গরু-খাসি-মুরগির গোশত বিক্রি রাজধানীর ২৫ স্পটে

গোশতের ভ্যানের সামনে দীর্ঘ লাইন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

রমজান মাসের প্রথম দিন থেকে রাজধানীর ২৫টি স্থানে পিকআপ কুলভ্যানে এবং ৫টি স্থানে স্থায়ী বাজারে বিক্রি হচ্ছে দুধ, ডিম, চার ধরনের মাছ, গরুর গোশত, খাসির গোশত এবং ড্রেসড ব্রয়লার মুরগির গোশত। বাজারের চেয়ে কম মূল্যে এসব পণ্য বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রমজান মাসে ভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে এসব ভোগ্যপণ্য তুলনামূলক কম দামে বিক্রির উদ্যোগ নেয় সরকার। শুরু থেকেই এই কার্যক্রমে সাধারণ মানুষের লক্ষণীয় উপস্থিতি চোখে পড়েছে। তবে প্রয়োজনের তুলনায় সরবরাহ খুবই কম।
প্রায় প্রতিদিনই শতাধিক মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনে নিচ্ছেন। শুরু থেকে দুধ, ডিম, চার ধরনের মাছ, গরুর গোশত, খাসির গোশত এবং ড্রেসড ব্রয়লার মুরগির গোশত বিক্রি করা হচ্ছিলো। তবে গতকাল সোমবার খামারবাড়ি মোড়ে সকাল থেকে অবস্থান করে দেখা যায়, গোশতের ভ্যান থাকলেও মাছ বিক্রির কোনও ট্রাক নেই। আশেপাশের স্থানীয় দোকানিদের কাছে জানতে চাইলে তারা বলেন, ৪/৫ দিন ধরে তারা মাছ বিক্রির ট্রাক দেখতে পাচ্ছেন না।
এদিকে সকাল থেকেই দুধ, ডিম, গোশতের পিক আপ কুল ভ্যানের সামনে মানুষের দীর্ঘ লাইন। এসময় বেশিরভাগ ভাগ ক্রেতাকে দেখা যায় গরু ও মুরগির গোশত নিতে। এছাড়া ডিম ও দুধেও রয়েছে মানুষের আগ্রহ। এদিকে তুলনামূলকভাবে খাসির মাংসে মানুষের আগ্রহ ছিল কিছুটা কম। বিক্রির জন্য গরুর গোশত ১৮০ কেজি, খাসির গোশত ২০ কেজি, মুরগির গোশত ১২০ কেজি, দুধ ৪০০ লিটার ও ডিম ৪ হাজার পিস আনা হয়েছে বলে জানান কর্মরত ক্যাশিয়ার মোকাদ্দাস ইসলাম। সকাল সাড়ে ১০টা থেকে বিক্রি শুরু করলে দুপুর ১টায় গরু ও মুরগির গোশত শেষ হয়ে যায়। দুপুর ১.৩০ পর্যন্ত ডিম, দুধ ও খাসির গোশত ছিল। গোশত সব ক্রেতাকে নির্ধারিত এক কেজি করে বিক্রি করা হলেও ডিম ও দুধ দেওয়া হচ্ছিল যে যতটুকু চায় সে অনুযায়ী। কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক্ েপণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। শহীদুল হক নামে একজন জানান, তিনি সকাল ১০টায় এসে লাইন ৪ ঘন্টা দাঁড়িয়ে থেকে গরু ও খাসির গোশত কিনতে পারেননি। তাবে দুধ নিতে বলা হলে তিনি তা না নিয়েই ফিরে যান। সকাল সাড়ে ১০টায় লাইনে দাঁড়িয়ে ১২টার কাছাকাছি সময়ে ১ কেজি করে গরু ও খাসির গোশত আর ১ ডজন ডিম কিনতে পেরেছেন ষাটোর্ধ নূর হোসেন। তিনি বলেন, সরকার কম দামে গোশত ডিম দুধ দিচ্ছে, এটায় আমাদের অনেক উপকার হচ্ছে। কিন্তু রোজা রেখে এই রোদের মধ্যে লাইনে দাঁড়াতে খুব কষ্ট হয়। কোনও ছায়াঘেরা জায়গায় আমরা লাইনে দাঁড়াতে পারলে সমস্যা হতো না।
সুলভ মূল্যের এসব পণ্য কিনতে আসা আরেক ক্রেতা মো. সজীব বলেন, এখন তো একজন সিøপ দিচ্ছে, এটা যদি দুই জন করতো তাহলে আমাদের কাজ আরও দ্রুত হতো। আবার তারাও দ্রুত কাজ শেষ করতে পারত। রোদের মধ্যে কষ্ট কম হতো। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য না নিয়েই ফিরে যাচ্ছেন।
সবাই যখন কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পণ্য কিনে নিচ্ছিলেন, তখন কৃষি অধিদফতরে চাকরি করা মো. শরিফুল ইসলাম এসে আধা ঘণ্টার মধ্যেই ১০ লিটার দুধ আর ৪ ডজন ডিম কিনে নিয়ে যান। এতো পরিমাণে আপনি কীভাবে নিলেন জানতে চাইলে তিনি এক কথায় বলেন, আমাকে দিছে আমি নিছি। এই বলেই তিনি চলে যান। একই সময় আরেক মহিলা ক্রেতাকে একটি প্লাস্টিকের বস্তায় ২০ লিটার দুধ নিতে দেখা যায়। কীভাবে এত দুধ কিনলেন জানতে চাইলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং দ্রুত একটি রিকশায় পণ্য বোঝাই বস্তা উঠিয়ে চলে যান।
এই ব্যাপারে কর্মরত ক্যাশিয়ার মোকাদ্দাস ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা যখন এই কার্যক্রম শুরু করেছিলাম তখন নিয়ম ছিল যেকোনও গোশত ১ কেজি করে নিতে পারবে। আর ১ ডজন ডিম ও ২ লিটার দুধ নিতে পারবে। কিন্তু এখন আমাদের দুধ ও ডিম পর্যাপ্ত থাকায় আমরা এটা বেশি পরিমাণে দিতে পারি। কিন্তু গোশত আমরা ১ কেজির বেশি কাউকে দিচ্ছি না।
উল্লেখ্য, প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত বাজারের চেয়ে কম দামে গরুর মাংস, মুরগির গোশত, দুধ, ডিম, মাছ বিক্রি হবে বলে জানিয়েছিল মৎস ও প্রাণিসম্পদ অধিদফতর।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা কাটল

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা কাটল

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের বৈঠক

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের বৈঠক

জাইকার উপদেষ্টা কমিটির সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

জাইকার উপদেষ্টা কমিটির সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

আটোয়ারীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আনিছুর রহমান

আটোয়ারীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আনিছুর রহমান

ফুলপুর উপজেলায আ'লীগ নেতা হাবিবুর চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যন সবুজ ও পান্না

ফুলপুর উপজেলায আ'লীগ নেতা হাবিবুর চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যন সবুজ ও পান্না

মীরসরাইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী নয়ন

মীরসরাইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী নয়ন

হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত মসনদে দেওয়ান সাইদুর রহমান

হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত মসনদে দেওয়ান সাইদুর রহমান

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান সরাইলে ধরাশায়ী বর্তমান পদধারি

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান সরাইলে ধরাশায়ী বর্তমান পদধারি

কোটালীপাড়ায় তৃতীয়বার বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

কোটালীপাড়ায় তৃতীয়বার বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

গাজীপুর সদর উপজেলা নির্বাচন বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

গাজীপুর সদর উপজেলা নির্বাচন বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

পঞ্চগড় সদরে উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান

পঞ্চগড় সদরে উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান

আ.লীগের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শুক্রবার

আ.লীগের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শুক্রবার

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত

গোদাগাড়ীতে উপজেলার চেয়ারম্যান হলেন বেলাল উদ্দীন সোহেল।

গোদাগাড়ীতে উপজেলার চেয়ারম্যান হলেন বেলাল উদ্দীন সোহেল।

নাসিরনগর জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং অফিসারকে মারধর

নাসিরনগর জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং অফিসারকে মারধর

কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট ২৬ মে

কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট ২৬ মে

সরাইলে অন্যের ব্যালটে সিল দেওয়ার চেষ্টা

সরাইলে অন্যের ব্যালটে সিল দেওয়ার চেষ্টা

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যান সহ আহত-৩

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যান সহ আহত-৩

মতলব উত্তরে মোহাম্মদ মানিক দর্জি ও মতলব দক্ষিণে সিরাজুল মোস্তফা তালুকদার চেয়ারম্যান নির্বাচিত

মতলব উত্তরে মোহাম্মদ মানিক দর্জি ও মতলব দক্ষিণে সিরাজুল মোস্তফা তালুকদার চেয়ারম্যান নির্বাচিত