ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
চট্টগ্রাম নগরী ছাড়ছে লাখো মানুষ পথে পথে দুর্ভোগ

ট্রেনে ভিড় বাসে টিকিট নেই

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরী ছাড়ছে লাখো মানুষ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন ঠিকানায় ছুটে চলায় পথে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন, বাসে টিকিট নেই, দূর পাল্লার বাস নেই। ট্রেনের টিকিট আগেই শেষ। অনেকে বাধ্য হয়ে বিনা টিকিটে ভ্রমন করছেন। বাসে বাড়তি ভাড়া দিয়েও মিলছে না টিকিট। বিলাসবহুল এসি বাসেও টিকিট সঙ্কট। রেন্ট এ কারের যানবাহনেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সড়ক, মহাসড়ক আর আঞ্চলিক মহাসড়কেও আছে যানজট।

বিশেষ করে দূর পাল্লার বাস সঙ্কটে চরম দুর্ভোগে দূরের যাত্রীরা। আগে যারা টিকিট নিয়েছেন তারাও সময় মতো বাস পাচ্ছে না। যাত্রী চাপ সামাল দিতে লক্কর-ঝক্কর বাস নামানো হচ্ছে রাস্তায়। আবার দূর পাল্লার সব রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়েরও অভিযোগ আছে। জ্বালানি তেলের দাম কমানোর পর বাস ভাড়া কমবে এটাই ছিল স্বাভাবিক, কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন রুটে বাসের ভাড়া একশ’ থেকে পাঁচশ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া, ভোলাসহ নৌপথে যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। নৌপথেও নৌযান সঙ্কট।

চট্টগ্রাম থেকে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে আগেই। শুরুতে তেমন ভিড় না থাকলেও গতকাল রোববার স্টেশনের যাত্রীদের চাপ ছিল বেশি। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো যাত্রীদের যাত্রা শুরু হয়েছে বুধবার থেকে। ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে যাত্রীদের মাঝে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। ঈদের আগে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি আন্তঃনগর ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলে ১২টি আন্তঃনগর ট্রেনে প্রতিদিন সাত হাজার ৭১৫ জন যাত্রী ঈদে বাড়ি ফিরতে পারছেন। আর স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে করে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী বাড়ি যেতে পারছেন। ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে আজ ৮ ও আগামীকাল ৯ এপ্রিল, ঈদের পরদিন থেকে তিনদিন চলবে। চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি ট্রেন) চলবে। এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচদিন পর্যন্ত চলবে।

এদিকে টিকিট না পেয়ে অনেকে বাধ্য হয়ে ট্রেনে চেপে বসছেন। তাতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। কোন কোন ট্রেন যথাসময়ে ছাড়ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে রেলের কর্মকর্তারা বলছেন, তারা প্রতিটি ট্রেনের শিডিউল রক্ষায় কাজ করে যাচ্ছেন।

ঈদ যাত্রায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের। চট্টগ্রাম থেকে বৃহত্তর বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন রুটে পর্যাপ্ত বাস নেই। বাস মালিকেরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এর ফলে যাত্রীচাপ সামাল দিতে হিমশিম খেতে হয়। এসব রুটে বাস ভাড়া বেড়েছে। কাউন্টার থেকে বলা হচ্ছে, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে গেলেও ফেরাস সময় খালি আসতে হচ্ছে। তাতে খরচ বেড়ে যাওয়ায় ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া দিয়েও যথা সময়ে বাস মিলছে না। বাসের জন্য কাউন্টারে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। পরিবহন সার্ভিস কর্মকর্তাদের দাবি রাস্তায় যানজটের কারণে কোন বাস সময় মতো গন্তব্যে যেতেও পারছে না, আসতেও পারছে না। তাতে শিডিউল রক্ষা করা কঠিন হয়ে গেছে।

চট্টগ্রাম থেকে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার অর্ধশতাধিক রুটে যাত্রী পরিবহন চলছে। কোন কোন রুটে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। নানা অজুহাতে বেশি ভাড়া নিচ্ছে বাস সার্ভিসগুলো। অতিরিক্ত যাত্রী পরিবহনেরও অভিযোগ আছে কোন কোন বাস সার্ভিসের বিরুদ্ধে। তবে এসব রুটে বাসের সঙ্কট নেই। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার ঈদ। সেই হিসাবে ঈদের বাকি আর একদিন। আর এ জন্যই চট্টগ্রাম থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় নগরীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও দূর পাল্লার বাস কাউন্টারগুলোতে। গতকাল দিনভর নগরীর কদমতলী, সাগরিকা, অলংকার, একে খান গেইট, মুরাদপুর, অক্সিজেন, কর্ণফুলী সেতুর উত্তর প্রান্ত, বহদ্দারহাট ও শুভপুর বাস টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। নগরীর দামপাড়া, সিটি গেইট, বন্দরটিলা, নেভি হাসপাতাল গেইট, বায়েজিদ, স্টেশন রোড, বিআরটিসি বাস টার্মিনালেও দূর পাল্লার বাস সার্ভিসগুলোর কাউন্টারে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ।

বাস সার্ভিসের কর্মীরা বলছেন, এবার ঈদে যেমন লম্বা ছুটি তেমনি ঈদের আগেও টানা সরকারি ছুটি হওয়ায় অনেকে আগেভাগেই বাড়ি চলে যাচ্ছেন। গত বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকেই মূলত ঘরমুখো মানুষের ভিড় বাড়ে। গতকাল রাত পর্যন্ত এ ভিড় অব্যাহত ছিল। চাকুরিজীবী ও কর্মজীবীরা ঝামেলা এড়াতে আগেই তাদের পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আজ অফিস শেষে অনেকে ঘরমুখো হবেন। আজ থেকে চট্টগ্রামের ইপিজেডগুলোতে ছুটি শুরু হবে। শ্রমিকেরাও ঈদে বাড়ি যাবেন। চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। শ্রমিকদের অনেকে বাস এমনকি ট্রাক ভাড়া করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন রুটে এসি বাসেও যাত্রীর চাপ বেড়েছে। অনেকে গণপরিবহনের ঝামেলা এগিয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে কার, মাইক্রোবাস ভাড়া করছেন। এসব যানবাহনেরও চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহানগরীতে প্রায় পৌনে এক কোটি মানুষের বসবাস। তাদের বিরাট অংশ চাকুরি, ব্যবসাসহ নানা কারণে এই নগরীতের বসবাস করেন। ঈদে তাদের প্রায় সবাই নিজের গ্রামে চলে যান। বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা যারা এই নগরীতে থাকেন তারা ঈদের আগের দিন অনেকে ঈদের দিন সকালে নগরী ছাড়েন। ফলে এবারও ঈদের ঘরমুখো মানুষের ভিড় ঈদের দিন সকাল পর্যন্ত অব্যাহত থাকবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা