ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
তাপমাত্রা বাড়বে আরো

খুলনায় গরমে বাড়ছে হাসপাতালে ভিড়

Daily Inqilab খুলনা ব্যুরো

২১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এরই সাথে অতিরিক্ত গরমে সর্দি-জ্বর, পেটের পীড়া ও শ^াসতন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। চিকিৎসকরা বলছেন, গরমের সময় অসুস্থতা থেকে বাঁচতে নিতে হবে বাড়তি সতর্কতা।
এক সপ্তাহের টানা তাপপ্রবাহের মধ্যে গতকাল খুলনায় থার্মোমিটারে পারদ উঠেছে মৌসুমের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি, যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি, সাতক্ষীরা ৪০ দশমিক ৩ ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, এখনই এই এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে গরমে অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যার প্রায় তিনগুন রোগী ভর্তি রয়েছে। ৫০০ শয্যার বিপরীতে গতকাল ১২৮৬ জন রোগী ভর্তি হয়। এর আগের দিন গত বৃহস্পতিবার সর্বোচ্চ রোগী ভর্তি ছিল ১৩০৫ জন। রোগীর চাপে হাসপাতালের শয্যা সংখ্যা সঙ্কুলান দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ফলে অনেকে বাধ্য হয়ে ওয়ার্ডের বাইরে বারান্দায়, সিঁড়ি ঘরের সামনে চলাচলের রাস্তার মেঝেতে থাকছেন।

একইভাবে খুলনা শিশু হাসপাতালে অসুস্থ রোগীদের জায়গা দিতে পারছে না কর্তৃপক্ষ। হাসপাতালের ২৭০টি শয্যার একটিও খালি নেই। তারওপর প্রতিদিন ৭০-৮০ জন অসুস্থ শিশুকে ভর্তি, জন্য হাসপাতালে আনছেন অভিভাবকরা। জায়গা সঙ্কুলান না হওয়ায় অনেককে ফেরত দিতে হচ্ছে। এর বাইরে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে আরও ৫০০-৬০০ শিশু রোগী। যাদের অধিকাংশই জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদের দুই বছর বয়সী সন্তান আহনাফের কয়েকদিন ধরে জ্বর। তাপ না কমায় আহনাফকে গতকাল খুলনা শিশু হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যান তার বাবা। ওয়াদুদ বলেন, জ্বরের সঙ্গে তার ছেলের প্রচণ্ড শরীর ব্যথা, ক্লান্তিও আছে। ছেলেটা কিছু খেতে পারছে না। ছেলের এমন জ্বর আগে হয়নি।

গরমের মধ্যে গত কয়েকদিনে রোগী বেড়েছে জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, সর্দি জ্বর কাশি শ্বাসকষ্ট আর খিঁচুনি নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে অসুস্থ শিশুরা। অতিরিক্ত গরমে টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিসের প্রবণতাও বাড়ছে।

অতিরিক্ত গরমে শিশুরা প্রচুর ঘামছে, তাতে তৈরি হচ্ছে পানিশূন্যতা। এ সময় শিশুদের বাইরে বের না করলেই ভালো। শিশুদের খাবারের বিষয়েও সতর্ক থাকতে হবে। গরম খাবার দিতে হবে, বাইরের খাবার-পানি খাবে না।
খুলনা শিশু হাসপাতালে অসুস্থ শিশু সাজ্জাদের মা নাসিমা সুলতানা বলেন, গত বুধবার বিকেল থেকে পাতলা পায়খানা। রাতে একটু কম ছিল, সকালে আবার পায়খানা বাইড়া গেছে। এজন্য নিয়া আসছি। আমি বাচ্চার খুব ভালো করে যত্ন নিই। গরমের কারণে ডায়রিয়া হইছে মনে হয়।

উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের প্রধান ডা. বাহারুল আলম বলেন, গরমে ডায়রিয়া থেকে বাঁচতে খাবার আগে, টয়লেটে যাওয়ার পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। বিশেষ করে যারা শিশুদের খাওয়ান, যত্ন নেন, তাদের এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সম্ভব হলে খাবার পানি ফুটিয়ে পান করতে হবে। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে প্রথম দিনই হাসপাতালে আসার প্রয়োজন পড়ে না। সেজন্য বাসায় সব সময় খাবার স্যালাইন রাখতে হবে বলে জানান এই চিকিৎসক।

হিট স্ট্রোক থেকে বাঁচতে কিছু নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, দিনের বেলা সম্ভব হলে বাইরে বের না হওয়া, রোদ এড়িয়ে চলতে হবে। বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, হালকা রঙের ঢিলেঢালা সুতির জামা পরতে হবে, প্রচুর বিশুদ্ধ পানি পান করতে হবে, সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে, সম্ভব হলে একাধিকবার শরীরে পানির ঝাপটা দেয়া বা গোসল করা, ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান বলেন, অত্যাধিক গরমে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। গরম যত বাড়ছে জ্বর ডায়রিয়া শ্বাসতন্ত্রের অসুস্থতার রোগীও তত বাড়ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

তাসকিনের শিকার রোহিত

তাসকিনের শিকার রোহিত

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন