ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত আরো ৫

একই পরিবারের ৫ জনসহ নিহত ১৪

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৭ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। স্বজন হারানোর আহজারী ও কান্নায় ভারী হয়ে গেছে নিহতদের বাড়ি ও আশপাশের এলাকা। অন্যদিকে পৃথক দুর্ঘটনায় দেশের বিভিন্নস্থানে নিহত হয়েছেন আরো ৫ জন। সোমবার দিবাগত রাত এবং গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে এই দুর্ঘটনাগুলো সংঘঠিত হয়ে। এর মধ্যে ময়মনসিংহে দুই, পটুয়াখালী এক, পিরোজপুর এক, ঝালকাঠি এক, নাটোরে একজন নিহত হয়। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ নিহত হয়েছেন এর মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক পরিবারের নিহত পাঁচজন হলেন- ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, দুই ছেলে রুহান মোল্লা, হাবিব মোল্লা ও মা। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে দু›জন মারা যান। এ ছাড়া নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মর্জিনা বেগম।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসার পর বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। গাড়িটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানটি বাসটির মাঝামাঝিতে এসে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। স্বজনদের হারিয়ে পাগল প্রায় নিহতদের একমাত্র ফুফু।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে ট্রাকচাপায় আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফের খাদেম ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে বাসন্ডা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম জেলার রাজাপুর উপজেলার উত্তর তাড়াবুনিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নেছারাবাদ দরবার শরীফের ফান্ডে টাকা তোলার জন্য সড়কের পাশে বসা ছিলেন খাদেম আবুল কালাম। এসময় বরিশাল থেকে পিরোজপুরগামী একটি ট্রাক সড়কের পাশে গিয়ে খাদেম আবুল কালামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে বড় বোনের বৌ-ভাতের অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে আকিব হাসান হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এতে খায়রুল আলম সাগির ও জাওয়ার হোসেন লাদেন নামে তার দুই মামাতো ও ফুপাতো ভাই গুরুতর আহত হয়েছে। গত সোমবার মধ্য রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকিব হাসানের মৃত্যু হয়। এর আগে সোমবার দুপুরে বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তাপারা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আরিফা নামে এক শিশু মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পাড়েরহাট ইউনিয়নে টগড়া গ্রামে অবদা বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, অবদা বাজারে আলী আহমেদে মেয়ে আরিফা দুপুরে বাড়ীর সামনের রাস্তার পশ্চিম পাশ থেকে দৌড়ে রাস্তার পূর্ব পাশে যাওয়ার জন্য টগড়া খেয়াঘাট থেকে ছেড়ে আসা অটোরিকশা আসলে তখন অটোরিকশা ধাক্কায় আরিফা গাড়ীর নিচে পড়ে যায়। গাড়ীতে থাকা যাত্রী দুই শিশু এবং অটোরিকশা ড্রাইভার সহ ৫ জন গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আরিফাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের কলঙ্ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নজরুল পটুয়াখালী সদর সাবরেজিস্টার অফিসের নকল শাখার তল্লাশীকারক পদে কর্মরত ছিলেন। সে পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা। গতকাল সকাল ৯টায় উপজেলার শেরপুর-হালুয়াঘাট সড়কের রামচন্দ্রপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

বৃহস্পতিবার কাঙ্খিত বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার কাঙ্খিত বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ৬

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ৬

নড়িয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নড়িয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

চাঁদপুর পদ্মা-মেঘনায় মাছ ধরতে নেমেছে জেলেরা

চাঁদপুর পদ্মা-মেঘনায় মাছ ধরতে নেমেছে জেলেরা

আফগানিস্তান বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার

আফগানিস্তান বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার

স্মিথ-ম্যাগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

স্মিথ-ম্যাগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

কাতারের জন্য ১৮টি এলএনজি পরিবহনকারী জাহাজ নির্মাণ করবে চীন

কাতারের জন্য ১৮টি এলএনজি পরিবহনকারী জাহাজ নির্মাণ করবে চীন

বছরে মাত্র ১ ডলার বেতন নেন জুকারবার্গ, আর সুবিধাভোগ করেন ২৫০ কোটির

বছরে মাত্র ১ ডলার বেতন নেন জুকারবার্গ, আর সুবিধাভোগ করেন ২৫০ কোটির

মাগুরার মহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

মাগুরার মহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

জলবায়ু পরিবর্তনের ফলে এভারেস্ট অভিযানে জটিলতা বাড়ছে

জলবায়ু পরিবর্তনের ফলে এভারেস্ট অভিযানে জটিলতা বাড়ছে

দক্ষিণ সুদানের নির্বাচনে সহায়তা দেবে চীন

দক্ষিণ সুদানের নির্বাচনে সহায়তা দেবে চীন

বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা

বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা

ওয়ালটন ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে ক্রেতাদের ব্যাপক সাড়া

ওয়ালটন ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে ক্রেতাদের ব্যাপক সাড়া

জোড়া গোলে মিউনিখে বায়ার্নকে রুখে দিলেন ভিনিসিয়ুস

জোড়া গোলে মিউনিখে বায়ার্নকে রুখে দিলেন ভিনিসিয়ুস

মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের ঝান্ডা!

মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের ঝান্ডা!

ক্যাডবারি চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস

ক্যাডবারি চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে পড়ল বাস, হতাহত ৪৫

পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে পড়ল বাস, হতাহত ৪৫

সেমিকন্ডাক্টর রফতানিতে জাপানের কড়াকড়ি : চীনের উদ্বেগ

সেমিকন্ডাক্টর রফতানিতে জাপানের কড়াকড়ি : চীনের উদ্বেগ