সেনাপ্রধানের হুমকি কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলার প্রতিক্রিয়া দেবে ইরান ষ ইরানে সরাসরি হামলা চালাবে না ইসরাইল : যুক্তরাষ্ট্র ষ ইরান পরিস্থিতি সামাল দিতে সক্ষম : চীন

ইরানকে জবাব দেবে ইসরাইল

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৭ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

ইসরাইলের সেনাবাহিনীর প্রধান বলেছেন, তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটির জবাব দেয়া হবে। মধ্যপ্রাচ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরাইলের মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না করার পরামর্শ কিংবা আহবান জানিয়েছে।
ইরানের হামলার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৪ ঘণ্টার কম সময়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক করেছেন। কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না সে বিষয়ে ইসরাইলের সরকারের দিক থেকে কিছু জানানো হয়নি। ইরান ইতোমধ্যে বলেছে যে তাদের হামলার জবাবে ইসরাইল যদি আবারো হামলা চালায় তাহলে এর চেয়ে বেশি কঠিন জবাব দেয়া হবে। ইরান বলছে সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলি হামলায় রেভ্যুলশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডারসহ সাত জন নিহত হবার পাল্টা জবাব দেয়া হয়েছে ইসরাইলের ভেতরে ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে। ইরান মনে করেছে এর মাধ্যমে বিষয়টির যবনিকা ঘটেছে এবং তারা আর হামলা করতে চায় না। কিন্তু ইসরাইল সেনাবাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ’র সাবেক প্রধান ডেভিড পেট্রাউস বিবিসিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে কোনো ঝুঁকি তৈরি হোক সেটি ওয়াশিংটন চায় না। জেনারেল পেট্রাউস ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর কমান্ডের দায়িত্বে ছিলেন। তিনি মনে করেন, ইসরাইলের ভূখণ্ডের ভেতরে ইরানের হামলা একটি ‘বড় ঘটনা’। ইসরাইলের জন্য এর গুরুত্ব কতটা সেটি পশ্চিমা দেশগুলোকে অনুধাবন করতে হবে। ‘এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, পরবর্তী করণীয় নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। যদি কোনো কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় অথবা উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে।’ পেট্রাউস বলেন, ইসরাইল সরকারের মধ্যে যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে সেটি হচ্ছে বড় ধরনের উত্তেজনা না বাড়িয়ে এই হামলার জবাব কীভাবে দেয়া যায়।
ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহু-র নেতৃত্বে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে, তাকে অনেকেই সে দেশের ইতিহাসে সব চেয়ে ‘কট্টরপন্থী’ বা হার্ডলাইন সরকার বলে বর্ণনা করে থাকেন। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরাইল সময় নিয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। তারপর ছ’মাসেরও বেশি সময় ধরে তারা একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাজাকে যেন তারা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রতি পাল্টা জবাব দেবার জন্য ইসরাইলের হাতে বেশকিছু পন্থা আছে। তবে নেতানিয়াহু সরকার কোন ধরনের পন্থা ব্যবহার করবেন সেটি বোঝা মুশকিল। এদিকে বিশ্বনেতারা ইসরাইলকে সংযত থাকার আহবান জানিয়েছেন। ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরাইলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এটিও জানানো হয়েছে যে ইসরাইল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাতে যোগ দেবে না।
কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলার প্রতিক্রিয়া দেবে ইরান : নজিরবিহীন হামলার পর এবার ইসরাইলকে কঠোর হুমকি দিল ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। ইরানের রাজনীতিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি এই হুমকি দিয়েছেন বলে গতকাল মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়। আলি বাঘেরি কানি বলেন, ইসরাইল যদি পাল্টা হামলা চালায়, ইরান কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে।
ইরানে সরাসরি হামলা চালাবে না ইসরাইল: বার্তা সংস্থা এনবিসিকে অন্তত চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তারা ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই ধারণা পেয়েছেন। যেহেতু তেহরানের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম আগ্রাসী মনোভাব দেখাবে জেরুজালেম। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, শনিবার ইসরাইলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলার ঘটনায় সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাবে জেরুজালেম। খুব সম্ভবত, ইরানের বাইরে ইরান-সমর্থিত বাহিনীগুলোর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর হামলা হতে পারে।
ইসরাইলের মিত্ররা দেশটিকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এ ধরনের উদ্যোগে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে সিরিয়ার আধা-সামরিক বাহিনী বা লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আসতে পারে। উভয় সংগঠনই ইরানের কাছ থেকে সরাসরি সমর্থন পেয়ে থাকে। চার কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এ বিষয়ে সব সিদ্ধান্তের বিষয়ে ইসরাইল ওয়াশিংটনকে অবহিত রাখবে। তবে কোনো ধরনের প্রতিশোধমূলক পাল্টা হামলা বা সামরিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। এদিকে ইতোমধ্যে ইসরাইল এ অঞ্চলের আরব দেশগুলোকে আশ্বস্ত করেছে, ইরানের হামলায় প্রতিক্রিয়া দেখালেও এতে অন্য কোনো দেশ বিপদে পড়বে না। বেশ কয়েকটি দেশ আশঙ্কা প্রকাশ করেছে, ইসরাইল পাল্টা হামলা চালালে ইরানের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে।
ইরান পরিস্থিতি সামাল দিতে সক্ষম : চীন বলেছে, তারা বিশ্বাস করে, ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও তারা সক্ষম। সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার জেরে গত সপ্তাহান্তে ইসরাইলে ইরানের বদলার প্রেক্ষাপটে এসব কথা বলেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোনালাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে ব্রিফ করেন আবদুল্লাহিয়ান।
গতকাল চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ওয়াং বলেছেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন। ইসরাইলের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে সীমিত বলে ওয়াংয়ের কাছে তুলে ধরেছে ইরান। একই সঙ্গে বলেছে, এটি তারা আত্মরক্ষার জন্য করেছে। ওয়াং বলেছেন, ইরানের দূতাবাসে (কনস্যুলেট) হামলার তীব্র নিন্দা জানায় চীন। তারা দৃঢ়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে। তারা এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ মনে করে। ওয়াংকে আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযম চর্চায় আগ্রহী। আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই। সূত্র : বিবিসি, আল-জাজিরা, এনবিসি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

মে দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মে দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মধুখালি চোপেরঘাট নিহত দুই সহোদরের বাড়ীতে কেন্দ্রীয় বিএনপির ১০ সদস্যের প্রতিনিধি দল,

মধুখালি চোপেরঘাট নিহত দুই সহোদরের বাড়ীতে কেন্দ্রীয় বিএনপির ১০ সদস্যের প্রতিনিধি দল,

কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

গাজায় ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ

গাজায় ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ

বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দখলমুক্ত করতে নিউইয়র্ক পুলিশের ব্যাপক অভিযান

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দখলমুক্ত করতে নিউইয়র্ক পুলিশের ব্যাপক অভিযান

ট্রুডোকে ‘পাগল’ বলে আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

ট্রুডোকে ‘পাগল’ বলে আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

তীব্র রোদেও নয়াপল্টনে জড়ো হচ্ছে শ্রমিক দলের নেতাকর্মীরা

তীব্র রোদেও নয়াপল্টনে জড়ো হচ্ছে শ্রমিক দলের নেতাকর্মীরা

চীনে গভীর রাতে মহাসড়কে ধস, ১৯ জনের মৃত্যু

চীনে গভীর রাতে মহাসড়কে ধস, ১৯ জনের মৃত্যু

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

করোনা টিকায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া, স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা

করোনা টিকায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া, স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা

দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

গাজীপুরে ট্রাকের ধাক্কায় উড়াল সেতু প্রকল্পের প্রকৌশলী নিহত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় উড়াল সেতু প্রকল্পের প্রকৌশলী নিহত

সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে-- জেলা প্রশাসক

সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে-- জেলা প্রশাসক

দুই মাসের ব্যবধানে আবারো বাড়লো বিদ্যুৎ কেন্দের গ্যাসের দাম

দুই মাসের ব্যবধানে আবারো বাড়লো বিদ্যুৎ কেন্দের গ্যাসের দাম

বেনাপোলে বাসচাপায় ধান কাটা শ্রমিক নিহত

বেনাপোলে বাসচাপায় ধান কাটা শ্রমিক নিহত

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

বৃহস্পতিবার কাঙ্খিত বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার কাঙ্খিত বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী