগঞ্জের পরিবেশ।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আয়তন ৬৮৩.১৪ বর্গকিলোমিটার বা ২৬৩.৭৬ বর্গমাইল। এ জেলার লোকসংখ্যা ৩৯ লাখ ৮ হাজার ৩৭১ জন। জেলা পরিবেশ অধিদফতর, উপজেলা বন অফিস সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার অতি নিকটে নারায়ণগঞ্জ জেলায় শিল্পায়ন ও শহরায়ন গড়তে গিয়ে নির্বিচারে কাছ গাটা হয়েছে। সড়ক-মহাসড়ক নির্মাণেও অসংখ্য গাছ কাঁটা হয়েছে। গত দশ বছরে এ জেলার ৫টি উপজেলা ও ২টি থানায় প্রায় ৬ লাখ গাছ কাটা হয়েছে। এর বিপরীতে ৫০ হাজার গাছ লাগানো হয়নি। কয়েক বছর আগে শিমরাইল ও আঁটি মৌজায় ১০ লাখ টাকা ব্যয়ে সামাজিক বনায়ন করা হয়েছিলো। এ বনায়নের এখন কোনো অস্তিত্ব নেই।

মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রভাষক মো. ইসহাক মিয়া বলেন, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করার জন্য গাছপালা কেটে প্রাকৃতিক বন উজাড় করায় বায়ুমন্ডল থেকে কার্বন-ডাই অক্সাইড শোষণ করার মতো পর্যাপ্ত গাছ আর থাকছে না। ফলে বায়ুমন্ডলে এ ক্ষতিকর গ্যাস বেড়ে যাচ্ছে। অন্যদিকে গাছপালা উজাড় করায় বায়ুমন্ডলে অক্সিজেন যাচ্ছে কমে। অক্সিজেন মানুষের বেঁচে থাকার উৎস। আর বনজঙ্গল বেঁচে থাকার উৎস হলো কার্বন-ডাই অক্সাইড। এসব কারণে দ্রুত পরিবর্তন হচ্ছে জলবায়ুর। অবাধে বৃক্ষ নিধনে বাতাসে অক্সিজেনের মাত্রা নেমে যাচ্ছে দ্রুত, বাড়ছে সিসা। বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির পক্ষী ও বন্যপ্রাণী। পরিবেশ সমস্যার সমাধান করতে হলে অনবরত বনায়ন করতে হবে। মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের প্রভাষক ও পরিবেশবিদ নুরুজ্জামান বলেন, গাছ হচ্ছে অক্সিজেনের কারখানা। বায়ুর মান ১০০ পিপি হলে নরমাল। আর ১০০-এর বেশি হলে উপড়ে চলে যায়। এর ফলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বৃষ্টির পরিমাণ কমে যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাতে হবে। রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দরে শিল্পায়ন আর নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ শহরায়ন হওয়ার ফলে গাছ কেটে সাবাড় করা হচ্ছে।

উদ্ভিদবিষয়ক ওয়েবসাইট ফ্যান্থমফরেস্ট ডটকমের তথ্য অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ গাছ অন্তত ১৮ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে ৫৫০ লিটার বা ১৯ কিউবিক ফুট বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে। ১৪ কিউবিক অক্সিজেনের দাম ২২ থেকে ২৭ হাজার টাকা। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ ২ লাখ ৭১ হাজার থেকে ৩ লাখ ৩৯ হাজার টাকার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করেন।

বন কর্মকর্তা সঞ্জয় হাওলাদার বলেন, প্রকৃতি থেকে বিনামূল্যে প্রায় ১০ পাউন্ড অক্সিজেন গ্রহণ করে প্রতিদিন একজন মানুষ। সে হিসাবে বছরে ৩ হাজার ৬৫০ পাউন্ড অক্সিজেন গ্রহণ করেন। এক পাউন্ড অক্সিজেনের দাম ১০০ টাকা ধরলেও প্রতি মানুষ এক বছরে ৩ লাখ ৬৫ হাজার টাকার অক্সিজেন গ্রহণ করে। গড় আয়ু যদি ৫৬ বছর হয় তবে তার জীবদ্দশায় ২ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার অক্সিজেন গ্রহণ করে।

রূপগঞ্জের উপজেলা বন কর্মকর্তা সঞ্জয় হাওলাদার বলেন, আমরা গাছ লাগানোর জন্য উদ্ধুদ্ধ করি। আসলে নানা কারণে গাছ কাটায় বাঁধা দেয়া যায় না। আর আমাদের কিছু করারও থাকে না।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এ চিন্তাটা মাথায় আসেনি। যার ফলে বাজেটে কোনো বরাদ্দ নেই বৃক্ষরোপণে। এ বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। গাছ লাগানোর আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী দিনের বাজেটি বিষয়টি গুরুত্ব দেয়া হবে।

নারায়নগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মামুন আবদুল্লাহ বলেন, এসব দায়িত্ব বন অধিদফতরের। আমরা গাছ লাগানোর জন্য লোকজনকে উদ্ধুদ্ধ করি। প্রতিবছর গাছ বিতরণ করা হয়। এবারও দুই ট্রাক গাছ বিতরণ করা হবে।

বন অধিদফতরের সহকারী বন সংরক্ষক ব্রজ গোপাল রাজবংশী বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য অনেক জায়গায় সামাজিক বনায়ন বন্ধ রয়েছে। তবে নতুন কোনো বনায়ন করা হয়নি। এ বিষয়ে জেলা বন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

রাসূলুল্লাহ (সা.) আদর্শই একমাত্র অনুসরণীয় আদর্শ জুমার খুৎবা পূর্ব বয়ান

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারী মাদকসেবীদের জীবন মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের