ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

ঈদ ও নববর্ষ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ। গতকাল মঙ্গলবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতি যাত্রীদের চাপ দেখা গেছে। লঞ্চে যাত্রীর চাপ ছিল অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি। তবে এবার নির্বিঘ্নে ঈদযাত্রায় স্বস্তিতে ছিলেন যাত্রীরা। সড়ক ও নৌপথসহ সব পথেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় ফিরে আসছেন। আকাশ পথেও অনেকে ফিরেছেন রাজধানী ঢাকায়। নৌপথে যাত্রীবাহী লঞ্চগুলো নির্বিঘ্নেই ভোররাত থেকে সদরঘাট টার্মিনালে ফিরতে শুরু করে। নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় রেলপথে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। পূর্ণ আসনে যাত্রী নিয়ে বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশনে ফিরেছে সব ট্রেন।
কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, সকালে পৌঁছানো ট্রেনগুলোতে আগের দিনের তুলনায় যাত্রীর চাপ তুলনামূলক বেশি। তাদের অভিযোগ, স্ট্যান্ডিং টিকিটধারী যাত্রীদের জন্য আসনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আসা বাসে ভোর থেকেই যাত্রী নামাতে দেখা যায় রাজধানীতে। যানজট না থাকায় নির্ধারিত সময়েই ঢাকায় ফিরেছে বাসগুলো।
পবিত্র ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটি শেষে গত সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার দেশব্যাপী উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ও ১৪ এপ্রিল রোববার পয়লা বৈশাখের ছুটি ছিল।
টানা পাঁচ দিনের ছুটি শেষে গত সোমবার থেকে খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। ফলে দেশের নানা প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। গাবতলী টার্মিনালের সামনে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাড়তি ট্রিপের আশায় দ্রুত চলে যাচ্ছে বাসগুলো। রাজবাড়ী থেকে আসা আমির জানান, বাসে যাত্রীর চাপ রয়েছে। বেশির ভাগ বাসই পূর্ণ আসনে যাত্রী নিয়ে ফিরেছে। উত্তরবঙ্গ থেকে আসা বেশির ভাগ যাত্রী সাভারের নবীনগর, পল্লী বিদ্যুৎ, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার নেমে গেছে। বাকিরা গাবতলী টার্মিনালে নেমেছে। রাস্তায় কোনো যানজট বা ভোগান্তি হয়নি। বাস থেকে নেমেই যাত্রীদের সিএনজি অটোরিকশা, রিকশা ও লোকাল বাসে উঠতে দেখা গেছে। অনেকেই সরাসরি অফিসে যাবেন বলে জানান।
মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। এক পরিবহনের চালক জানান, শেরপুর থেকে পূর্ণ আসনে যাত্রী নিয়ে ফিরেছেন। গাজীপুর, টঙ্গী, আব্দুল্লাহপুর পর্যন্ত বেশির ভাগ যাত্রী নেমেছে।
নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় রেলপথে গতকাল যাত্রীর উপচেপড়া ভিড় দেখা গেছে। অধিকাংশ ট্রেনই নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। ভোর থেকেই বরিশাল, ভোলা, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর থেকে লঞ্চগুলো বিপুলসংখ্যক যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে। আবহাওয়া ভালো থাকায় লঞ্চের যাত্রীরা স্বস্তিতে এবং দিনের শুরুতেই ঢাকা ফিরে এসেছেন।
অনেকে বাসে টিকিট না পেয়ে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহনে ঢাকায় ফিরছে মানুষ। জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে বহু মানুষকে অনিরাপদে ঢাকায় ফিরতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা, সিডস্টোর, মাওনা, রাজেন্দ্রপুর এলাকার মহাসড়কে এই চিত্র দেখা যায়।
এদিন সকালে ভালুকা বাসস্ট্যান্ডে দেখা গেছে, বাসের অপেক্ষায় সড়কে বহু যাত্রী অপেক্ষা করছেন। বেশিরভাগ বাস পূর্ণ হয়ে আসছে। কোনো বাসেই সিট খালি নেই। বাসের ভাড়াও ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। বাসে জায়গা না পেয়ে পিকআপে উঠতে দেখা গেছে ঢাকাগামী যাত্রীদের। এর আগে ঈদযাত্রাতে এভাবে ট্রাক-পিকআপে করে ঝুঁকি নিয়ে যেতে দেখা গেছে যাত্রীদের। স্বল্প আয়ের কর্মজীবীরা ঈদের যাত্রায় বাড়তি দামে বাসের টিকিট কিনতে না পেরে এসব যানবাহন বেছে নিয়েছিলেন।
এক বাসযাত্রী বলেন, আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। কোনো বাসে সিট খালি নেই। ভালুকা থেকে এমনিতে ভাড়া ১৫০ টাকা। কিন্তু এখন ২০০ থেকে ২৫০ টাকা দাবি করছেন হেল্পাররা।
পিকআপে করে ঢাকায় ফিরছেন এক গার্মেন্টস কর্মী। তিনি বলেন, বাসে সিট নেই। পিকআপ খোলামেলা। বাতাস লাগবে। তাই পিকআপে উঠেছি। পিকআপেও ঢাকার ভাড়া ১৫০ টাকা দিতে হবে।
এদিকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় গাড়ির জটলা দেখা গেছে। গাড়ির তেমন চাপ না থাকলেও বাস থেকে যাত্রী নামানোয় সেখানে থেমে থেমে জটলা তৈরি হচ্ছিল।
যাত্রীদের অভিযোগ, কালোবাজারিদের হাতে টিকিট চলে যাওয়ায় কাঙিক্ষত টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদের দ্বিতীয় দিন থেকে টানা এক সপ্তাহের টিকিট আগাম বিক্রি হওয়ায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কাউন্টারগুলোতে টিকিট না পাওয়া গেলেও এর ঠিক বাইরেই বেশি দামে টিকিট পাওয়া যাচ্ছে। এসব নিয়ন্ত্রণ করছে স্থানীয় একটি কালোবাজারি চক্রসহ বাস মালিক ও শ্রমিকরা।
পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে মঙ্গলবার ঢাকায় ফেরার জন্য বরগুনা-ঢাকা রুটের টিকিট কাটেন এক যাত্রী। স্বাভাবিক সময়ে ৬৫০ থেকে ৭০০ টাকা নেওয়া হলেও মঙ্গলবার তার কাছ থেকে টিকিটের জন্য ১১শ’ টাকা নেওয়া হয়েছে। এই রুটের কোনো কোনো গাড়িতে ১২শ’ টাকা পর্যন্তও ভাড়া নেওয়া হয়েছে বলে জানান এই যাত্রী। তিনি বলেন, এটা কোনো সিস্টেম হলো। সাতশ টাকার ভাড়া সর্বোচ্চ একশ টাকা বেশি নিলেও ঈদের সময় মানা যায়। কিন্তু তাই বলে ৪শ’ টাকা বেশি?
***


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের ঝান্ডা!

মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের ঝান্ডা!

ক্যাডবারি চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস

ক্যাডবারি চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে পড়ল বাস, হতাহত ৪৫

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে পড়ল বাস, হতাহত ৪৫

সেমিকন্ডাক্টর রফতানিতে জাপানের কড়াকড়ি : চীনের উদ্বেগ

সেমিকন্ডাক্টর রফতানিতে জাপানের কড়াকড়ি : চীনের উদ্বেগ

সিনচিয়াংয়ের মরুভূমিতে চলছে ধানচাষ

সিনচিয়াংয়ের মরুভূমিতে চলছে ধানচাষ

পশ্চিমের নিষেধাজ্ঞা উড়িয়ে ভয়ংকর হাতিয়ার বানাল ইরান

পশ্চিমের নিষেধাজ্ঞা উড়িয়ে ভয়ংকর হাতিয়ার বানাল ইরান

রুকু থেকে উঠার সময় ‘সামিআললাহু লীমান হামিদাহ’ বলা প্রসঙ্গে।

রুকু থেকে উঠার সময় ‘সামিআললাহু লীমান হামিদাহ’ বলা প্রসঙ্গে।

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

ইন্দোনেশিয়ায় ফের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ায় ফের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী

জার্মানিতে ৬ বছরের নিখোঁজ শিশুর সন্ধানে ১,২০০ জন

জার্মানিতে ৬ বছরের নিখোঁজ শিশুর সন্ধানে ১,২০০ জন

বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ ‘প্রত্যাখ্যান’ মার্কিন রাষ্ট্রদূতের

বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ ‘প্রত্যাখ্যান’ মার্কিন রাষ্ট্রদূতের

কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ কি বৈধ?

কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ কি বৈধ?

পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিল ‘র’ অফিসার!

পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিল ‘র’ অফিসার!

জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান প্রেসিডেন্টের

জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান প্রেসিডেন্টের

২০৩০ সাল নাগাদ চীনে বাণিজ্যিকভাবে আসবে ৬-জি

২০৩০ সাল নাগাদ চীনে বাণিজ্যিকভাবে আসবে ৬-জি

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা নিহত

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা নিহত

বহির্বিশ্বে মিলল প্রাণের সন্ধান!

বহির্বিশ্বে মিলল প্রাণের সন্ধান!

মোদির ভারতে ভয়াবহ অভিজ্ঞতা মুসলিমদের

মোদির ভারতে ভয়াবহ অভিজ্ঞতা মুসলিমদের

ইসরায়েলকে সমর্থন, মালয়েশিয়াতে বন্ধ কেএফসির বেশীরভাগ আউটলেট

ইসরায়েলকে সমর্থন, মালয়েশিয়াতে বন্ধ কেএফসির বেশীরভাগ আউটলেট